1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমকি দিচ্ছেন কিম জং উন!

৯ এপ্রিল ২০১৩

উত্তর কোরিয়ার হুমকি থামছে না৷ মঙ্গলবার উসকানিমূলক আরও দুটি সিদ্ধান্ত নিয়েছে দেশটি৷ বিশ্লেষকদের ধারণা, জনগণের কাছে নিজের ক্ষমতা প্রদর্শনের জন্যই কিম জং উন এরকম হুমকি দিয়ে যাচ্ছেন৷

South Koreans watch a TV reporting on North Korean leader Kim Jong Un, at a railway station in Seoul, South Korea, Wednesday, July 18, 2012. North Korean leader Kim Jong Un has been granted the title of marshal, state media reported Wednesday, cementing his status as the authoritarian nation's top military official as he makes key changes to the million-man force. The headline reads "North Korea says its leader Kim was given marshal title," (Foto:Ahn Young-joon/AP/dapd)
ছবি: Reuters

মঙ্গলবার সকালে ‘কেইসং শিল্প পার্ক'এ নিজেদের শ্রমিকদের যেতে দেয়নি উত্তর কোরিয়া৷ এই পার্কে অবস্থিত দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ১২৩টি কোম্পানিতে কাজ করে প্রায় ৫৩ হাজার উত্তর কোরীয় নাগরিক৷ ফলে উত্তর কোরিয়ার অর্থনীতিতে অনেক অবদান রাখছে এই পার্ক৷ এর আগে ৩ তারিখে সেখানে দক্ষিণ কোরিয়ার শ্রমিকদের আসতে বাধা দেয় উত্তর কোরিয়া৷

উল্লেখ্য, কেইসং শিল্প পার্কের অবস্থান উত্তর কোরিয়ায়৷ দুই দেশের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতরে৷

এদিকে, দক্ষিণ কোরিয়ায় থাকা বিদেশিদের সেদেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া৷ উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ'কে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, ‘‘আমরা চাইনা যুদ্ধ শুরু হলে দক্ষিণ কোরিয়ায় থাকা কোনো বিদেশির ক্ষতি হোক৷''

এর আগে গত সপ্তাহে সৌলের বিদেশি দূতাবাসগুলোকে তাদের নাগরিকদের সতর্ক করে দেয়ার পরামর্শ দিয়েছিল পিয়ং ইয়ং৷ এর ফলে কয়েকটি দূতাবাস তাদের নাগরিকদের দক্ষিণ কোরিয়া ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে৷ তবে যুক্তরাষ্ট্র এখনো সেটা করেনি৷ কারণ তারা মনে করছে যুদ্ধ শুরু করার মতো কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না৷

যুক্তরাষ্ট্রের মতে, উত্তর কোরিয়ার শক্তিশালী সেনাবাহিনীকে এখনো যুদ্ধের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে না৷ ফলে মনে হচ্ছে অভ্যন্তরীণ উদ্দেশ্য পূরণে কিম জং উন এমনটা করে থাকতে পারে৷

ফেব্রুয়ারি মাসে পরমাণু পরীক্ষা চালানোর প্রেক্ষিতে জাতিসংঘ উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় যুদ্ধের হুমকি দিচ্ছে পিয়ং ইয়ং৷

জেডএইচ/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ