1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের বিচার

২৮ মে ২০১২

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ ১লা জুলাই নিজামীর এবং ২০শে জুন মোল্লার বিচার শুরু হবে৷

ছবি: DW

মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১৷ আলবদর বাহিনীর প্রধান হিসেবে একাত্তরে তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, দেশত্যাগে বাধ্য করা ও লুটতরাজসহ ১৬ ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে৷ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে তিনি দোষী, না নির্দোষ জানতে চাইলে নিজামী নিজেকে নির্দোষ দাবি করেন৷

২০১০ সালের ১৬ই জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়৷ প্রসিকিউটর মোহাম্মদ আলি জানান, ১লা জুলাই প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে নিজামীর বিচার শুরু হবে৷

অন্যদিকে বিচারপতি ফজলে কবিরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন৷ অভিযোগ গঠনের আগে কাদের মোল্লাও নিজেকে নির্দোষ দাবি করেন৷ কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে মিরপুরের আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যাসহ ৬টি অভিযোগ আনা হয়েছে৷ প্রসিকিউটর আনোয়ার হোসেন জানান, কাদের মোল্লার বিরুদ্ধে আর ৫টি অভিযোগও হত্যা এবং গণহত্যার৷ ২০শে জুন থেকে কাদের মোল্লার বিচার শুরু হবে৷

জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অবশ্য দাবি করেন যে, এই অভিযোগ গঠন আইনসম্মত হয়নি৷

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এখন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদি এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার চলছে৷ আর শিগগির শুরু হচ্ছে জামায়াতের আরেক শীর্ষ নেতা গোলাম আযমের বিচার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ