1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্লাইট ৮৫০১-এর পুচ্ছ খুঁজে পাওয়া গিয়েছে

৭ জানুয়ারি ২০১৫

ডুবুরিরা রোবোট যান ব্যবহার করে জাভা সাগরের প্রায় ৩০ মিটার পানির তলায় ফ্লাইট কিইজেড ৮৫০১-এর ‘টেইল' বা লেজের একাংশ খুঁজে পেয়েছেন৷ এবার ব্ল্যাক বক্সগুলি খুঁজে পাওয়ার সম্ভাবনা আশা৷

AirAsia Airbus 320-200 Suche Bergung 1. Jan. 2015
ছবি: Adek Berry/AFP/Getty Imagesnus

দশ দিন আগে বিমানটি ১৬২ জন আরোহী নিয়ে দুর্ঘটনায় পতিত হয়৷ এ যাবৎ ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি মৃতদেহগুলি গত দশ দিন ধরে পানিতে, কাজেই শনাক্তকরণ আরো শক্ত হয়ে পড়বে৷ যে ১২০টির বেশি মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, সেগুলি বিমানের ফিউজেলাজ-এ পাওয়া যাবে, বলে আশা করছেন কর্মকর্তারা৷

ওদিকে জোরালো স্রোত আর ঘোলাজলের ফলে উদ্ধারকার্য পূর্বাপর ব্যাহত হচ্ছে৷ অনুসন্ধানকারীরা বিমানটির ধ্বংসাবশেষের একটি ছবি তুলেছেন বিমানের শেষ সংকেত পাঠানোর স্থান থেকে ৯ কিলোমিটার দূরে – এ কথা বলেছেন ইন্দোনেশিয়ার জাতীয় সন্ধান ও ত্রাণ কর্তৃপক্ষের প্রধান হেনরি বামবাং সুলিস্তিও৷ অপরদিকে রয়টার্স প্রমুখ সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বিমানের পুচ্ছটি আবিষ্কৃত হয়েছে বিমানের সর্বশেষ জ্ঞাত অবস্থান থেকে ৩০ কিলোমিটার দূরে৷

এ’যাবৎ ৪০টি লাশ উদ্ধার করা হয়েছেছবি: Reuters/S. Pamungkas

বিমান-পুচ্ছ আবিষ্কারের ঘটনা তাৎপর্যপূর্ণ কেননা ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডাটা রেকর্ডার এই লেজ বা পুচ্ছতেই রাখা থাকে৷ ইতিপূর্বে বিমানের আসন কিংবা আপৎকালীন দরজা ইত্যাদি সাগরে ভাসতে দেখা গিয়েছিল৷ ‘সোনার' দিয়ে সাগরবক্ষে ছ'টি বড় টুকরোর খোঁজ পাওয়া গিয়েছে বটে, কিন্তু সেগুলি অনুসন্ধান করে দেখা এ যাবৎ সম্ভব হয়নি৷ কাজেই ব্ল্যাক বক্সগুলি থেকে যে তথ্য পাওয়া যাবে, তার গুরুত্ব অসীম৷

দুর্ঘটনার সময় বিমানটি সোজাসুজি এবং ওপর থেকে নীচে কোন গতিতে যাচ্ছিল, তা জানা যাবে এই ব্ল্যাক বক্স থেকে; এছাড়া জানা যাবে ইঞ্জিনের তাপমাত্রা এবং শোনা যাবে বিমানের ক্যাপ্টেন ও তাঁর কো-পাইলটের মধ্যে কথোপকথনের রেকর্ডিং৷ ব্ল্যাক বক্সগুলির ‘বিকন' থেকে যে ‘পিং' সংকেতটি প্রেরিত হয়, তা প্রায় বিশ দিন চালু থাকে – তারপর ব্যাটারিগুলি অচল হয়ে পড়ে৷ সাগরে ঢেউ বেশি থাকার কারণে সংশ্লিষ্ট জাহাজগুলি তাদের ‘পিং-লোকেটর' দিয়ে সাগরবক্ষ চষে ফেলতে পারছে না৷ ভারী বৃষ্টি, উঁচু ঢেউ, এ সব সত্ত্বেও জাভা সাগরে একটি নিখোঁজ বিমানের অনুসন্ধান করা অপেক্ষাকৃত সহজ, কেননা জল এখানে গভীর নয়৷

এসি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ