1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইনপ্রণেতাদের ট্রাম্পের সতর্কতা

২৪ মার্চ ২০১৭

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত স্বাস্থ্যসেবা বিষয়ক নীতি বাতিল করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত নতুন নীতির ওপর ভোট হওয়ার কথা ছিল বৃহস্পতিবার৷ কিন্তু সেটা স্থগিত হয়ে যায়৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: Reuters/J. Roberts

ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনেক আইনপ্রণেতা নতুন নীতির পক্ষে ভোট নাও দিতে পারেন, এই আশঙ্কায় ভোটগ্রহণ স্থগিত করা হয়৷ তবে ট্রাম্প শুক্রবারই এই ভোট আয়োজনের দাবি জানিয়েছেন৷ এবং নিজ দলের কংগ্রেসম্যানদের নতুন নীতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন৷ এর ব্যত্যয় হলে বারাক ওবামার স্বাস্থ্যনীতিই বলবৎ থেকে যাবে বলে সতর্ক করে দেন ট্রাম্প৷

ওবামার পাঁচটি অবদান

01:54

This browser does not support the video element.

বৃহস্পতিবার ভোটগ্রহণ স্থগিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের পাঠান৷ তাঁরা কংগ্রেসম্যানদের ট্রাম্পের ইচ্ছার কথা জানান৷

ঐ বৈঠকের পর হাউজ স্পিকার পল রায়ান সাংবাদিকদের বলেন, ‘‘মার্কিন জনগণকে আমরা অনেকদিন ধরে ওবামাকেয়ার বাতিল করে নতুন নীতি চালুর কথা বলছি৷ আগামীকাল (শুক্রবার) আমরা উদ্যোগ নেব৷'' তবে এবার বিল পাসের পক্ষে যথেষ্ট সমর্থন পাওয়া গেছে কিনা – এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তর দেননি তিনি৷

এদিকে সিএনবিসি জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷

উল্লেখ্য, ট্রাম্পের নির্বাচনি প্রচারণার অন্যতম উল্লেখযোগ্য অঙ্গীকার ছিল ‘ওবামাকেয়ার' নামে পরিচিত ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট' বাতিল করে নতুন নীতি প্রণয়ন করা৷ তবে ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য রিপাবলিকান নেতারা নতুন নীতি পাসের জন্য যে বিলের খসড়া তৈরি করেছেন তার পক্ষে নেই অনেক রিপাবলিকান কংগ্রেসম্যান৷ একদল মনে করছেন, বিলের খসড়ায় ওবামাকেয়ার বাতিল করার মতো যথেষ্ট কিছু নেই৷ আরেকদল রিপাবলিকান আইনপ্রণেতা মনে করছেন, নতুন বিল পাস হলে তাদের আসনের ভোটাররা ক্ষতিগ্রস্ত হতে পারেন৷

এই বিপক্ষ কংগ্রেসম্যানদের পক্ষে আনতে গত এক সপ্তাহে ট্রাম্প তাদের হোয়াইট হাউসে ডেকে এনে কথা বলেছেন৷

এদিকে, ওবামাকেয়ার-এর সমর্থকরা বৃহস্পতিবার দেশটির কয়েকটি স্থানে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ বৃহস্পতিবার ছিল ওবামাকেয়ার স্বাক্ষরিত হওয়ার সপ্তম বার্ষিকী৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ