1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিম্ন আদালতে তিন আইনজীবীর জামিন নাকচ

১১ আগস্ট ২০১১

হাইকোর্টে হট্টগোলকারী বিএনিপ’পন্থী আইনজীবীদের নিয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের মধ্যে সমঝোতা হয়েছে৷ হট্টগোলকারী আইনজীবীরা আদালতে আত্মসমর্পণ এবং ক্ষমা চাওয়ার সুযোগ পাচ্ছেন৷

BDR Mutiny Trial Court, Dhaka, Bangladesh Text: Trial of the criminal cases related to BDR Mutiny in Bakshibazar, Dhaka. 824 people are accused of this case, which is one of the largest trials in the world. Key words: Court, criminal, case, BDR, Mutiny, Bakshibazar, Pilkhana, Dhaka, Bangladesh, Bangladesch, Trial,
ছবি: Harun Ur Rashid

হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি ১০ আইনজীবী আগামী ১৪ই আগষ্ট রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন৷ আর ওইদিনই তারা হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের আদালতে গিয়ে ক্ষমা চাইবেন৷ এই আদলতেই তাঁরা হট্টগোল করেছিলেন৷ এসময়ের মধ্যে পুলিশ তাঁদের গ্রেফতার বা নির্যাতন করবেনা৷ সুপ্রিমকোর্ট আইনজীবী সমতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন জানান, এনিয়ে তাঁর সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কথা হয়েছে৷ আর সেই আলোচনার ভিত্তিতেই আসামি আইনজীবীরা আত্মসমর্পণ এবং ক্ষমা প্রার্থনার সিদ্ধান্ত নিয়েছেন৷

তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, এটাকে ঠিক সমঝোতা বলা ঠিক হবেনা৷ তাঁরা যাতে পুলিশি হয়রানি ছাড়া নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে পারেন এবং হাইকোর্টে এসে ক্ষমা চাইতে পারেন, তাঁর ব্যবস্থা তিনি করছেন৷ প্রধান বিচারপতি তাঁকে এ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন৷

একই দিন ১৪ ই আগষ্ট ১৩ আইনজীবীর সনদ বাতিল হবে কি না - তার উপর শুনানি হবে হাইকোর্টে৷ এদিকে বুধবার ভোররাতে হট্টগোল মামলার এক আসামি আইনজীবী মমতাজ উদ্দিনকে পুলিশ সেগুন বাগিচা এলাকা খেকে গ্রেফতার করেছে৷ এনিয়ে ১৪ আসামির ৪ জনকে গ্রেফতার করা হল৷ গ্রেফতারের পর তাঁকে জাতীয় হৃদরোগ ইনন্সিটিউটে ভর্তি করেছে পুলিশ৷ তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁকে নির্যাতনের অভিযোগ করা হয়েছে৷

অন্যদিকে এর আগে গ্রেফতার সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ ৩ আইনজীবীকে হাইকোর্টে হট্টগোল মামলায় জামিন দেয়নি নিম্ন আদালত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ