1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিওমোনিয়া থেকে সুস্থ হয়ে উঠলেন জর্জ মাইকেল

২৪ ডিসেম্বর ২০১১

জনপ্রিয় ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল নিওমোনিয়া থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেয়া হয়েছে৷ গত মাসে জর্জ মাইকেলকে ভিয়েনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

British singer George Michael croons a tune at the Rockfest at Wembley Stadium in London, England, Saturday, June 11, 1988. An estimated 70,000 fans packed the venue for the 10-hour concert in honor of the jailed black South African ANC leader Nelson Mandela. An additional 750 million people in 60 countries viewed the festival on television. (AP Photo/Gillian Allen)
১৯৮৮ সালে এক কনসার্টে জর্জ মাইকেলছবি: AP

গত মাসে অস্ট্রিয়ায় জর্জ মাইকেল এসেছিলেন কনসার্ট করতে৷ কিন্ত তিনি অসুস্থ হয়ে পড়েন৷ তাঁকে গুরুতর অবস্থায় ভিয়েনার একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকরা জানান, তিনি নিওমোনিয়ায় আক্রান্ত৷ বাতিল করতে হয় সবগুলো কনসার্ট৷

৪৮ বছর বয়স্ক এই তারকা গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন৷ হাসপাতাল থেকে তিনি সোজা চলে যান এয়ারপোর্টে৷ তিনি ফিরে গেছেন লন্ডনে৷ অস্ট্রিয়ার একটি পত্রিকা লিখেছে, তিনি তাঁর প্রিয়জনদের সঙ্গে বড়দিন উৎসব কাটাতে পারবেন৷

ফাইল ছবিছবি: AP

পত্রিকায় যা লেখা হয়েছে তা নিয়ে ভিয়েনা জেনারেল হসপিটালের মুখপাত্র কোন ধরণের মন্তব্য করতে রাজি হননি৷ তবে লন্ডনের ডেইলি সান লিখেছে, জর্জ মাইকেল সুস্থ হয়ে ফিরে এসেছেন লন্ডনে৷ বড়দিন উৎসবে তিনি দূরে থাকছেন না৷

জর্জ মাইকেল এবং অ্যান্ড্রু রিজলি মিলে এক সময় তৈরি করেছিলন ব্যান্ড হোয়্যাম! ১৯৮০ সালে জর্জ মাইকেল গ্র্যামি জেতেন৷ এরপর ব্যান্ড ভেঙে যায় এবং জর্জ এককভাবে গানের জগতে নিজেকে পরিচিত করে তোলেন৷ এ পর্যন্ত তিনি প্রায় একশো মিলিয়ন রেকর্ড বিক্রি করেছেন এবং উপার্জন করেছেন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড৷ তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘লাস্ট ক্রিসমাস', ‘ফেইথ', ‘কিসিং এ ফুল', ‘কেয়ারলেস উইসপার' এবং ‘ফাদার ফিগার' উল্লেখযোগ্য৷ 

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ