1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিকাব পরা সৌদি নারীদের যে ভিডিও ভাইরাল হলো

৩ জানুয়ারি ২০১৭

এই মিউজিক ভিডিওতে ঐ নারীদের এমন সব কাজ করতে দেখা গেছে যেগুলো সে দেশে নারীদের করা নিষেধ৷ নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতেই ভিডিওটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

জার্মানিতে নিকাব পরা মুসলিম নারী
ছবি: picture-alliance/dpa/P. Endig

ডিসেম্বরের ২৩ তারিখ ইউটিউবে ভিডিওটি আপলোড  করার পর সামাজিক মাধ্যমগুলোতে সেটি ভাইরাল হয়ে যায়৷ টুইটারে অনেকেই ভিডিওটি শেয়ার করছেন৷

ভিডিওটি শুরু হয় নিকাব পরা কয়েক নারীর একটি গাড়িতে বসার মধ্য দিয়ে৷ এরপর দেখা যায় চালকের আসনে এসে বসছে এক কিশোর৷ এর মাধ্যমে সৌদি আরবে প্রচলিত একটি আইনের প্রতিবাদ জানানো হয়েছে৷ এই আইনের কারণে সে দেশের মেয়েরা গাড়ি চালাতে পারেন না৷ এছাড়া নারীরা বাইরে বের হলে তাঁদের সঙ্গে পরিবারের অন্তত একজন পুরুষ সদস্য রাখা বাধ্যতামূলক৷

ভিডিওতে সৌদি নারীদের নিকাব পরে স্কেটবোর্ডিং ও বাস্কেটবল খেলতেও দেখা গেছে৷ সেই সময় পুরুষরা তাঁদের সেসব করতে নিষেধ করলেও তাঁরা শোনেননি৷

সৌদি আরবে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন মানাল আল-শরিফ৷ তিনি ভিডিওটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘‘সৌদি পরিচালক মাজেদ আলেসা এই মজার কিন্তু ক্লেভার ভিডিওর মাধ্যমে স্টেরিওটাইপ ধারণা ভাঙছেন৷''

আল অ্যারাবিয়া চ্যানেলের ইংরেজি ভাষার ওয়েবসাইটের কলামনিস্ট মারিয়া ডুবভিকোভা ভিডিওটি শেয়ার করে সৌদি আরবের তরুণ প্রজন্মের কাজের প্রশংসা করেছেন৷

জেডএইচ/এসিবি (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ