1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিম্নমানের ইউরেনিয়াম বিদেশে পাঠাতে পারে ইরান

২৬ অক্টোবর ২০০৯

ইরান আরো প্রক্রিয়াজাতকরণের জন্য নিম্নমানের ইউরেনিয়াম পর্যায়ক্রমে বিদেশে পাঠাতে পারে৷ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোশের মোত্তাকির রাষ্ট্রীয় গণমাধ্যমে সোমবার এই কথা বলেন৷

ইরানে আইএইএ প্রতিনিধি দলছবি: AP

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ ইরানের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি পরিদর্শনের পর তিনি এই কথা বললেন৷

মানোশের মোত্তাকি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেয়া এই সক্ষাতাকারে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের দেয়া খসড়া প্রস্তাবটি পরীক্ষা করে দেখছে৷ যেখানে পারমানবিক জ্বালানি তৈরির জন্য তেহরানের নিম্ম মানের ইউরেনিয়াম বিদেশে পাঠানোর কথা বলা হচ্ছে৷ তিনি বলেন ইরান অতীতের মতো পারমাণবিক জ্বালানির চাহিদা মেটানোর জন্য , বিদেশ থেকে তা কিনতে পারে৷ অথবা নিন্ম মানের ইউরেনিয়ামের কিছু অংশ যা এখন ইরানের প্রয়োজন নয় তা বিদেশে পাঠাতে পারে৷ আর এই দুইটি পথই ইরানের সামনে খোলা আছে বলেও তিনি মন্তব্য করেন৷ মোত্তাকি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে জ্বালানি ক্রয়ের জন্য চীনের নাম উল্ল্যেখ করে বলেন, ইরান চীনকে স্বাগত জানায়৷ তবে ইরান কি করবে এই বিষয়ে সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই আসবে বলে তিনি বার্তা সংস্থাকে জানান৷

ইরানের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি পরিদর্শন করতে আইএইএর চার সদস্যের পরিদর্শক দল রোববার সকালে ইরানে পৌঁছে৷ সোমবার তারা ইরানের পবিত্র শহর কোম এ পাহাড়ের মাঝে স্থাপিত বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প পরিদর্শন করে৷ ইরান গোপনে পরমাণু বোমা তৈরি করছে, পশ্চিমাদের এ সন্দেহ দূর করাই এই পরিদর্শন মিশনের লক্ষ্য৷ পশ্চিমা দেশগুলো সবসময়ই আশংকা প্রকাশ করে আসছে যে, ইরান তার এই পারমাণবিক মজুদ অস্ত্র তৈরির কাজে ব্যবহার করবে৷ ইরান এ অভিযোগ দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে৷ ইরান বার বারই বলে আসছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য এই ইউরেনিয়াম ব্যবহার করা হবে৷

ইরানের হিসাব মতে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে ১৫ কিলোর মতো নিন্ম মানের ইউরেনিয়াম আছে৷ অপরদিকে ফ্রান্স বলছে তারা আশা করে, চুক্তির আওতায় ইরান ১২শ কিলো নিন্মমানের ইউরেনিয়াম বা এল ই ইউ মস্কোকে দেবে পারমাণবিক জ্বালানিতে রুপান্তরের জন্য৷

ইরানের কূটনৈতিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাদিন বোরুজেডি আগে যুক্তরাষ্ট্রে প্রস্তাবের সমালোচনা করলেও, সোমবার এক টেলিভিশন সাক্ষাতকারে জানান, পশ্চিমের দেশগুলো এর আগে তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে৷ তাই কয়েকটি ধাঁপে ইরানের উচিৎ হবে ইউরেনিয়াম পাঠানো এবং তার জন্য প্রয়োজনীয় সব চুক্তি করা৷

তুরস্কের প্রধানমন্ত্রী রিসিপ টাইপ এরদোয়ান ইরানের প্রতি পশ্চিমা দেশের যে সন্দেহ তাকে ‘গুজব' বলে আখ্যা দিয়েছেন৷ এদিকে মস্কো এবিষয়ে বিশ্ব শক্তিকে ‘সর্বোচ্চ ধৈর্য্য ধারণের' অনুরোধ করেছে৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ