মালিকের অজান্তেই চুরি হয়ে যাচ্ছিল তার রোবট৷ কায়দা করে নিজের চুরি ঠেকাল সেই রোবটই৷
ছবি: REUTERS/H. Hanschke
বিজ্ঞাপন
ইউরোপে বসবাসকারী অনেকেই বাসা পরিষ্কার রাখতে একটি বিশেষ ধরনের রোবট ব্যবহার করে থাকেন৷ বাসা পরিষ্কার ছাড়াও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানির বাজারে পাওয়া যায় ঘাস কাটতে পারে এমন রোবটও৷
জার্মানির শহর লিপস্টাটের এক বাসিন্দাও এমন একটি রোবট ব্যবহার করেন৷ স্থানীয় পুলিশ শুক্রবারে জানায় যে প্রতি সপ্তাহের মতো মঙ্গলবারেও তিনি রোবটকে ঘাস কাটতে লাগান৷ কিন্তু কিছুক্ষণ পরই তার মোবাইলে একটি মেসেজ আসে৷ রোবটটিকে যে অ্যাপ নিয়ন্ত্রণ করে, সেই অ্যাপ থেকে আসা মেসেজটি জানায় যে রোবটটি ঠিকভাবে কাজ করতে পারছে না, কারণ সেটি উল্টে গিয়েছে৷
কোন দেশে কত রোবট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে?
বিশ্বের বিভিন্ন কারখানায় মানুষের জায়গা দখল করছে রোবট৷ উন্নত দেশগুলোতে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কতটি রোবট কর্মচারী রয়েছে, জেনে নিন ছবিঘরে৷
ছবি: picture alliance/Everett Collection
১০. স্পেন
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৮৪ টি রোবট কর্মচারী রয়েছে৷
ছবি: APTN
৯. যুক্তরাষ্ট্র
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৮৬ টি রোবট কাজ করে৷
ছবি: picture-alliance/epa/G. Rothstein
৮. বেলজিয়াম
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ৮৯ টি রোবট৷
ছবি: Getty Images/AFP/B. Horvat
৭. ফিনল্যান্ড
এই দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৯৮ টি রোবট কাজ করে৷
ছবি: DW/D. Pundy
৬. ইটালি
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ১২৪ টি রোবট৷
ছবি: Starship Technologies
৫. সুইডেন
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১২৬ টি রোবট কাজ করে৷
ছবি: Getty Images/AFP/C.Koall
৪. জার্মানি
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ১৬৩ টি রোবট৷
ছবি: Getty Images/AFP/T. Schwarz
৩. দক্ষিণ কোরিয়া
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১৬৪ টি রোবট কাজ করে৷
ছবি: picture-alliance/Seung-il Ryu/NurPhoto
২. সিঙ্গাপুর
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১৬৯ টি রোবট কাজ করে৷
ছবি: DW/J. Yan
১. জাপান
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ২৯৫ টি রোবট কাজ করে৷
ছবি: Getty Images/T. Yamanaka
10 ছবি1 | 10
বাইরে বেরিয়ে তিনি দেখেন এক ব্যক্তি তাঁরই ঘাস কাটার রোবট বগলদাবা করে চলে যাচ্ছে৷ চুরির মুহূর্তে ধরা পড়ে যাওয়ায় রোবটহাত থেকে ফেলে পালিয়ে যায় সেই ব্যক্তি৷
পুলিশ জানিয়েছে যে আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে এখনও সেই চোরের হদিশ পাওয়া যায়নি৷ তবে কেউ এবিষয়ে কাউকে সন্দেহ করলে, তাকে এগিয়ে আসতে আহ্বান করেছেন তারা৷
কিন্তু ঘটনায় রোবটের কোনো ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি৷