1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরতে চান অনুপ চেটিয়া

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ জুন ২০১৩

বাংলাদেশের কারাগারে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে৷ চেটিয়া নিজেই কারা কর্তৃপক্ষের কাছে নিজ দেশ ভারতে ফিরতে আবেদন করেছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সময় হলেই সংবাদ মাধ্যমকে জানাবেন তাঁরা৷

Indian Border Security Force soldiers patrol in the early morning fog along barbwire fence along the India Bangladesh border in Jaipur village near Agartala, capital of India?s northeastern state Tripura, Monday, Dec. 4, 2006. Security along the border has been intensified following Political instability and continuing violence in Bangladesh. India shares over 4,000 kilometers (2500 miles) border with Bangladesh. (AP Photo/Ramakanta Dey)
ছবি: AP

ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশে আটক করা হয় ১৯৯৭ সালের ২১শে ডিসেম্বর, ঢাকার মোহাম্মদপুরের একটি বাড়ি থেকে৷ আটকের পর অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে, তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়৷ ঐ তিনটি মামলায় তাঁর যথাক্রমে তিন, চার ও সাত বছরের জেল হয়৷

২০০৭ সালের ২৫শে ফেব্রুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়েছে৷ এরপর থেকে অনুপ চেটিয়া বাংলাদেশের কারাগারে নিরপত্তা হেফাজতে আছেন৷ মানবাধিকার সংগঠন ‘মানবাধিকার বাস্তবায়ন সংস্থা' উচ্চ আদালতে অনুপ চেটিয়ার নিরপত্তা নিয়ে রিট করলে তাঁকে নিরাপত্তা হেফাজতে বাংলাদেশের কারাগারে রাখার আদেশ দেয় উচ্চ আদালত৷ আবেদনে কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর, অনুপ চেটিয়াকে ভারতে না পাঠিয়ে নিরপত্তার কারণে বাংলাদেশের কারাগারে অথবা তৃতীয় কোনো দেশে পাঠানোর কথা বলা হয়েছিল৷

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর (ডানে)ছবি: Reuters

এদিকে, গোড়া থেকেই অনুপ চেটিয়াকে ফেরত চেয়ে আসছিল ভারত৷ বিশেষ করে সাজার মেয়াদ শেষ হওয়ার পর, দেশটি এ নিয়ে বাংলাদেশের সঙ্গে বার বার যোগাযোগ করছিল৷ স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকেও বার বার বলা হয়েছিল যে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুপ টেচিয়াকে ফেরত দেয়া হবে৷

এবার অবশ্য অনুপ চেটিয়ার এক আবেদনের কারণে বিষয়টি অনেক সহজ হয়ে গেছে৷ তিনি এখন রাজশাহী কারাগারে আছেন৷ সেখানকার জেল সুপার তৌহিদুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, অনুপ চেটিয়া গত ২৩শে মে তাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো এক আবেদনে তাঁর নিজ দেশ ভারতে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন৷ এছাড়া, তাঁর দুই সহযোগী লক্ষ্মী প্রসাদ গোস্বামি এবং বাবুল শর্মা আলাদা আলাদা আবেদনে একই ইচ্ছার কথা জানিয়েছে৷ আবেদনগুলো স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে ইতিমধ্যেই৷ তবে এখনও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানা যায়নি৷

তবে এ কথা জানা গেছে যে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় অনুপ চেটিয়ার আবেদনের ওপর কাজ করছে৷ অনুপ চেটিয়া নিজে থেকে ভারতে ফেরার আবেদন করায় তাঁকে ফেরত পাঠানো এখন আগের চেয়ে সহজ৷ কারণ তাঁর সাজার মেয়াদ শেষ হয়েছে৷ তাই অন্য কোনো আইনি সমস্যা না থাকলে তাঁকে তাঁর নিজ দেশে ফেরত পাঠানোই সাধারণ নিয়ম৷ সব থেকে বড় কথা, বাংলাদেশ ও ভারতের সঙ্গে ইতিমধ্যেই বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে৷

২০১০ সাল থেকে উলফার সঙ্গে নতুন দিল্লির শান্তি আলোচনা চলছে৷ সেই প্রেক্ষাপটেই অনুপ চেটিয়া ভারতে ফিরে যেতে আবেদন করেছে বলে মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়৷ তাই তাঁকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠানো হতে পারে, যদিও সুনির্দিষ্ট করে সময় জানা যায়নি৷

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর ডয়চে ভেলেকে জানান, এখনও তারা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে সংবাদ মাধ্যমকে জানানোর জন্য প্রস্তুত নন৷ প্রস্তুত হলে সব কিছুই সংবাদ মাধ্যমকে জানানো হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ