1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজের গাড়ি নিজেই তৈরি করুন

ফ্রানসিস্কা কুউইডিস / এআই২৯ মার্চ ২০১৪

এতদিন সম্ভবত নিজের হাতে সাইকেল তৈরির কথার কথা শোনা গেছে৷ কিন্তু গাড়ি? তাও কি নিজে নিজে তৈরি সম্ভব! অবিশ্বাস্য মনে হলেও সেটা সম্ভব৷ ট্যাবি নামের এই গাড়ি শীঘ্রই দেখা যেতে পারে রাস্তায়৷

ছবি: www.osvehicle.com

দেখলে হয়ত বোঝা যায় না, তবে ‘ট্যাবি' নামের গাড়ি অটো ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটাতে পারে৷ এই গাড়ি মানুষ নিজেই গড়তে পারবে৷ গাড়িটি আগামী বসন্তে ইউরোপের রাস্তায় নামতে পারে, অন্তত উদ্ভাবকরা এমনটা আশা করছেন৷

দ্য ট্যাবি-র সহ-উদ্ভাবক আম্পেলিও মাকি বলেন, ‘‘কয়েক বছর আগে আমি এবং আমার বন্ধু ফ্রান্সিসকো লিউ এ ধরনের গাড়ি তৈরির কথা চিন্তা করি৷ আমরা মার্কেটে নতুন কিছু আনার কথা ভাবছিলাম৷ এমন একটা গাড়ি, যেটি পরিবেশবান্ধব এবং সস্তা৷ যেটি সহজে সাধারণ মানুষেরও পকেটের নাগালে থাকবে৷''

ট্যাবি দেখতে এরকমছবি: www.osvehicle.com

মাত্র একঘণ্টায় তৈরি করা যায় এই গাড়ি৷ মূল কাঠামোর দাম পাঁচশো ইউরোর মতো৷ গাড়িটি দুই নাকি চার সিটের হবে – তা ক্রেতা নিজেই ঠিক করতে পারেন৷ গাড়ির ইঞ্জিন পুরোপুরি ইলেকট্রিক, হাইব্রিড নাকি অন্য কিছু, তাও নির্ধারণ করেন ক্রেতা৷ ট্যাবি তৈরির উপায় ইন্টারনেটে দেয়া রয়েছে৷ যে কেউ তা ডাউনলোড করে নিতে পারেন৷ নির্মাতারা ‘ওপেন সোর্স' নীতিতে বিশ্বাসী৷ ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা চাইলে ট্যাবির উন্নয়নে অবদান রাখতে পারেন৷

প্রধান প্রকৌশলী কার্লো সাভাস্টানো বলেন, ‘‘গাড়িটি তৈরিতে পৃথিবীর সেরা প্রকৌশলীদের সম্মিলিত কৌশল কাজে লাগানোই ছিল আমাদের লক্ষ্য৷ ট্যাবির আইডিয়া যাদের পছন্দ হয়েছে কিংবা যারা এটি তৈরিতে আগ্রহী, তারা চাইলে ট্যাবির উন্নয়নে ইন্টারনেটে বুদ্ধি-পরামর্শ দিতে পারেন৷''

অবশ্য আরো অনেক কোম্পানি গাড়ি তৈরির আইডিয়া উন্নয়নে ইন্টারনেটের সহায়তা নিয়েছে৷ যেমন যুক্তরাষ্ট্রের লোকাল মোটরস৷ কোম্পানিটি তাদের ‘ব়্যালি ফাইটার' মডেলের গাড়ি তৈরিতে ইন্টারনেট কমিউনিটির সহায়তা নিয়েছে৷ ২০১০ সালে এই গাড়িটি বাজারে আসে৷ কিন্তু চালকদের নজর কাড়তে ব্যর্থ হয় এটি৷ এখন পর্যন্ত এই মডেলের ষাটটি গাড়ি বিক্রি হয়েছে৷ গাড়িটি বাজারে আসার কয়েক বছর আগে জার্মান ডিজাইনার ব্যার্ন্ড মিশালাক তৈরি করেন ‘সি-সেভেন'৷ ট্যাবির মতো এই গাড়িটিও ক্রেতা নিজেই গড়তে পারেন৷ তবে এই গাড়িটিও ক্রেতাদের নজর কাড়েনি৷ মাত্র কয়েক ডজন বিক্রি হয়েছে৷

ট্যাবির ভবিষ্যৎ যাচাইয়ে বার্লিনে পথচারীদের কাছে প্রশ্ন রাখা হয়েছিলো৷ একজন বলেন, ‘‘আমি বাজি ধরতে পারি, নিজেই গাড়ি তৈরি মজার ব্যাপার হবে৷ এতে করে গাড়ির সঙ্গে আলাদা সম্পর্কও তৈরি হয়৷'' আরেক জন বলেন, ‘‘কোনো দরকার নেই৷ আমাদের একটি বড় এবং নিরাপদ গাড়ি আছে, যেটি দিয়ে সব কাজই করা যায়৷ আমি আমাদের এখনকার গাড়ি নিয়ে সন্তুষ্ট৷''

অটো ইন্ডাস্ট্রির ট্রেন্ডের দিকে দীর্ঘ সময় ধরে নজর রাখছেন ইয়োহানেস হ্যুবনার৷ তিনি মনে করেন, ট্যাবির ভবিষ্যৎ উজ্জ্বল৷ ভবিষ্যৎ মোবিলিটি সংস্থার ইয়োহানেস হ্যুবনার বলেন, ‘‘ট্যাবি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমি অর্ডার দিলে গাড়ির চেসিস বাড়িতে পৌঁছে যাবে৷ তখন আমার গাড়ির ফ্রেম নিয়ে ভাবতে হবে৷ তারপর ভাববো গাড়ির বডি নিয়ে৷ বিরূপ আবহাওয়ায় গাড়িতে নিরাপদে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ৷ আসলে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এখন বিনিয়োগকারীদের সুবিধা হয়েছে৷ এখন আমি আফ্রিকার জন্য যে গাড়ি গড়বো, স্ক্যান্ডেনেভিয়ার শীতে চালানোর জন্য সেটি গড়বো না৷''

গাড়িটা কেমন হবে কম্পিউটারে সেটা দেখে নেয়া হচ্ছেছবি: www.osvehicle.com

শহরের উপযোগী ট্যাবি-র একটি মডেল ইতোমধ্যে তৈরি হয়েছে৷ খরচ ছয় হাজার ইউরো৷ চলতি বছরেই ইউরোপের রাস্তায় এটির দেখা মিলতে পারে৷ ট্যাবি-র উন্নয়নে আরো নতুন আইডিয়া নিয়েও কাজ চলছে৷ ইয়োহানেস হ্যুবনার বিশ্বাস করেন, ট্যাবির মূল ধারণাটি ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে৷ তিনি বললেন, ‘‘কিট-কার আইডিয়াটি আসলে সেই পঞ্চাশের দশক থেকেই রয়েছে৷ তবে ভবিষ্যতে যে মজাটি হবে, তা হচ্ছে স্মার্ট বা ভিডাব্লিউ লুপোর মতো গাড়ির চেসিস কেনার সুযোগ৷ এরপর সেটিতে পছন্দমতো সরঞ্জাম যোগ করা যাবে৷ এভাবে আপনি তুষার পরিষ্কারের জন্য কিংবা সার্ফ বোর্ড পরিবহনের গাড়ি তৈরি করতে পারেন৷ এটাই আসল সম্ভাবনা৷''

ক্রেতার নিজের হাতে তৈরি গাড়ি ভবিষ্যতে রাস্তায় সাড়া জাগাবে, নাকি একটি আইডিয়া হিসেবেই থেকে যাবে, তা সময়ই বলে দেবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ