নিছক গাফিলতি থেকে সুন্দরবেন তেল দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের ভারতীয় শাখার সুন্দরবন বিশেষজ্ঞ ড. অনুরাগ দাঁড়া৷ তিনি মনে করেন, তেল ছড়িয়ে পড়ার ক্ষতি দীর্ঘমেয়াদি৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সুন্দরবনে তেল দুর্ঘটনার প্রেক্ষিতে কি ধরনের ক্ষতি হতে পারে তা জানিয়েছেন ড. অনুরাগ দাঁড়া৷ তিনি বলেন, ‘‘যেসব মানুষ দুর্ঘটনাসংশ্লিষ্ট অঞ্চলে মাছ এবং কাকড়া ধরে জীবন নির্বাহ করতেন, তেলের কারণে তাঁরা সরাসরি এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন৷''
সুন্দরবনের মধ্যে শীতকালে ঘন কুয়াশা পরে৷ তাই রাতের বেলা এবং ভোরে সেই কুয়শার মধ্যে বনের ভারতীয় অংশে জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে ভারত, জানান ড. দাঁড়া৷ অথচ বাংলাদেশ এক্ষেত্রে বেশ উদাসীন৷ আর সেই গাফিলতি থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি৷
ড. দাঁড়া জানান, ভারত সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে৷ বাংলাদেশও এটা করতে পারে৷ তবে সেক্ষেত্রে বিকল্প নদীপথ খুঁজে পাওয়া যে কঠিন তাও স্বীকার করেছেন এই বিশেষজ্ঞ৷
এদিকে, সুন্দরবনের তেল দুর্ঘটনার ভয়াবহতা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আরতি কুমার রাও৷ ভারতীয় এই আলোকচিত্রী গত কয়েকদিন ধরেই সুন্দরবনের তেল ছড়িয়ে পড়ার বিভিন্ন তথ্য প্রকাশ করছেন ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রামে৷ তাঁর এসব পোস্ট তেল দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ভালো ভূমিকা রাখছে৷
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর, মঙ্গলবার ভোরের দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাছে শেলা নদীতে সাড়ে তিন লাখ লিটারের ফার্নেল ওয়েলবাহী ট্যাংকার ডুবির পর, ছড়িয়ে পড়েছে তেল৷ ছড়িয়ে পড়া তেল সরিয়ে নিতে এখন অবধি কোনো আধুনিক পন্থা ব্যবহার করা হয়নি৷
সুন্দরবনের জীববৈচিত্র্য কি ধ্বংস হয়ে যাবে?
‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামের অয়েল ট্যাংকারটির তলদেশ ফেটে যাওয়ায় ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল শেলা নদী থেকে পশুর নদী পর্যন্ত ছড়িয়ে পড়ে৷ এদিকে স্থানীয় পদ্ধতিতে এ যাবৎ সামান্য পরিমাণ তেল অপসারণ করা সম্ভব হয়েছে৷
ছবি: STR/AFP/Getty Images
শ্বাসমূলীয় বন ও পশুপাখির জীবন বিপন্ন
বিশেষজ্ঞদের ধারণা, সুন্দরবনে তেলবাহী জাহাজডুবির ঘটনায় স্বল্প ও দীর্ঘমেয়াদি ক্ষতি হবে৷ এর ফলে সুন্দরবনের গাছপালা, মাছ ও পশুপাখির প্রাণ বিপন্ন হতে পারে৷ এছাড়া তেল সরানোর কার্যকর ব্যবস্থা না নেয়া গেলে দীর্ঘ মেয়াদে শ্বাসমূলীয় বন ও বনের পশুপাখির জীবনে বিপর্যয় বয়ে আসতে পারে৷ অথচ নৌমন্ত্রী শাহজাহান খান দাবি করেছেন যে, তেলের প্রভাবে সুন্দরবনের তেমন ক্ষতি হবে না৷
ছবি: STRDEL/AFP/Getty Images
যে দুটি কাজ করা উচিত ছিল
সুন্দরবনে জাহাজ ডুবে সাড়ে তিন লাখ লিটারেরও বেশি তেল নদীতে ছড়িয়ে পড়ার পর অন্তত দুটি কাজ দ্রুত করা উচিত ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ প্রথমত, নদীতে ফ্লোটিং বুমের সাহায্যে ভাসমান তেল যেন ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থা করা৷ দ্বিতীয়ত, নিয়ন্ত্রণে আনা ভাসমান তেল তুলে নেওয়ার ব্যবস্থা করা৷
ছবি: STR/AFP/Getty Images
মন্ত্রণালয়ের নীতি লঙ্ঘন
সাম্প্রতিক কালে ফার্নেস তেল আমদানি অন্তত ২০ গুণ বেড়েছে বাংলাদেশে৷ এ সব বিপজ্জনক পদার্থকে বলা হয় ‘হ্যাজম্যাট’ (হ্যাজারডাস ম্যাটেরিয়াল বা ঝুঁকিপূর্ণ পদার্থ) এবং এর পরিবহনে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া সাধারণ রীতি৷ মন্ত্রণালয় এই রীতি লঙ্ঘন করেছে৷ কোনো দুর্ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পূর্বপ্রস্তুতি তাদের ছিল না৷
ছবি: DW/M, Mamun
জাহাজ চলাচলের অনুমোদন কেন
সুন্দরবনের ভেতর দিয়ে যান্ত্রিক যান চলা দেশের ও আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন৷ সুন্দরবনের মধ্য দিয়ে জাহাজ চলাচলের অনুমোদন কেন দেওয়া হলো, সে বিষয়ে অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন৷
ছবি: DW/M, Mamun
ডলফিনের মৃত্যু
কয়েকজন বিশেষজ্ঞ দুর্ঘটনার পর সুন্দরবন এলাকা ঘুরে এসেছেন৷ তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী কাঁকড়া, কচ্ছপ, ডলফিনসহ অন্যান্য জলজ প্রাণী মরতে শুরু করেছে৷
ছবি: Ingrid Kvale
জেলেদের কর্ম বিপর্যয়
সুন্দরবনে শেলা নদীতে তেল ছড়িয়ে বিপর্যয়ের পর সেখানকার কয়েক হাজারেরও বেশি জেলে পরিবারের দিন কাটছে অলস৷ নদী ও খালে তেল ভেসে থাকায় এসব জেলেরা জাল পেতে মাছ শিকার করতে পারছেন না৷ এর ফলে তাঁদের সংসার চালাতে কিছুটা অসুবিধা হচ্ছে৷
ছবি: STRDEL/AFP/Getty Images
শেলা নদীতে ট্যাংকার দুর্ঘটনা
৯ ডিসেম্বর, মঙ্গলবার ভোরের দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাছে শেলা নদীতে সাড়ে তিন লাখ লিটারের ফার্নেল ওয়েলবাহী ট্যাংকার ডুবির পর, ছড়িয়ে পড়েছে তেল৷ সুন্দরবনের ৩৪ হাজার হেক্টর এলাকায় এরই মধ্যে তেল ছড়িয়ে পড়েছে বলে বন কর্মকর্তারা জানিয়েছেন৷