নিউ ইয়র্কে গুলি, বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশসহ মৃত পাঁচ
২৯ জুলাই ২০২৫
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, একজন হামলাকারী ছিল এবং তার মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে একটি বহুতল অফিস টাওয়ারে। ছবি: Jeenah Moon/REUTERS
বিজ্ঞাপন
নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটানে একটি অফিস টাওয়ারে আচমকা গুলি চালায় এক ব্যক্তি। ঘটনাটি ঘটে সোমবার।
স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, হামলাকারীসহ মোট পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহত হয়েছেন আরো অনেকে।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, একজন হামলাকারী ছিল এবং তার মৃত্যু হয়েছে। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও জানান, বন্দুকবাজের মৃত্যু হয়েছে। ঘটনাটির পরে সে আত্মঘাতী হয় বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের ‘রাজনীতির গুটি’ করা হচ্ছে?
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতি পছন্দ না হওয়ায় টেক্সাসের রিপাবলিকান গভর্নর অভিবাসনপ্রত্যাশীদের ডেমোক্র্যাটশাসিত বিভিন্ন শহর ও রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন৷
ছবি: Luiz C. Ribeiro/New York Daily News/TNS/Newscom/picture alliance
বাসে করে অভিবাসনপ্রত্যাশীদের শিকাগো যাত্রা
সীমান্ত পাড়ি দিয়ে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা অভিবাসনপ্রত্যাশীদের বাসে উঠতে দেখা যাচ্ছে৷ প্রায় ২,২৫০ কিলোমিটার দূরের শিকাগো যেতে তাদের টাকা দিতে হয় না৷
ছবি: Carlos Barria/REUTERS
বাইডেনের অভিবাসন নীতির বিরোধিতা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতির বিরোধিতা করে আসছেন রিপাবলিকান নেতারা৷ মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে অবস্থিত মার্কিন রাজ্য টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট অভিবাসনপ্রত্যাশীদের তার রাজ্যে থাকতে দিতে চান না৷ তাই তিনি রাজ্যের খরচে অভিবাসনপ্রত্যাশীদের ডেমোক্র্যাট নেতাদের শাসনে থাকা বিভিন্ন শহরে পাঠানোর ব্যবস্থা করছেন৷
ছবি: Eric Gay/AP/picture alliance
খরচ ১০০ মিলিয়ন ডলার
২০২২ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় এক লাখ অভিবাসনপ্রত্যাশীকে টেক্সাস থেকে শিকাগো, নিউইয়র্ক ও ডেনভারের মতো ডেমোক্র্যাটদের শাসনে থাকা বিভিন্ন শহরে পাঠানো হয়েছে৷ এতে ১০০ মিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে৷ ছবিতে টেক্সাসের ব্রাউনসভিলে অভিবাসনপ্রত্যাশীদের জন্য তৈরি একটি প্রোসেসিং সেন্টার দেখা যাচ্ছে৷
ছবি: Carlos Barria/REUTERS
ডেমোক্র্যাটরাও খুশি নন
বাইডেনের নীতির কারণে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নামায় বিভিন্ন শহরের ডেমোক্র্যাট গভর্নর ও মেয়ররাও খুশি নন৷ অভিবাসনপ্রত্যাশীদের সামলাতে তারা সরকারের কাছে আরো বেশি তহবিল দাবি করছেন৷
ছবি: Carlos Barria/REUTERS
রাজনীতির গুটি?
হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা টম পেরেজ বলছেন, বাইডেন প্রশাসন ডেমোক্র্যাট গভর্নর ও মেয়রদের হতাশা বুঝতে পারছে৷ বাইডেন অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় দেওয়া শহরগুলোর জন্য আরও বেশি তহবিল জোগাড়ের চেষ্টা করছেন বলেও জানান তিনি৷ পেরেজ বলেন, টেক্সাসের গভর্নর অ্যাবটের মতো কট্টরপন্থি রিপাবলিকানরা অভিবাসনপ্রত্যাশীদের ‘রাজনীতির গুটি’ হিসেবে ব্য়বহারের চেষ্টা করছেন৷
ছবি: Luiz C. Ribeiro/New York Daily News/ZUMA/picture alliance
পুলিশ স্টেশনের বাইরে রাত কাটানো
বর্তমানে শিকাগোতে ১৫ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন৷ এছাড়া কিছু অভিবাসনপ্রত্যাশীকে পুরো শরৎকালটা পুলিশ স্টেশনের বাইরে ঘুমিয়ে কাটাতে হয়েছে৷
ছবি: TNS/ABACA/picture alliance
নিউইয়র্কে আশ্রয় নিয়েছেন ৬৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী
গৃহহীনদের আশ্রয় দিতে আইনগতভাবে বাধ্য নিউইয়র্ক৷ তাই সেখানে বর্তমানে ৬৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী বিভিন্ন হোটেল, সরকারি ভবন ও তাঁবুতে আশ্রয় নিয়ে আছেন৷
ছবি: Luiz C. Ribeiro/New York Daily News/TNS/Newscom/picture alliance
7 ছবি1 | 7
নিউ ইয়র্কের পুলিশ কমিশনারে জেসিকা টিশ জানান, ''হামলাকারীর বয়স ২৭। লাস ভেগাসের বাসিন্দা এই হামলাকারীর মানসিক স্বাস্থ্যের সমস্যা ছিল বলে জানা গেছে।''
কিছুদিন আগে গাড়ি চালিয়ে সে নিউ ইয়র্কে এসেছিল। তার বন্দুক নিয়ে টাওয়ারে প্রবেশ করার ছবি একাধিক স্থানীয় সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। এদিন গুলি চালানোর পর সে নিজের বুকে গুলি করে মারা যায়। যদিও এই ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন টিশ।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এই ঘটনায় একজন পুলিশকর্মী মারা গেছেন। ৩৬ বছরের এই পুলিশকর্মী বাংলাদেশ বংশোদ্ভূত দিদারুল ইসলাম। সাড়ে তিন বছর ধরে পুলিশে চাকরি করছিলেন তিনি। মৃত বাকি তিনজন সাধারণ নাগরিক বলে জানা গেছে।
৪৪ তলার এই এই অফিস টাওয়ারের ঠিকানা ৩৫৪ পার্ক অ্যাভিনিউ। মরগ্যান স্ট্যানলি, এনএলএফ, ব্ল্যাকস্টোনসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার অফিস এখানে।