1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাবাংলাদেশ

নিজেকে নির্দোষ দাবি ড. ইউনূসের

৯ নভেম্বর ২০২৩

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন গ্রামীণ টেলিকমের সাবেক চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস৷

শ্রম আদালতে হাজিরার পর ড. ইউনূস
আদালতে উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদছবি: Rehman Asad/AFP

বৃহস্পতিবার (৯ নভেম্বর) আত্মপক্ষ সমর্থন করতে ঢাকার তৃতীয় শ্রম আদালতে উপস্থিত হয়ে নিজেকে লিখিতভাবে নিরপরাধ দাবি করেছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ আদালতে উপস্থিত মামলার অপর তিন অভিযুক্তও নিজেদের নির্দোষ দাবি করেন৷

আদালত প্রাঙ্গনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, "যা বলার লিখিতিভাবে বলেছি, যাতে সবাই জানতে পারে পরিষ্কারভাবে৷”

তিনি আরও বলেন, "আমি যে সমস্ত উদ্যোগ নিয়েছি, কোনোটা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেইনি৷ এটা গ্রামীণ ব্যাংক হোক, সেটা অন্যান্য বহু প্রতিষ্ঠান হোক৷''

গ্রামীণ ব্যাংক মানুষের উপকার করার উদ্দেশ্যেই সব উদ্যোগ নিয়েছিলো বলে উল্লেখ করেন তিনি৷

তার আইনজীবী খাজা তানভীর আহমেদ বলেন, "বাংলাদেশ সরকারের একমাত্র উদ্দেশ্য হলো বিশ্বের সামনে ড. ইউনূসকে হেনস্তা করা ও ছোট করা৷”

ফৌজদারি আদালত ও শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মোট ১৭৫ টি মামলা চলমান রয়েছে৷ 

চলতি বছরের আগস্টে ১০০ জন নোবেল বিজয়ী সহ ১৬০ জন খ্যাতনামা ব্যক্তি ড. ইউনূসকে আইনি হয়রানি বন্ধের আহ্বান জানান৷

এসএইচ/এফএস (এএফপি, দ্য ডেইলি স্টার)

রোহিঙ্গাদের জোর করে বের করে দেয়া উচিত হবে না

19:18

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ