নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করলো নিউজিল্যান্ড
১৭ সেপ্টেম্বর ২০২১
২০০৩ সালের পর এই প্রথম পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড৷ তবে শুক্রবার প্রথম ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি৷
বিজ্ঞাপন
এক বিবৃতিতে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড বলেছে, ‘‘নিউজিল্যান্ড সরকার পাকিস্তানের হুমকি লেভেল বাড়ানোয় এবং মাঠে থাকা (নিউজিল্যান্ড ক্রিকেটের) নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের কারণে ব্ল্যাকক্যাপরা সফর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷''
পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, নিউজিল্যান্ড একাই সিদ্ধান্ত নিয়েছে৷ নিউজিল্যান্ড দলের জন্য পাকিস্তান সরকার যেসব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ডের নিরাপত্তা কর্মকর্তারা৷
সফর চূড়ান্ত করার আগে গতমাসে পাকিস্তানসফর করেছিল নিউজিল্যান্ডের একটি নিরাপত্তা দল৷
গত চার বছরে কোন দল কেমন খেলেছে?
ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের দ্বাদশ বিশ্বকাপে দশটি দল অংশ নিচ্ছে৷ গত চার বছরে একদিনের ক্রিকেটে দলগুলোর পারফর্মেন্স কেমন ছিল?
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
১. ইংল্যান্ড
ভারতীয় চ্যানেল ‘নিউজ১৮’ জানাচ্ছে, ২০১৫ বিশ্বকাপের পর থেকে ১৪ মে পর্যন্ত ইংল্যান্ড ৮৬ ম্যাচ খেলে ৫৬টি জিতেছে, হেরেছে ২৩টিতে৷ এই সময়ে খেলা ১৯টি সিরিজ/টুর্নামেন্টের ১৪টি জিতেছে ইংল্যান্ড৷ শুধু তাই নয়, গত চার বছরে ওয়ানডেতে ৪০০-র বেশি রান হয়েছে পাঁচবার৷ এর মধ্যে চারটিই ইংলিশদের৷ এই সময় একদিনের ইতিহাসে সর্বোচ্চ দুটি রানের সংগ্রহও (অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১, পাকিস্তানের বিরুদ্ধে ৪৪৪ রান) করেছে ইংল্যান্ড৷
ছবি: Getty Images/AFP/R. Brooks
২. ভারত
ইংল্যান্ডের মতো ভারতও ৮৬টি ম্যাচ খেলে ৫৬টিতে জিতেছে৷ তবে তারা ইংল্যান্ডের চেয়ে চারটি ম্যাচ বেশি হেরেছে৷ অবশ্যে এই সময়ে টানা দ্বিপক্ষীয় সিরিজ জেতার রেকর্ড করেছে তারা৷ ২০১৬ সালের জুন থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা নয়টি সিরিজ জিতেছে ভারত৷
ছবি: IANS
৩. দক্ষিণ আফ্রিকা
গত চার বছরে দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলেছে ৭৪টি৷ এর মধ্যে জিতেছে ৪৭টি, হেরেছে ২৬টি৷ ফলে জয়/পরাজয় অনুপাতে তিন নম্বরে আছে তারা৷ ‘নিউজ১৮’-এর তৈরি করা তালিকায় (১৪ মে পর্যন্ত) এবারের বিশ্বকাপে অংশ নেয়া দশ দলের পারফর্মেন্স জানার চেষ্টা করা হয়েছে৷
ছবি: Getty Images/AFP/S. Khan
৪. নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকার চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছে কিউইরা৷ অর্থাৎ, তারা খেলেছে ৭৬টি ম্যাচ৷ এর মধ্যে জয় পেয়েছে ৪৩টিতে, আর হেরেছে ৩০টি৷
ছবি: Imago
৫. আফগানিস্তান
দিন দিন ক্রিকেটের নতুন শক্তি হয়ে উঠছে যুদ্ধবিধ্বস্ত এই দেশ৷ রশিদ খান গত চার বছরে ৫৪ ম্যাচে ১২৩ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন৷ এই সময় আফগানিস্তান খেলেছে ৬১টি ম্যাচ৷ জিতেছে ৩৩টিতে, হেরেছে মোট ২৪টি৷
ছবি: Getty Images/AFP/S. Kodikara
৬. বাংলাদেশ
আফগানিস্তানের সমান ম্যাচ (৬১টি) খেলে একটি ম্যাচ কম জিতেছে (৩২টি) টাইগাররা৷ হেরেছে ২৫টিতে৷ মুস্তাফিজুর রহমান ৪৪ ম্যাচে ৮৩ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে থাকা রশিদ খানের পরেই আছেন৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
৭. অস্ট্রেলিয়া
ভাবছেন এত পরে কেন অসিরা? তাহলে জেনে নিন, ২০১৮ সালে খেলা ১৩টি ওডিআই-এর ১১টিতেই হেরেছে তারা৷ এর আগে ২০১৭ সালে ১৫ ম্যাচের আটটিতেই হেরেছিল সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া৷ সবমিলিয়ে গত চার বছরে ৭৬টি ম্যাচ খেলে অসিরা জিতেছে মাত্র ৩৭টিতে৷
ছবি: Reuters/P. Cziborra
৮. পাকিস্তান
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে দুই ম্যাচে সাড়ে তিনশ’র বেশি রান করেছে পাকিস্তান৷ তবে গত চার বছরে তাদের পারফর্মেন্স খুব একটা ভালো ছিল না৷ এই সময়ে ৭৮টি ম্যাচের মাত্র ৩৫টিতে জয়ের দেখা পেয়েছে৷ আর হেরেছে ৪০টিতে৷
ছবি: Getty Images/AFP/M. Khaled
৯. ওয়েস্ট ইন্ডিজ
২০১৫ সালের বিশ্বকাপের পর ১৪ মে পর্যন্ত ৬৬ ম্যাচ খেলে মাত্র ১৯টিতে হাসিমুখে বাড়ি ফিরতে পেরেছে প্রথম দুই বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ৷
ছবি: Getty Images/AFP/R. Brooks
১০. শ্রীলঙ্কা
১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের সময়টা ভালো যাচ্ছে না৷ ফলে তালিকায় তাদের অবস্থান একেবার তলানিতে৷ গত চার বছরে ৮৪ ম্যাচ খেলে তারা হেরেছে ৫৫টিতে৷ আর জিতেছে মাত্র ২৩টি৷
ছবি: Getty Images/Gallo Images/A. Vlotman
10 ছবি1 | 10
পাকিস্তান সফরের সময় কোনো রাষ্ট্রপ্রধানকে যেমন নিরাপত্তা দেয়া হয় নিউজিল্যান্ড দলের জন্য তেমন ব্যবস্থা করেছিল পাকিস্তান৷ নিরাপত্তা বাহিনীর সশস্ত্র সদস্যদের পাহারায় বুলেটপ্রুফ বাসের ব্যবস্থা করা হয়েছিল৷
শুক্রবার ম্যাচ শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দানকে ফোন করে নিউজিল্যান্ড দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়েছে বলে আশ্বস্ত করেছিলেন৷
এই সফরে নিউজিল্যান্ডের তিনটি একদিনের ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল৷
এর আগে ২০০২ সালে করাচিতে নিউজিল্যান্ডের হোটেলের কাছে বোমা বিস্ফোরণে ফ্রান্সের নৌবাহিনীর ১৪ সদস্যের মৃত্যুর ঘটনার পর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড দল৷
২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে অনেকদিন পর্যন্ত পাকিস্তানে বিদেশি দলের সফর বন্ধ ছিল৷
আগামী মাসে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ড দলের পাকিস্তান যাওয়ার কথা রয়েছে৷ এছাড়া আগামী ছয় মাসে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ারও পাকিস্তান সফর করার কথা৷