1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজের মেয়েকে হত্যা

এলিজাবেথ শুমাখার/জেডএইচ৫ ডিসেম্বর ২০১৫

জার্মানির ডার্মস্টাড্ট শহরের একটি আদালত সম্প্রতি পাকিস্তানি-জার্মান এক দম্পতিকে তাঁদের মেয়েকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে৷ ছেলেবন্ধুর সঙ্গে শোয়ার কারণে তাঁরা মেয়েকে গলা টিপে হত্যা করেন৷

Darmstadt Prozess Ehrenmord Shazia K.
ছবি: picture-alliance/dpa/A. Hirtz

এরপর কাছের এক বনে মেয়ের মৃতদেহ ফেলে দেন ঐ দম্পতি৷ এর আগে অ্যাপার্টমেন্টের বাইরে থাকা সিসি ক্যামেরা টেপ দিয়ে ঢেকে দেন নিহতের বাবা৷

মাস কয়েক আগে ১৯ বছর বয়সি মেয়েকে হত্যা করে তার ৫২ বছর বয়সি বাবা৷ সেসময় সেখানে উপস্থিত ছিলেন নিহতের ৪১ বছর বয়সি মা৷ অবশ্য বিচার চলাকালীন সময় তিনি আদালতকে জানান যে, তিনি খুনি নন এবং মেয়ের মরদেহ লুকিয়ে ফেলতে তাকে বাধ্য করা হয়েছে৷

জার্মানিতে ২৮ বছর বাস করার পরও নিহতের বাবা জার্মান সমাজে ‘ঠিকমত একীভূত' হতে পারেননি বলে জানান আইনজীবীরা৷ তাঁরা বলেন, পাকিস্তানে ছেলে-মেয়েরা বিয়ের আগে যৌনসম্পর্ক স্থাপন করলে তাদের শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে৷

বিচার চলার সময় নিহতের ২৫ বছর বয়সি ছেলেবন্ধুকেও জেরা করা হয়৷ খুন করার আগে মেয়েটির উপর বিভিন্ন সময়ে নির্যাতন চালানো হতো বলে জানান তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ