1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামী জামিন

১২ মে ২০১২

বাংলাদেশে হরতালের মামলায় শেষ পর্যন্ত বিএনপিসহ বিরোধী ১৮ দলের ৪৫ নেতা-কর্মীকে নিম্ন আদালতেই আত্মসমর্পণ করতে হচ্ছে৷ চার্জশিট দাখিলের পর আগাম জামিন আর কোন কাজে আসছে না বলে মনে করেন আইনজ্ঞরা৷

Bangladesh opposition party BNP observes Hartal (strike ) on April 21, 2012. Dhaka Correspondent Samir Kumar Dey has taken the photos and he gave DW the permission to use
ছবি: DW/S.K.Dey

গত ২৯শে এপ্রিল হরতালের রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিসহ ১৮ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়৷ সেই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরসহ ১৮ দলের ৪৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়৷ এর আগেই নেতারা হাইকোর্টে গিয়ে ৭ দিনের আগাম জামিন পান৷ হাইকোর্টের বিভক্ত রায়ে আরেকজন বিচারপতি অবশ্য পুলিশ রিপোর্ট দেয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন৷ আইনজ্ঞ এ্যাডভোকেট আনিসুল হক মনে করেন চার্জশিট দেয়ার পর এখন আর হাইকোর্টের আদেশের কার্যকারিতা নেই৷ নেতাদের নিম্ন আদালতেই আত্মসমর্পণ করতে হবে৷

বিএনপিসহ ১৮ দলের নেতাদের আইনজীবী এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও মনে করেন হাইকোর্টের আদেশ থেকে এখন আর সুবিধা নেয়ার আইনগত সুযোগ নেই৷ কারণ আগাম জামিনের ৭ দিন শেষ হয়ে গেছে৷ আর পুলিশ রিপোর্ট দেয়া পর্যন্ত জামিন এখন আর কার্যকর নয়৷ কারণ পুলিশ এরিমধ্যে চার্জশিট দিয়েছে৷ তাই কাল তারা তৃতীয় বিচারপতির কাছে নিম্ন আদালতে আত্মমর্পণের সময় চাইবেন৷

আইনজ্ঞরা মনে করেন কাল যদি তৃতীয় বেঞ্চ বিএনপিসহ ১৮ দলের নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য কোন বাড়তি সময় না দেন তাহলে তারা গ্রেফতার ঝুঁকির মধ্যে পড়ে যাবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ