1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করলো নিউজিল্যান্ড

১৭ সেপ্টেম্বর ২০২১

২০০৩ সালের পর এই প্রথম পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড৷ তবে শুক্রবার প্রথম ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি৷

Cricket Test Match Australien - Südafrika
ছবি: Dave Hunt/dpa/picture alliance

এক বিবৃতিতে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড বলেছে, ‘‘নিউজিল্যান্ড সরকার পাকিস্তানের হুমকি লেভেল বাড়ানোয় এবং মাঠে থাকা (নিউজিল্যান্ড ক্রিকেটের) নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের কারণে ব্ল্যাকক্যাপরা সফর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷''

নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তান ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, নিউজিল্যান্ড একাই সিদ্ধান্ত নিয়েছে৷ নিউজিল্যান্ড দলের জন্য পাকিস্তান সরকার যেসব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ডের নিরাপত্তা কর্মকর্তারা৷

সফর চূড়ান্ত করার আগে গতমাসে পাকিস্তানসফর করেছিল নিউজিল্যান্ডের একটি নিরাপত্তা দল৷

পাকিস্তান সফরের সময় কোনো রাষ্ট্রপ্রধানকে যেমন নিরাপত্তা দেয়া হয় নিউজিল্যান্ড দলের জন্য তেমন ব্যবস্থা করেছিল পাকিস্তান৷ নিরাপত্তা বাহিনীর সশস্ত্র সদস্যদের পাহারায় বুলেটপ্রুফ বাসের ব্যবস্থা করা হয়েছিল৷

শুক্রবার ম্যাচ শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দানকে ফোন করে নিউজিল্যান্ড দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়েছে বলে আশ্বস্ত করেছিলেন৷

এই সফরে নিউজিল্যান্ডের তিনটি একদিনের ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল৷

এর আগে ২০০২ সালে করাচিতে নিউজিল্যান্ডের হোটেলের কাছে বোমা বিস্ফোরণে ফ্রান্সের নৌবাহিনীর ১৪ সদস্যের মৃত্যুর ঘটনার পর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড দল৷

২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে অনেকদিন পর্যন্ত পাকিস্তানে বিদেশি দলের সফর বন্ধ ছিল৷

আগামী মাসে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ড দলের পাকিস্তান যাওয়ার কথা রয়েছে৷ এছাড়া আগামী ছয় মাসে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ারও পাকিস্তান সফর করার কথা৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ