1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টলতে টলতে গাড়িতে উঠলেন হিলারি

১২ সেপ্টেম্বর ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাস দুয়েকের মতো বাকি৷ হিলারি-ট্রাম্প লড়াই এখন তুঙ্গে৷ কিন্তু এর মধ্যে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের বার বার অসুস্থ হয়ে পরার ঘটনা সৃষ্টি করেছে নতুন এক আশঙ্কা...৷

ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন
ছবি: Reuters/B. Snyder

রবিবার ছিল যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকী৷ আর সেই নাইন ইলেভেনের স্মরণসভায় যোগ দিতে গিয়েছিলেন দুই প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা৷ নির্বাচনের একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ অ্যামেরিকার প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরার এমন সুযোগ কাজে লাগাতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন – দু'জনেই৷ কিন্তু সকাল দশটা নাগাদ হঠাৎ করেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে হয় হিলারিকে৷

নিউ ইয়র্ক পোস্ট-এর খবর অনুযায়ী, জনসমক্ষেই অসুস্থ হয়ে পড়েছিলেন ৬৮ বছর বয়সি হিলারি ক্লিন্টন৷ তাঁর প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়৷ সে সময় ১১ই সেপ্টেমরের হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের নাম পড়ে শোনানো হচ্ছিল৷

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় হিলারির পা থেকে এক পাটি জুতোও নাকি খুলে যায়৷ তারপর সভা শুরুর ৯০ মিনিটের মাথায় তাঁকে কোনো রকমে গাড়িতে তোলেন নিরাপত্তাকর্মীরা৷

শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে৷ আপাতত মেয়ে চেলসির বাড়িতে আছেন হিলারি, সুস্থই আছেন৷ কিন্তু তাঁর অসুস্থতার খবর পেয়ে তাঁকে খাটো করার সুযোগ ছাড়েননি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প৷ সমবেদনা জানানো তো দূরের কথা, হিলারির শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ বলেছেন, এখনই যদি এ অবস্থা হয়, তাহলে প্রেসিডেন্ট হলে কীভাবে কাজ সামলাবেন হিলারি ক্লিন্টন?‌

ডিজি/এসিবি

বন্ধু, আপনার কী মনে হয়? শারীরিক অসুস্থতাকে কি হিলারি ক্লিন্টনকে কাবু করতে পারবে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ