1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজের কাজেরই সাফাই গাইলেন বুশ

হাফসা হোসাইন১২ জানুয়ারি ২০০৯

ক্ষমতা ছাড়ার আগে প্রেসিডেন্ট হিসেবে সর্বশেষ সংবাদ সম্মেলনে নিজের কাজেরই সাফাই গাইলেন জর্জ ডব্লিউ বুশ৷ জোর গলায় বললেন, তিনি যা করেছেন তার সবই যুক্তরাষ্ট্রকে নিরাপদ করার জন্যই৷

ভাবী প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জর্জ ডব্লিউ বুশছবি: AP

সেই সঙ্গে ভাবী প্রেসিডেন্ট বারাক ওবামাকে সতর্ক করে দিয়ে বললেন, এখনও সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে যুক্তরাষ্ট্রে৷

সর্বশেষ সংবাদ সম্মেলনে কখনও আক্রমনাত্মক, কখনও বেশ রসিক আবার কোন কোন মুহুর্তে বিষন্ন হয়েই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ৷ ইরাক যুদ্ধের কারণে বিশ্ববাসীর সামনে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে কি-না, বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন তিনি৷ বরাবরের মতো বলেছেন, মার্কিনীদের নিরাপত্তার জন্যই সব করেছেন তিনি৷

উত্তরসূরি নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার শুভ কামনা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে সতর্ক করে দিতেও ভুলেন নি দুই মেয়াদে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বুশ৷ ইরান এবং উত্তর কোরিয়াকে বিপজ্জ্বনক বলে উল্লেখ করলেন তিনি৷

মার্কিন অর্থনীতির বেহাল অবস্থা, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, এর ভবিষ্যত কি এসব বিষয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন প্রেসিডেন্ট৷ বেশ কৌশলে জবাব দিয়ে গেলেও শেষবারের সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকারের তালিকাটাও লম্বা করলেন তিনি৷ সাদ্দাম সরকারের পতনের পর ইরাক যুদ্ধ শেষ বলে যে বিজয়ীর গলায় বক্তব্য দিয়েছিলেন তা ভুল ছিলো বলেই মেনে নিলেন বুশ৷ ওই ভাষণের পরই ইরাকে সৈন্য সংখ্যা আরো বাড়ায় যুক্তরাষ্ট্র৷ এছাড়া ইরাকের আবু গ্রাইব কারাগারে বন্দি নির্যাতন, ব্যাপক বিধ্বংসী অস্ত্রের যে অজুহাতে যুদ্ধ বাঁধালেন ইরাক তন্ন তন্ন করে খুঁজেও কোথাও সেই অস্ত্রের খোঁজ না পাওয়ার ব্যাপারেও হতাশা প্রকাশ করলেন তিনি৷

এ তো গেলো আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের আমলনামার হিসেব নিকেশ৷ নিজ দেশে ২০০৫ সালে হারিকেন কাটরিনা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা প্রসঙ্গেও তিনি বললেন, আরো ভালোভাবে হয়তো করা যেতো সবকিছু৷

সংবাদ সম্মেলনে একটু যেন আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন বিশ্বের ক্ষমতাধর দেশটির বিদায়ী প্রেসিডেন্ট৷ তাই বললেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যে গুরুত্ব খুব শিগগিরই তা আরো ভালোমতো উপলব্ধি করতে পারবেন ভাবী প্রেসিডেন্ট ওবামা৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ