1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের বিচার

২৭ আগস্ট ২০১২

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকও যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী বলে দাবি করেছেন মামলার সাক্ষী মাওলানা মেছবাহুর রহমান৷

ছবি: DW

তবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একে ভিত্তিহীন বলে দাবি করেছেন৷ আর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের জামিন না মঞ্জুর করেছেন ট্রাইবুন্যাল৷

যুদ্ধাপরাধ ট্রাইবুনালে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান দাবি করেন মুক্তিযুদ্ধের সময় নিজামীর সহযোগী ছিলেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক৷ তারা তখন সিলেটে মানবতা বিরোধী অপরাধ করেছেন৷ যা সাংবাদিকদের জানান প্রসিকিউটর জেয়াদ আল মালুম৷

তবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন এটি অপপ্রচার ছাড়া আর কিছুই নয়৷ তাদের আইনি লড়াইকে দুর্বল করার জন্যই এসব কথা বলা হচ্ছে৷

এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের জামিন না মঞ্জুর করেছেন ট্রাইবুনাল৷ তাকে জামিন দিলে তদন্ত বাধাগ্রস্ত হবে বলে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম৷

তবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, জামিন না দেয়া ন্যায় বিচারের পরিপন্থী৷

আগামী ১৪ই অক্টোবরের মধ্যে এটিএম আজহারুল ইসলামের ব্যাপারে তদন্ত অগ্রগতি রিপোর্ট দিতে বলেছে ট্রাইবুনাল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ