একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতদের কাছে খুব পরিচিত নাম নিঝুম মজুমদার৷ পেশায় আইনজীবী এই ব্লগার মনে করেন, সম্প্রতি যে প্রক্রিয়ায় ব্লগারদের আটক করা হয়েছে, তা অবৈধ৷
বিজ্ঞাপন
ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবাস করলে কী হবে, নিজের দেশ বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত সচেতন নিঝুম মজুমদার৷ সচেতন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে৷ একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেননি তিনি, তবে সেই যুদ্ধের নির্মমতা অনুধাবন করতে পারেন নিঝুম৷ বুঝতে পারেন, যুদ্ধাপরাধীদের বিচার বাঙালির প্রাণের দাবি৷ তাই সুদূর প্রবাসে বসেও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার নিঝুম মজুমদার৷
শুধু ফেসবুক বা ব্লগে লিখেই ক্ষান্ত নন নিঝুম৷ শাহবাগের গণজাগরণ মঞ্চ যখন ঢাকার রাজপথ কাপাঁচ্ছে, নিঝুম তখন নেমে পড়েছেন লন্ডনের রাস্তায়৷ কখনো জামায়াতের সঙ্গে মুখোমুখি অবস্থানে তিনি, কখনো আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে সমাবেশে৷ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সব আন্দোলনেই পাওয়া যাবে নিঝুমকে৷
ব্লগারদের আটক ‘অবৈধ'
ডয়চে ভেলের সঙ্গে নিঝুমের কথা হয় বৃহস্পতিবার সকালে৷ আগের রাতে তাঁর ঘুম ঠিকমতো হয়নি৷ ব্যস্ত ছিলেন লেখালেখি নিয়ে৷ তবুও কাঁচা ঘুম ভাঙ্গানো ফোন কলটি, রিসিভ করে ‘শুভ সকাল' বলতে কার্পণ্য করেননি তিনি৷
সরকারের অবস্থানে ‘ধোঁয়াশা'
নিঝুমের কাছে সরাসরি জানতে চাওয়া হয়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে তাদের চলমান আন্দোলন সম্পর্কে৷ গত কয়েক মাস ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি এবং তাঁর মতো আরো অনেক ব্লগার, ইন্টারনেট অ্যাক্টিভিস্ট৷ কিন্তু আন্দোলনের ফলে অর্জন কি তেমন করে আসছে? নিঝুমের গলায় খানিকটা হতাশার ছাপ৷ সরকার তাদের আন্দোলনের শুরুর দিকে জামায়াত-শিবির নিষিদ্ধের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল৷ ক্ষমতাসীন দলের কয়েক নেতা বলেছিলেনম ‘জামায়াত নিষিদ্ধ সময়ের ব্যাপার৷' কিন্তু সেই সময় যে আর আসেনা৷ অথচ আইনজীবী নিঝুম খুব ভালো করেই জানেন, সরকার চাইলে এক্ষুনি, এই মুহূর্তে নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত শিবির নিষিদ্ধ করতে পারে৷
কিন্তু এ বিষয়ে সরকারের অবস্থান ক্রমশ যেন আরো ধোঁয়াটে হয়ে উঠছে, সেটা বুঝতে পারছেন নিঝুম৷ এর পেছনে হয়তো কাজ করছে ভোটের রাজনীতি কিংবা অন্য কোনো হিসাব৷ যে কারণে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত ব্লগাররাও এখন আটক হচ্ছেন৷
দ্য বব্স: বাংলা ভাষার পক্ষে লড়ছেন যারা
ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ‘দ্য বব্স ২০১৩’র ছয়টি আন্তর্জাতিক মিশ্র বিভাগে বাংলা ভাষার পক্ষে রয়েছে ছয়টি অনলাইন উদ্যোগ৷ চলুন এসব উদ্যোগ সম্পর্কে খানিকটা ধারণা নেওয়া যাক৷ সঙ্গে থাকছে তাদের ভোট দেওয়ার লিংক৷
সেরা ব্লগ
ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ‘দ্য বব্স ২০১৩’ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘সেরা ব্লগ’ বিভাগে বাংলা ভাষার পক্ষে রয়েছে নিঝুম মজুমদারের ব্লগ৷ এই বিভাগে আরো ১৩টি ভাষার প্রতিযোগীর সঙ্গে লড়ছে এই বাংলা ব্লগটি৷ লন্ডনে বসবাসরত বাংলাদেশি আইনজীবী ব্লগার নিঝুম মজুমদার একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার৷ এই ব্লগটি তাঁর৷ নিঝুমকে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: somewhereinblog.net
সেরা উদ্ভাবন
এই মিশ্র বিভাগে বাংলা ভাষার পক্ষে রয়েছে শিক্ষক ডটকম৷ মূলত বাংলাদেশ এবং ভারতের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাংলায় অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে শিক্ষক ডট কম৷ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালি শিক্ষাবিদরা এই প্ল্যাটফর্মটির পেছনে সময় দিচ্ছেন৷ এই প্রকল্পকে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের এক অন্যতম কর্মী লাকি আক্তার৷ শুরু থেকে অগ্নিকণ্ঠে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে এই আন্দোলনকে জাগিয়ে রেখেছেন তিনি৷ এই মিশ্র বিভাগে লাকি’র প্রতিদ্বন্দ্বীরা ইংরেজি, জার্মান, রাশিয়ানসহ বিভিন্ন ভাষার৷ তাঁকে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: www.facebook.com/luckyakterbristy
রিপোটার্স উইদাআউট বর্ডার্স পুরস্কার
এই মিশ্র বিভাগে বাংলা ভাষার প্রতিনিধিত্ব করছে আসিফ মহিউদ্দীনের বাংলা ব্লগ৷ ধর্মীয় মৌলবাদ এবং রাজনীতির নামে ‘নোংরা খেলার’ এক কঠোর সমালোচক আসিফ মহিউদ্দীন৷ গত জানুয়ারি মাসে তাঁর উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত৷ সম্প্রতি সরকারি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র নির্দেশে মহিউদ্দীনের ব্লগ সাইটটি বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে৷ মহিউদ্দীনকে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: www.somewhereinblog.net
গ্লোবাল মিডিয়া ফোরাম
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী পুরুষদের দোরগোড়ায় বিভিন্ন সেবা পৌঁছে দিচ্ছেন তথ্যকল্যাণীরা৷ একজন তথ্যকল্যাণী উপযুক্ত প্রশিক্ষণের পর তাঁর নিজের এলাকায় কাজ করেন৷ তথ্য কল্যাণীদের সহায়তায় ‘ইনফোসেন্টার’ও রয়েছে, যেখান থেকে মোবাইল, ইন্টারনেট এবং ভিডিও চ্যাটের মাধ্যমে তথ্যকল্যাণীদেরকে বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করা হয়৷ তথ্যকল্যাণী উদ্যোগকে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: www.pallitathya.org
সবচেয়ে সৃজনশীল এবং মৌলিক
শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্য মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘বেশতো’৷ ব্লগিংয়ের পাশাপাশি সাইটটিতে একটি ফোরামও রয়েছে৷ বাংলা ভাষায় এরকম আঞ্চলিক সামাজিক যোগাযোগ মাধ্যম তুলনামূলকভাবে নতুন৷ বেশতো’কে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: www.beshto.com
সেরা বাংলা ব্লগ
সেরা বাংলা ব্লগ বিভাগে রয়েছে দশটি বাংলা ব্লগ৷ এই বিভাগে শুধুমাত্র অনলাইন ব্যবহারকারীদের ভোটের উপর ভিত্তিক করে ‘ইউজার প্রাইজ’ বিজয়ী নির্ধারণ করা হবে৷ সেরা বাংলা ব্লগ বিভাগের প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে আরো জানতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: Fotolia/Claudia Paulussen
বাংলা: সেরা অনুসরণযোগ্য
ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতায় সংযোজিত নতুন বিভাগ এটি৷ মূলত বিভিন্ন টুইটার এবং ফেসবুক প্রোফাইল জায়গা পাচ্ছে এই বিভাগে৷ এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: picture-alliance/dpa
ফিরে দেখা ২০১২: জুরি অ্যাওয়ার্ড
২০১২ সালের প্রতিযোগিতায় ‘রিপোটার্স উইদাআউট বর্ডার্স’ মিশ্র বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করে আবু সুফিয়ানের বাংলা ব্লগ৷ এর আগে প্রতিযোগিতার কোন আন্তর্জাতিক মিশ্র বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করেনি কোন বাংলা ব্লগ৷
ছবি: DW/Danetzki
ফিরে দেখা ২০১২: ইউজার প্রাইজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে ব্লগের পাতায় তুলে এনেছিলেন আসিফ মহিউদ্দিন৷ তাঁর ব্লগ শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জুগিয়েছে, আন্দোলনের পরিধি বাড়িয়েছে৷ ইন্টারনেটে এ সংক্রান্ত লেখালেখির কারণে গত বছর ‘আটক’ হন তিনি৷ পরে অবশ্য তিনি ছাড়া পান৷ ২০১২ সালে ‘সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন’ বিভাগে ‘ইউজার প্রাইজ’ জয় করে আসিফ মহিউদ্দীনের বাংলা ব্লগ৷
ছবি: Asif Mohiuddin
ফিরে দেখা ২০১১: ইউজার প্রাইজ
দ্য বব্স এর ২০১১ সালের আসরে বাংলা ভাষায় মনোনীত ব্লগগুলির মধ্যে ‘ইউজার প্রাইজ’ জয় করে নিয়েছে আদিবাসী বাংলা ব্লগ, অমি পিয়াল’এর ব্লগ এবং আরিফ জেবতিক এর ব্লগ৷
ছবি: privat
ফিরে দেখা ২০১০: ইউজার প্রাইজ
ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতা ‘দ্য বব্স’ এর ইতিহাসে প্রথম ‘জুরি অ্যাওয়ার্ড’ এবং ‘ইউজার প্রাইজ’ বিজয়ী বাংলা ব্লগার আলী মাহমেদ৷ ‘সেরা বাংলা ব্লগ’ বিভাগে একসঙ্গে এই দুটি সম্মাননা অর্জন করেন তিনি৷ ২০১০ সালের পর ‘সেরা বাংলা ব্লগ’ বিভাগে আর কোন ‘জুরি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়নি৷
ছবি: DW
12 ছবি1 | 12
ব্লগারদের আটক ‘অবৈধ'
নিঝুম বাংলাদেশের আইন ভালোই বোঝেন৷ নিজের চার সহযোদ্ধাকে আটকের প্রক্রিয়াকে তিনি অকপটে বললেন, ‘অবৈধ'৷ এক্ষেত্রে ব্লগারদের আটকের প্রক্রিয়া এবং তাদেরকে আটকের পর যেভাবে ল্যাপটপ এবং কম্পিউটারসহ গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে, তা উল্লেখ করেন নিঝুম৷ আইনের দৃষ্টিতে কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি অপরাধী নন এবং তাঁর সঙ্গে অপরাধীর মতো আচরণও করা যাবে না৷ অথচ ব্লগারদের অপরাধীর মতো করে গণমাধ্যমের সামনে হাজির করা হয়েছে, যা কোনো আইনেই বৈধ নয়৷
নিঝুম জানান, ১৫ দিন ব্লগারদের অবৈধভাবে আটক রেখে, বুধবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তথ্য প্রযুক্তি আইনে৷ এক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনকে অবৈধভাবে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি৷
প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত চার ব্লগার মশিউর রহমান বিপ্লব, মোহাম্মদ রাসেল পারভেজ, সুব্রত শুভ এবং আসিফ মহিউদ্দীন দীর্ঘদিন ধরে ইন্টারনেটে লেখালেখি করছেন৷ নিঝুম বলেন, ‘‘তাঁরা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পুরোপুরি সোচ্চার এবং শাহবাগে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তার সঙ্গে সম্পৃক্ত৷''
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নিঝুম মজুমদারের এই আন্দোলন পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে৷ ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ‘সেরা ব্লগ'-এ মনোনয়ন পেয়েছেন তিনি৷ এ বিভাগে বাংলা ভাষার পক্ষে লড়ছেন নিঝুম মজুমদার৷ সেখানে প্রতিদ্বন্দ্বীতা করছেন আরো ১৩টি ভাষার ব্লগাররা৷
মনোনয়নের এই খবরে উৎসাহিত নিঝুম৷ তিনি বলেন, ‘‘খুবই অসাধারণ একটি ব্যাপার৷ দ্য বব্স প্রতিযোগিতা সম্পর্কে আমি আগে থেকেই অবগত৷ এটাকে আমি বেশ সম্মানজনক একটি আয়োজন মনে করি৷
‘‘একজন বাংলাদেশি হিসেবে আমি যে কাজগুলো করেছি সেটা বিশ্ববাসীর কাছে গিয়ে পৌঁছেছে এবং তারা মনে করেছে, অনেকগুলো ভাষা বা ব্লগের ভেতরে এই একটি ব্লগ পুরস্কার পাওয়ার দাবিটা অন্তত রাখে৷ সেটা আমার কাছে খুব অসাধারণ৷ আমার কাছে আসলে জয় পরাজয় একেবারেই মুখ্য না৷''
উল্লেখ্য, ডয়চে ভেলের এই প্রতিযোগিতার ভোটাভুটি চলছে এখন৷ নিঝুম মজুমদারকে ভোট দিতে ভিজিট করুন www.thebobs.com/bengali ঠিকানা৷ বৃহস্পতিবার প্রর্যন্ত ভোটের যে ফলাফল, তাতে ফার্সি ভাষার প্রতিদ্বন্দ্বীর তুলনায় বেশ খানিকটা পিছিয়ে আছেন নিঝুম মজুমদার৷ তাই তাঁকে নিয়মিত ভোট দিয়ে এগিয়ে নেওয়ার সময় এখনই৷ প্রতিযোগিতার ভোটাভুটি চলবে আগামী ৭ মে পর্যন্ত৷