1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়া কাপ ক্রিকেট

২২ মার্চ ২০১২

পাকিস্তানকে হারাতে হবে৷ তবেই বাংলাদেশ গড়বে ইতিহাস৷ আজ ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ৷

Pakistan's captain Misbah-ul-Haq is run out against Bangladesh during their Asia Cup Cricket Tournament final match in Dhaka March 22, 2012. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: SPORT CRICKET)
Cricket Finale Bangladesch Pakistan 2012ছবি: Reuters

এর আগে ৯ বার এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয়ে সব ম্যাচ হেরেছে বাংলাদেশ৷ মোট ৩০ বার মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জয় মাত্র একবারই৷ ১৯৯৯ সালের ৩১ মে নর্দাম্পটনে৷ বিশ্বকাপের আসরের সেই জয় থেকেই অনুপ্রেরণা আসছে বাংলাদেশের৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হারলেও ঐ ম্যাচ থেকেই ভালো খেলার অনুপ্রেরণা পেয়েছে মুশফিকের দল৷ টানা তিন ম্যাচ এশিয়ার তিন পরাশক্তির বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো খেলে নিজেদের নিয়ে গেছে নতুন উচ্চতায়৷

অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন ফাইনালে এগিয়ে রাখছেন বাংলাদেশকে৷ তাঁর মতে, ‘‘এশিয়া কাপে বাংলাদেশ যে মানের ক্রিকেট খেলেছে, তাতে আমাদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই৷ ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের দল যেমন খেলেছে তার পুনরাবৃত্তি করতে পারলে ফাইনালেও জেতা সম্ভব৷'' বাশার একথা জানিয়েছেন আমাদের ওয়েব পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোরকে৷

বিশেষজ্ঞরা বলছেন, খেলোয়াড়রা প্রায় সকলেই ছন্দে রয়েছেন৷ রয়েছে গোটা দেশের সমর্থন৷ কারণ খেলা হচ্ছে ঘরের মাঠে৷ তাই বাংলাদেশের জেতার সম্ভাবনা যথেষ্ট দেখা যাচ্ছে পরিবেশ পরিস্থিতি থেকে৷

এবারের এশিয়া কাপে দলগতভাবে ভালো খেলছে বাংলাদেশ৷ কেউ খুব বড় ইনিংস খেলতে না পারলেও সবাই কম-বেশি অবদান রাখছেন দলের জয়ে৷ তামিম, সাকিব ও নাসির হোসেন যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলছেন৷ মুশফিকুর রহিম আর জহুরুল ইসলামও আছেন রানের মধ্যে৷

শুধু ব্যাটসম্যানরাই নন, ভালো বল করছেন বোলাররাও৷ টুর্নামেন্টের শুরু থেকেই মাশরাফি বিন মর্তুজা বলে আসছেন, ব্যাটসম্যানদের কাজ সহজ করতে প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে বেঁধে রাখতে চান তাঁরা৷ সেই লক্ষ্যে তাঁরা মোটামুটি সফল৷ এখন অপেক্ষা আজকের ম্যাচের ফলাফলের৷ জ্বলে উঠতেই হবে বাংলাদেশকে৷ নিজেদের প্রমাণ করার এত ভালো সুযোগ সহজে পাওয়া যাবেনা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ