1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নিজস্ব অর্থায়নে উন্নয়নমূলক কাজ বাড়াতে হবে’

১৪ জানুয়ারি ২০১২

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু দাতা সংস্থার খবরদারি আর পরামর্শের চাপে উন্নয়নমূলক কাজ করাই দায় হয়ে পড়েছে৷ এজন্য এখন থেকে বড় বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করার ওপর জোর দেয়ার কথা বলেছেন তিনি৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বড় বড় বিদ্যুৎ প্রকল্পগুলো হবে গ্যাস আর কয়লা ভিত্তিক৷ তবে দেশে মজুদ কয়লা উত্তোলন করা হবেনা৷ আমদানি করে বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করা হবে৷ শনিবার ঢাকায় প্রকৌশলীদের এক সমাবেশে হাসিনা বলেন, পত্র-পত্রিকার খবর দেখে দেশের অর্থনীতি সম্পর্কে ধারণা নিলে চলবেনা৷ এতে অনেক সময় বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে৷ দেশের অর্থনীতির বাস্তব চিত্র এখন অনেক ভাল৷ তিনি বলেন, দাতাদের শর্ত আর পরামর্শের কারণে অনেক উন্নয়নমূলক কাজ এগোনো যাচ্ছেনা৷ তারা প্রথমে নানা উৎসাহব্যঞ্জক কথা বললেও পরে তাদের শর্তের বেড়াজালে আর সরকারের উৎসাহ থাকেনা৷ এজন্য এখন নিজস্ব অর্থায়নে উন্নয়নমূলক কাজ বাড়াতে হবে৷ এজন্য তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসারও আহ্বান জানান৷

প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ সমস্যা সমাধানে স্বল্প মেয়াদি ৪৯টি বিদ্যুৎকেন্দ্র অনুমোদন দেয়া হয়েছে৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় গ্রিডে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে৷ ২০১৩ সাল নাগাদ ৭ হাজার এবং ২০২০ সাল নাগাদ আরো ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে৷ এই বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও কয়লা ব্যবহার করা হবে৷ তবে বাংলাদেশে মজুদ কয়লা উত্তোলন না করে ভবিষ্যতের জন্য রাখা হবে৷ বিদ্যুৎ উৎপাদন করা হবে কয়লা আমদানি করে৷

প্রধানমন্ত্রী প্রকৌশলীদেরর বলেন, তাঁর ইচ্ছা আগামী জাতীয় সংসদসহ সব নির্বাচন যেন ইভিএম পদ্ধতিতে হয়৷ এজন্য তিনি এর কিছুটা উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন৷ আর তা হল ভোট দেয়ার পর ভোটার যাকে বা যে প্রতীকে ভোট দিয়েছেন তা নিশ্চিতভাবে তাকে আরেকবার দেখানোর ব্যবস্থা করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ