সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত স্বাস্থ্যসেবা বিষয়ক নীতি বাতিল করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত নতুন নীতির ওপর ভোট হওয়ার কথা ছিল বৃহস্পতিবার৷ কিন্তু সেটা স্থগিত হয়ে যায়৷
বিজ্ঞাপন
ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনেক আইনপ্রণেতা নতুন নীতির পক্ষে ভোট নাও দিতে পারেন, এই আশঙ্কায় ভোটগ্রহণ স্থগিত করা হয়৷ তবে ট্রাম্প শুক্রবারই এই ভোট আয়োজনের দাবি জানিয়েছেন৷ এবং নিজ দলের কংগ্রেসম্যানদের নতুন নীতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন৷ এর ব্যত্যয় হলে বারাক ওবামার স্বাস্থ্যনীতিই বলবৎ থেকে যাবে বলে সতর্ক করে দেন ট্রাম্প৷
ওবামার পাঁচটি অবদান
01:54
বৃহস্পতিবার ভোটগ্রহণ স্থগিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের পাঠান৷ তাঁরা কংগ্রেসম্যানদের ট্রাম্পের ইচ্ছার কথা জানান৷
ঐ বৈঠকের পর হাউজ স্পিকার পল রায়ান সাংবাদিকদের বলেন, ‘‘মার্কিন জনগণকে আমরা অনেকদিন ধরে ওবামাকেয়ার বাতিল করে নতুন নীতি চালুর কথা বলছি৷ আগামীকাল (শুক্রবার) আমরা উদ্যোগ নেব৷'' তবে এবার বিল পাসের পক্ষে যথেষ্ট সমর্থন পাওয়া গেছে কিনা – এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তর দেননি তিনি৷
এদিকে সিএনবিসি জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷
উল্লেখ্য, ট্রাম্পের নির্বাচনি প্রচারণার অন্যতম উল্লেখযোগ্য অঙ্গীকার ছিল ‘ওবামাকেয়ার' নামে পরিচিত ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট' বাতিল করে নতুন নীতি প্রণয়ন করা৷ তবে ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য রিপাবলিকান নেতারা নতুন নীতি পাসের জন্য যে বিলের খসড়া তৈরি করেছেন তার পক্ষে নেই অনেক রিপাবলিকান কংগ্রেসম্যান৷ একদল মনে করছেন, বিলের খসড়ায় ওবামাকেয়ার বাতিল করার মতো যথেষ্ট কিছু নেই৷ আরেকদল রিপাবলিকান আইনপ্রণেতা মনে করছেন, নতুন বিল পাস হলে তাদের আসনের ভোটাররা ক্ষতিগ্রস্ত হতে পারেন৷
এই বিপক্ষ কংগ্রেসম্যানদের পক্ষে আনতে গত এক সপ্তাহে ট্রাম্প তাদের হোয়াইট হাউসে ডেকে এনে কথা বলেছেন৷
এদিকে, ওবামাকেয়ার-এর সমর্থকরা বৃহস্পতিবার দেশটির কয়েকটি স্থানে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ বৃহস্পতিবার ছিল ওবামাকেয়ার স্বাক্ষরিত হওয়ার সপ্তম বার্ষিকী৷
জেডএইচ/ডিজি (রয়টার্স, এপি)
প্রেসিডেন্ট হয়েই যা যা বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম ভাষণে জনতার প্রশংসা করেন ট্রাম্প৷ বলেন, ‘‘আজ ওয়াশিংটন থেকে ক্ষমতা তুলে দেয়া হচ্ছে আপনাদের হাতে৷’’
ছবি: Reuters/C. Barria
জনগণের হাতেই ক্ষমতা
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই দিনটিকে স্মরণ করা হবে জনগণের জয় হিসেবে৷
ছবি: Getty Images/AFP/S. Loeb
বিক্ষোভ সত্ত্বেও ভিড়
ট্রাম্পের শপথগ্রহণের দিনেও যুক্তরাষ্ট্র শান্ত ছিল না৷ এমনকি ওয়াশিংটন ডিসিতেও প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে৷ তারপরও তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখো মানুষ৷ ট্রাম্প তাঁদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷
ছবি: Reuters/K. Lamarque
সবার জন্য শিক্ষা, সুরক্ষা, চাকরি
প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম ভাষণে সবার জন্য উন্নত শিক্ষা, নিরাপত্তা এবং কর্মসংস্থানের আশ্বাস দেন ডোনাল্ড ট্রাম্প৷
ছবি: Getty Images/A. Wong
প্রেসিডেন্টের কাছে জনতাই সব
‘‘আপনার-আমার সবারই এক দেশ, আপনাদের সাফল্যই আমার সাফল্য, আপনাদের হৃদয়ই আমার হৃদয়৷’’
ছবি: Getty Images/AFP/M. Ralston
শুধু দেশের জন্য কাজ
ধনকুবের থেকে রাজনীতির ময়দানে এসেই রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়া ট্রাম্প বলেছেন, ‘‘এখন থেকে আমার লক্ষ্য শুধু দেশের ভবিষ্যৎ গড়া৷’’
ছবি: Reuters/L. Nicholson
‘ওবামা পরিবার ছিল চমৎকার’
ট্রাম্প ভাষণ শুরু করেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানিয়ে৷ এ সময় ওবামা দম্পতির প্রশংসা করেছেন৷ ওবামা ও মিশেলের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘‘ওবামা পরিবার ছিল চমৎকার৷’’
ছবি: Reuters/B. Snyder
অ্যামেরিকায় উগ্রবাদীদের জায়গা নেই
‘‘অ্যামেরিকার মানুষের আর ভয়ের কারণ নেই৷’’ এ কথা বলে নতুন মার্কিন প্রেসিডেন্ট জানান, উগ্রবাদী ইসলামপন্থিদের সমূলে উৎপাটন করা হবে৷
ছবি: Reuters/B. Snyder
দেখুন বড় স্বপ্ন
ট্রাম্প বলেন, ‘‘আমাদের এখন আগামীর পথে এগিয়ে যেতে হবে৷ বড় কাজের জন্য দেখতে হবে বড় স্বপ্ন৷’’
ছবি: Reuters/L. Nicholson
যুক্তরাষ্ট্রের জন্য এক স্মরণীয় দিন
২০ জানুয়ারি, ২০১৭ – এই তারিখটিকে অ্যামেরিকা চিরকাল স্মরণ করবে বলেও মনে করেন ট্রাম্প৷
ছবি: Reuters/C. Barria
‘অ্যামেরিকা উইল বি গ্রেট এগেইন’
ট্রাম্প বলেন, ‘‘আজ থেকে এ দেশ চলবে নতুন দৃষ্টভঙ্গি নিয়ে আর তা হবে ‘অ্যামেরিকা প্রথম’৷’’ পাশাপাশি নির্বাচনি প্রচারাভিযানের সময় থেকে বলে আসা ‘আমরা আবার একসঙ্গে অ্যামেরিকাকে মহান জাতির উচ্চতায় নিয়ে যাবো’ অঙ্গিকারেরও পুনর্ব্যক্ত করেন তিনি৷