1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যক্তিগত উদ্যোগের সুফল

২৬ জুলাই ২০১৩

সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে নিজের পরিবার ও গোটা গ্রামের বিদ্যুতের চাহিদা মেটাতে যে উদ্যোগ নেওয়া সম্ভব, তার প্রমাণ দিয়েছেন আফ্রিকার দেশ রুয়ান্ডার এক ব্যক্তি৷ মিলছে সরকারি সহায়তাও৷

Global Ideas
ছবি: DW/Julia Henrichmann

রুয়ান্ডার নাশো গ্রামের মানুষজনের কাছে আনাস্তাসে তাবারো একজন হিরো৷ তিনি গ্রামে বিদ্যুৎ এনেছেন৷ তিন মাস আগে এই মানুষটি নিজের গ্রামে একটি ছোট্ট জলবিদ্যুৎ প্রকল্প চালু করেন৷ সে যাবৎ আনাস্তাসে এই প্রথমবার গাঁয়ে ফিরেছেন৷ ৬০ বছরের মানুষটি দাঁড়িয়ে দেখছেন, সব ঠিকমতো কাজ করছে কিনা৷ উজানেই কাজ শুরু হয়েছিল৷ তিনি বললেন, ‘‘আমার স্ত্রী প্রথমে ভেবেছিলেন, আমি বোধহয় পাগল হয়ে গেছি৷ প্রতিবেশিরা তাকে বিবাহবিচ্ছেদের পরামর্শও দিয়েছিল৷ পরে ও দেখতে পেয়েছে, জলবিদ্যুৎ থেকে ভালো রোজগার করা যায়৷ প্রতিবেশীরাও হঠাৎ এসে বিদ্যুৎ চাইতে শুরু করে৷''

কীভাবে জেনারেটরটা তৈরি হল, পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো, সে এক আশ্চর্য কাহিনি৷ সবই আনাস্তাসের নিজের হাতে করা৷ সবকিছু নিজেই শিখে নিয়েছেন৷ গাঁয়ে বিদ্যুৎ ছিল না৷ আনাস্তাসে তাঁর নয় সন্তানের জন্য বাসায় বিদ্যুতের আলো আনতে চেয়েছিলেন৷ তিনি বললেন, ‘‘আমরা ছিলাম গরীব৷ পয়সা রোজগার করতে চেয়েছিলাম, আর গাঁয়ের জন্য অবেশেষে বিদ্যুৎ আনতে চেয়েছিলাম৷ আমাদের কিছুই তো ছিলো না! তাই আমরা ডিজেল জেনারেটর আর পেট্রোল ব্যবহার করতাম৷ আমি ভাবলাম, পানির শক্তি ব্যবহার করলে কেমন হয়? তাতে আমাদের জীবন হয়তো কিছুটা সহজ হতে পারে৷''

নাশো গ্রামের দুশো পরিবার এখন বিদ্যুতের আলো পায়৷ পরিবারগুলি আনাস্তাসে-কে সে জন্য টাকা দেয়৷ এই প্রত্যন্ত প্রদেশে এর আগে বিদ্যুতের কনেকশান পর্যন্ত ছিল না৷ জীবিকার উৎস ছিল চাষবাস আর জঙ্গলের সম্পদ৷

এ ধরনের ক্ষুদ্র উদ্যোগগুলির সাহায্যের প্রয়োজন পড়ে৷ তাই রুয়ান্ডার পরিবেশ কর্তৃপক্ষ সাহায্য করে থাকেন৷ ইভ তুইশিমে গাঁয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরিতে আনাস্তাসে-কে সাহায্য করতে এসেছেন৷ রুয়ান্ডা সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চায়৷ তিনি বললেন, ‘‘পানির শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে পরিবেশ সুরক্ষার কাজ হয়৷ কাঠ, কয়লা বা খনিজ তেলের উপর নির্ভরতা কমে৷ কাজেই আমরা এ ধরনের প্রকল্পে সাহায্য করে থাকি৷ কার্বন নির্গমন নিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে আনাস্তাসের পরিকল্পনাটা অন্তর্ভুক্ত করা যায় কিনা, সেটাই দেখতে এসেছি৷ তাহলে তা থেকেই এর খরচ মেটানো যাবে৷''

আগে এখানে একটা দোকান পর্যন্ত ছিল না৷ আজ এরিক মুঞ্জানেজা-র মতো তরুণরা গাঁয়েই থাকে, এখানেই জীবিকা চালায়৷ বিশ বছরের এরিক একটা চুল কাটার সেলুন চালায়৷ তিনি বললেন, ‘‘আগে ডিজেল জেনারেটর ব্যবহার করতাম৷ তার খরচ বেশি৷ আছে ধোঁয়া, দুর্গন্ধ৷ পানির শক্তি তার চেয়ে অনেক ভালো৷ আমি তো আরো লোক রেখেছি, যাতে সব খদ্দেরের চুল কাটা হয়৷ সেলুনের সামনে কখনো-সখনো লাইন পড়ে যায়৷''

আনাস্তাসে তাবারো আজ নাশো গ্রাম ছেড়ে বাড়ি ফিরবেন – সে প্রায় ৩০০ কিলোমিটার দূরে৷ রুয়ান্ডার জন্য তাঁর একটা স্বপ্ন আছে৷ তিনি বললেন, ‘‘আমার বয়স হয়েছে৷ পরের প্রজন্মকে দেখাতে চাই, কীভাবে এমন ছোট জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে হয়৷ আমি চাই, তারা আমার স্বপ্নকে সার্থক করবে, গোটা রুয়ান্ডা পানির শক্তি ব্যবহার করতে শিখবে৷''

বাসামুখো যাত্রা শুরু করার আগে আনাস্তাসে আরো একবার তাঁর প্লান্ট-টিকে দেখে নিলেন, একটা ছবিও তোলা হল৷ এবার তিনি ভিনগাঁয়ে গিয়ে দেখাবেন, তাঁর জলবিদ্যুৎ প্রকল্প কীভাবে কাজ করে৷

এসি / এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ