1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি

৫ নভেম্বর ২০২৫

নিউ ইয়র্কের নতুন মেয়র হতে চলেছেন জোহরান মামদানি৷ মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক এই প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমো পেয়েছেন ৪০ শতাংশের কিছু বেশি ভোট৷

নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি
নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানিছবি: Selcuk Acar/Anadolu/picture alliance

নিউ ইয়র্কের নতুন মেয়র হতে চলেছেন জোহরান মামদানি৷ মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক এই প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমো পেয়েছেন ৪০ শতাংশের কিছু বেশি ভোট৷

৩৪ বছর বয়সি বামঘেঁষা ডেমোক্রেট মামদানি নির্বাচনি প্রচারণার সময় শ্রমজীবী শ্রেণির ক্ষমতা পুনঃস্থাপন এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম মেয়র হতে চলেছেন মামদানি৷

তার মা ভারতীয়-মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার৷ বাবা মাহমুদ মামদানি৷ তিনি ভারতে জন্মগ্রহণ করা উগান্ডার একজন শিক্ষাবিদ৷

ডেমোক্রেটিক পার্টির এই নেতার বিরুদ্ধে টানা প্রচার করে যাচ্ছিলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ 

এবার নির্বাচনে জয়ী হতেই ট্রাম্পকে নিশানা করলেন হবু মেয়র মামদানি৷ তিনি বলেন, ‘‘আমি ট্রাম্পকে চারটি কথা বলতে চাই, আরও জোরে চিৎকার করুন৷’’

এসটি/জেডএইচ (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ