1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিখোঁজদের নিয়েই যত ভয়

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ জুলাই ২০১৬

আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এখন নিখোঁজ তরুণরাই সবচেয়ে বড় আতঙ্ক৷ ধারণা করা হচ্ছে, এই তরুণদের বড় একটি অংশ জঙ্গি গ্রুপে যোগ দিয়েছে৷ গুলশান হামলায় নিহত পাঁচ জঙ্গির পরিচয় প্রকাশ হলে জানা যায়, তারা অনেকদিন ধরেই নিখোঁজ ছিল৷

Bangladesch IS-Anschlag in Dhaka - Rapid Action Batallion
ছবি: picture-alliance/dpa

এরইমধ্যে পুলিশ ও ব়্যাবের পক্ষ থেকে দুই দফায় মোট ১৭ জন নিখোঁজের তালিকা প্রকাশ করা হয়েছে৷ রবিবার রাতে সর্বশেষ যে সাতজনের তালিকা প্রকাশ করা হয়, তাদের মধ্যে একই পরিবারের পাঁজন সদস্য রয়েছেন৷ তিনজন নারীও আছেন সেই তালিকায়৷

ব়্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘‘ইতোমধ্যে আমরা কিছু মিসিং ইয়ংদের খবর পেয়েছি যারা দীর্ঘদিন ধরে মিসিং ছিল৷ তাদের কেউ কেউ ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে জঙ্গি হিসেবে৷''

মাসুদুরের সাক্ষাৎকার

This browser does not support the audio element.

পুলিশ রবিবার যে সাতজন নিখোজের তালিকা প্রকাশ করেছে তারা হলো: বনানীর তাওসীফ হোসেন, খিলগাঁও চৌধুরীরপাড়ার ডা. রোকনুদ্দীন খন্দকার, তার স্ত্রী নাইমা আক্তার, রোকনুদ্দীন খন্দকারের দুই মেয়ে রেজওয়ানা রোকন ও রামিতা রোকন, ছেলে সাদ কায়েস এবং সেজাদ রউফ ওরফে অর্ক ওরফে মরক্কো৷

এদের মধ্যে একই পরিবারের রয়েছেন পাঁচ জন৷ স্বামী-স্ত্রী ও তাদের দুই মেয়ে ও এক ছেলে৷ গত বছর ও চলতি বছরের বিভিন্ন সময়ে এরা স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন বলে আইন-শৃঙ্খলা বাহিনীরসদস্যরা জানতে পেরেছে৷

আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকা ছাড়াও এখন দেশের প্রতিটি জেলা থেকেই নিখোঁজের খবর আসছে৷ নাটোরে গত ছয় মাসে ২৮ তরুণ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে৷ তাদের সন্ধান চেয়ে জিডি করেছেন স্বজনরা৷ ঝিনাইদহে ১০ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে৷ পুলিশ জানায়, নিখোঁজদের বড় একটি অংশ তরুণ এবং কলেজ, বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসার ছাত্র৷ তাদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে৷

আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা জানান, নিখোঁজ ব্যক্তিদের হন্যে হয়ে খোঁজা হচ্ছে৷ এরা যাতে দেশের বাইরে যেতে না পারে সেজন্য তাদের ছবি ও পাসপোর্ট নম্বর সকল ইমিগ্রেশন পয়েন্টে পাঠিয়ে দিয়ে সতর্কতা জারি করা হয়েছে৷

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-র উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা আশঙ্কা করছি, নিখোঁজদের একাংশ জঙ্গি তত্‍পরতায় জড়িয়ে পড়েছে৷ তবে আমরা প্রত্যেকের ব্যাপারে গভীরভাবে তদন্ত করে দেখছি ৷ প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে৷''

তিনি আরো বলেন, ‘‘গুলশান হামলার পর নিখোঁজদের একাংশের জঙ্গি তত্‍পরতায় জড়িত হওয়ার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়৷''

আরেক প্রশ্নের জবাবে ডিএমপি-র উপ কমিশনার বলেন, ‘‘থানায় করা জিডি এবং গোয়েন্দাদের মাধ্যমে নিখোঁজদের তালিকা সংগ্রহ করা হচ্ছে৷ যাচাই-বাছাই করেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি৷ তাই কেউ হয়রানির শিকার হওয়ার সুযোগ নেই৷ তারপরও কেউ হয়ারানির শিকার হলে এবং আমাদের কাছে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ