1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউ ইয়র্কে গুলি, বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশসহ মৃত পাঁচ

২৯ জুলাই ২০২৫

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, একজন হামলাকারী ছিল এবং তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ।
ঘটনাটি ঘটে একটি বহুতল অফিস টাওয়ারে। ছবি: Jeenah Moon/REUTERS

নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটানে একটি অফিস টাওয়ারে আচমকা গুলি চালায় এক ব্যক্তি। ঘটনাটি ঘটে সোমবার।

স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, হামলাকারীসহ মোট পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহত হয়েছেন আরো অনেকে।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, একজন হামলাকারী ছিল এবং তার মৃত্যু হয়েছে। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও জানান, বন্দুকবাজের মৃত্যু হয়েছে। ঘটনাটির পরে সে আত্মঘাতী হয় বলে জানান তিনি।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনারে জেসিকা টিশ জানান, ''হামলাকারীর বয়স ২৭। লাস ভেগাসের বাসিন্দা এই হামলাকারীর মানসিক স্বাস্থ্যের সমস্যা ছিল বলে জানা গেছে।''

কিছুদিন আগে গাড়ি চালিয়ে সে নিউ ইয়র্কে এসেছিল। তার বন্দুক নিয়ে টাওয়ারে প্রবেশ করার ছবি একাধিক স্থানীয় সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে।  এদিন গুলি চালানোর পর সে নিজের বুকে গুলি করে মারা যায়। যদিও এই ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন টিশ। 

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এই ঘটনায় একজন পুলিশকর্মী মারা গেছেন। ৩৬ বছরের এই পুলিশকর্মী বাংলাদেশ বংশোদ্ভূত দিদারুল ইসলাম। সাড়ে তিন বছর ধরে পুলিশে চাকরি করছিলেন তিনি। মৃত বাকি তিনজন সাধারণ নাগরিক বলে জানা গেছে। 

৪৪ তলার এই এই অফিস টাওয়ারের ঠিকানা ৩৫৪ পার্ক অ্যাভিনিউ। মরগ্যান স্ট্যানলি, এনএলএফ, ব্ল্যাকস্টোনসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার অফিস এখানে। 

এসসি/ জিএইচ (রয়টার্স)