1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ

১৭ নভেম্বর ২০১৫

ফলাফল যা অনুমেয় ছিল তা-ই হয়েছে৷ অস্ট্রেলিয়া জিতেছে ৪-০ ব্যবধানে৷ পার্থের চেয়ে এক গোল কম খেয়েছে বাংলাদেশ৷ সবচেয়ে বড় কথা, শেষ ৪৯ মিনিটে অস্ট্রেলিয়াকে কোনো গোল করতে দেয়নি স্বাগতিকরা৷

Fußball Championsleague Halbfinale Rückspiel FC Bayern München FC Barcelona Symbolbild Barcelona am Ball
ছবি: picture-alliance/dpa/MiS

তবে এই ম্যাচের ফল নিয়ে কারোরই কোনো দ্বিমত ছিল না৷ ম্যাচটি শুরু থেকেই আলোচিত ছিল নিরাপত্তাজনিত কারণে৷ হ্যাঁ বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শংকিত হয়ে এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশে তাদের ক্রিকেট দলকে পাঠায়নি৷ ফুটবল দলকে পাঠানো নিয়েও হয়ে গেছে অনেক আলোচনা৷ ফিফা পর্যন্ত গড়িয়েছিল ব্যাপারটি৷ অবশেষে অস্ট্রেলিয়া বাংলাদেশে যেতে রাজি হলেও খেলার আগেরদিন প্র্যাকটিস করেছে সিঙ্গাপুরে৷ আর মঙ্গলবারের ম্যাচ খেলতে তারা ঢাকায় পৌঁছেছে আগেরদিন, অর্থাৎ সোমবার রাতে!

নিরাপত্তা নিয়ে অস্ট্রেলীয়দের এই চিন্তার প্রকাশ দেখা গেছে সকারুজদের ওয়েবসাইটে প্রকাশিত ম্যাচ প্রিভিউ রিপোর্টেও৷ সেখানে বাংলাদেশ থেকে জয় নিয়ে ফিরে যাওয়ার লক্ষ্যের আগেও উল্লেখ করা হয়েছে বাংলাদেশে নিরাপদে যাওয়া ও নিরাপদে ফিরে আসার বিষয়টিকে!

অবশ্য ঢাকায় পৌঁছে অস্ট্রেলিয়া দলের সংবাদ সম্মেলনে খেলোয়াড়রা নিরাপত্তা নয়, শুধু ম্যাচ নিয়েই ভাবছেন বলে জানিয়েছিলেন৷

বাংলাদেশ দলের ইটালীয় কোচ ফাবিও লোপেজ বলেছিলেন, ‘‘আমি জিততে চাই৷ তবে ওরা খুবই শক্তিশালী দল৷'' আর বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও সহ-অধিনায়ক জামাল ভূইয়া এই ম্যাচে ড্রয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানিয়েছিলেন৷

প্রথম লেগের ম্যাচে পার্থে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ৷ সবশেষ কয়েকদিন আগে তাজিকিস্তানের মাঠেও একই ব্যবধানে ধরাশায়ী হয় বাংলাদেশ৷

এদিকে, ক্রিকেটার মুশফিকুর রহিম ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য অনুপ্রেরণা পাঠিয়েছিলেন৷

‘চ্যানেল নাইন' খেলাটি সরাসরি সম্প্রচার করে৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ