1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পদ্মা সেতু গড়া কঠিন’

১ ফেব্রুয়ারি ২০১৩

বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গেলে বাংলাদেশের পক্ষে আপাতত অগ্রসর হওয়া কঠিন বলে মনে করেন অধ্যাপক ড. স্বপন আদনান৷ প্রযুক্তি এবং সংগঠনের অভাবও একটা বড় সমস্যা৷

প্রতীকী ছবিছবি: AP

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বৃহস্পতিবার বলেছেন, শর্ত পূরণ না হলে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন হবে না৷ বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রকল্পটি নিয়ে জটিলতা কাটাতে সরাসরি বিশ্বব্যাংকের সঙ্গে সংলাপের আবেদন জানানোর প্রেক্ষাপটে এমন মন্তব্য শোনা গেল৷ এই অবস্থায় এই প্রকল্পের ভবিষ্যৎ কী? বিষয়টির বিশ্লেষণ করেছেন সিঙ্গাপুরস্থ ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. স্বপন আদনান৷

অধ্যাপক আদনানের মতে, বাংলাদেশের সামনে সীমিত পথ খোলা আছে৷ বিশ্ব ব্যাংকের শর্ত সঠিকভাবে মেনে নেওয়ার একটা পথ ছিল৷ যে কোনো কারণেই হোক, বর্তমান সরকার সেটা করতে রাজি নয়৷ এবার প্রশ্ন হলো, বিশ্বব্যাংক কি এ বিষয়ে কোনো ছাড় দিতে পারে? বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে তাদের পক্ষে প্রকাশ্যে এমন কিছু করা কঠিন৷ নিয়মকানুন উপেক্ষা করে গোপনে তারা কিছু করবে বলে মনে করেন না অধ্যাপক আদনান৷

প্রসঙ্গ পদ্মা সেতু

This browser does not support the audio element.

এই অবস্থায় সরকারের একজন মন্ত্রী মালয়েশিয়া-ভারত কনসর্টিয়াম বা এ ধরনের যৌথ আন্তর্জাতিক উদ্যোগের সম্ভাবনার কথা বলেছেন বটে, কিন্তু এ ক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজিবাজারে সুদের উচ্চ হার বড় সমস্যা হতে পারে৷ বিশ্ব ব্যাংকের সহজ শর্তে ঋণের তুলনায় সেই অর্থায়নের মূল্য হবে অনেক বেশি৷ এই পথে এগোলে দেশের উপর আরও বড় ঋণের বোঝা চাপবে৷

অধ্যাপক আদনান আরও মনে করেন, পুনর্নির্বাচনের আশায় সরকার হয়তো যে কোনো পথে এগিয়ে পদ্মা সেতু প্রকল্পের প্রতীকি সূচনা শুরু করার পথে চলতে পারে৷ তবে বাংলাদেশের মানুষ হয়তো এত বোকা না, যে তারা এই অবস্থায় প্রকল্পের বাস্তবায়নের সম্ভাবনায় বিশ্বাস করবে৷

বাংলাদেশের নিজের অর্থায়নে প্রকল্প নিয়ে অগ্রসর হওয়াটা একেবারে অসম্ভব নয়৷ তবে অর্থ সংগ্রহ করা সম্ভব হলেও প্রযুক্তি ও সংগঠনের ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত দুর্বল৷ এত বড় মাপের প্রকল্প বাস্তবায়ন করার চ্যালেঞ্জ গ্রহণের যোগ্যতা ও অভিজ্ঞতা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নেই, বললেন অধ্যাপক ড. স্বপন আদনান৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ