নিউ মার্কেট এলাকা আবারও রণক্ষেত্র
১৯ এপ্রিল ২০২২ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাঠি, রড হাতে সড়কে নেমে এসে ঢিল ছুড়তে শুরু করে৷ এ সময় ব্যবসায়ীরাও বেরিয়ে এলে সংঘর্ষ শুরু হয়৷
নিউ মার্কেট থানার পরিদর্শক অপারেশনস হালদার অজিত ঠাকুর ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘নিউ মার্কেটসহ আশেপাশের এলাকার সকল দোকান পাট বন্ধ রয়েছে৷শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে৷ দোকান কর্মচারীরাও বিচ্ছিন্নভাবে আছে৷’’
ঢাকা কলেজের দিক থেকে আসা যুবকদের অনেকের হাতে লাঠি আর মাথায় হেলমেট দেখা গেছে৷ ঢিল বৃষ্টির মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়ছে পুলিশ৷ কয়েকটি বিস্ফোরণেরও আওয়াজও পাওয়া গেছে৷
উপ কমিশনার সাজ্জাদুর রহমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘‘দুই পক্ষ আবারো মুখোমুখি হয়েছে৷ আমরা পরিস্থিস্তি সামাল দেওয়ার চেষ্টা করছি৷’’
আগের রাতের সংঘর্ষের পর থেকেই সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল, সকালে সংঘর্ষ শুরুর পর রাস্তায় কাঠসহ বিভিন্ন জিনিসপত্র জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷
এদিকে ঈদের এই ভরা মৌসুমে সংঘর্ষ আর দোকানপাট বন্ধ থাকায় উদ্বেগে পড়েছেন ব্যবসায়ীরা৷
নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডাক্তার শাহীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সবপক্ষকে শান্ত করে রাত ৪টার দিকে আমরা বাসায় ফিরেছিলাম৷ আমরা ছাত্রনেতাদের কথা দিয়েছিলাম যে ব্যবসায়ীরা আর সংঘর্ষে জড়াবে না৷ কিন্তু সকালে ছাত্ররা আবার সড়ক অবরোধ করে৷ ফলে পাশে চাঁদনীচক, গাউছিয়া ও অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা আবার একত্রিত হয়ে সংঘর্ষে জড়ায়৷’’
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)