1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের স্বাক্ষ্য প্রমাণ

৬ নভেম্বর ২০১০

জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ’৭১-এ যুদ্ধাপরাধের যথেষ্ট স্বাক্ষ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত কর্মকর্তারা৷ তদন্ত কর্মকর্তারা তাঁর গ্রামের বাড়ি পাবনায় গিয়ে তদন্ত করছে৷

Jamaat, Bangladesh, Maolana, Motiur, Rahman, Nijamee, Ali, Ahsan Muhammad Mujaheed, জামায়াত, আমীর, মাওলানা, মতিউর রহমান নিজামী,
ফাইল ছবিছবি: Harun Ur Rashid Swapan

২১ সদস্যের তদন্ত দল এখন পাবনা এলাকায় অবস্থান করছে৷ তারা পবনার সাথিয়া, পাকশী, ঈশ্বরদী, ঈশ্বরদী রেল ষ্টেশন ও পাতিলা খালি এলাকা পরিদর্শন করেছেন৷ পরিদর্শন করেছেন ৩টি গণকবর৷ প্রত্যক্ষদর্শীরা তদন্ত দলকে জানিয়েছেন, পাবনা এলাকায় '৭১-এর গণহত্যায় নিজামীসহ আরো অনেক জামায়াত নেতা জড়িত ছিলেন৷

নিজামী সপ্তাহে দু'দিন ঢাকা থেকে পাবনায় গিয়ে নির্দেশনা দিতেন৷ তাঁর সঙ্গে থাকতেন মুজাহিদ৷ মাওলানা আব্দুস সোবহানসহ অন্যান্য স্বাধীনতা বিরোধীরা নিজামীর নির্দেশ বাস্তবায়ন করতেন৷ নিজামীর বাড়ি পাবনার সাথিয়া এলাকায়৷

তদন্ত দলের সদস্য এএসপি আব্দুর রাজ্জাক জানান, পাবনায় গণহত্যায় জড়িতদের নাম এবং প্রত্যক্ষদর্শী স্বাক্ষ্য পাওয়া গেছে৷ তিনি জানান ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের আগে তাঁরা শীর্ষ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করতে চান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ