1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলা

১১ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি বাস টার্মিনালে এক বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন৷ আহত ব্যক্তিদের মধ্যে সম্ভাব্য হামলাকারীও রয়েছে বলে খবর৷ হামলাকারী বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে৷

USA "Explosion" im New Yorker Stadtteil Manhattan
ছবি: Reuters/E. Tobin

স্থানীয় সময় সোমবার সকালে ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে এ বিস্ফোরণ ঘটে৷ তাৎক্ষণিকভাবে ঐ এলাকা ফাঁকা করে আশপাশের সড়কে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ তবে বিস্ফোরণে আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট৷ পুলিশ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে৷ ওই যুবকের নাম আকায়েদ উল্লাহ৷২৭ বছর বয়সি ঐ যুবককে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

এদিকে, আটককৃত যুবক আকায়েদ উল্লাহ বাংলাদেশি বলে তাৎক্ষণিকভাবে উল্লেখ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম৷ সাত বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ঐ যুবক ইসলামিক স্টেট বা আইএস-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এ হামলা চালিয়েছে বলেও উল্লেখ করা হচ্ছে অনেক প্রতিবেদনে৷ তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য পাওয়া যায়নি৷ ঘটনার পর তাৎক্ষণিকভাবে এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও জানান, এটি একটি সন্ত্রাসী হামলা এবং এখন পর্যন্ত ঘটনাস্থল আটককৃত একজন ছাড়া আর কেউ সন্দেহের তালিকায় নেই৷ ‘‘নিউ ইয়র্ক এ মুহূর্তে আর কোনো হামলার হুমকিতেও নেই৷''

মাত্র দু'মাস আগে নিউ ইয়র্কে একটি সাইকেল চালানোর রুটে ট্রাক তুলে দিয়ে আটজনকে হত্যা করা হয়৷ আইএস পরে এ ঘটনার দায় স্বীকার করে৷

আরএন/ডিজি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ