1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজধানী থেকে অপহৃত শিশু

২৫ জানুয়ারি ২০১৮

আবার অপরহণ৷ আবার দিল্লি৷ স্কুল বাস থেকে এক শিশুকে অপহরণ করল দুষ্কৃতীরা৷ প্রজাতন্ত্র দিবসের একদিন আগে এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে দিল্লি জুড়ে৷

Symbolbild Kindesmisshandlung Bestrafung
ছবি: picture alliance/dpa/P. Pleul

একেবারে হিন্দি ফিল্মের মতো৷ দুই বাইক আরোহী ড্রাইভারকে গুলি করে স্কুল বাস থেকে নামিয়ে নিয়ে গেল প্রথম শ্রেণির এক শিশুকে৷ দিনে দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লির রাজপথে৷ পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি৷ খোঁজ পাওয়া যায়নি শিশুটিরও৷

শুক্রবার ভারতের প্রজাতন্ত্র দিবস৷ যার জেরে ইতিমধ্যেই কার্যত নাকাবন্দি করে ফেলা হয়েছে রাজধানীর সমস্ত রাস্তা৷ রাস্তায় নামানো হয়েছে প্যারামিলিটারি ফোর্স৷ মূলত দু'টি কারণে নিরাপত্তার চাদর এবার অন্যবারের চেয়ে বেশি৷ প্রজাতন্ত্র দিবসের উদযাপনে কেন্দ্রীয় সরকার এশিয়ান সামিটের ১০টি দেশকে নিমন্ত্রণ জানিয়েছে৷ এতগুলি দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন বলে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ পাশাপাশি বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ‘পদ্মাবত'৷ ছবিটি নিয়ে উত্তর ভারত জুড়ে তোলপার চলছে৷ তাই ছবিটির মুক্তি ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেও নজর রাখা হয়েছে৷ প্রশ্ন উঠছে, নিরাপত্তার এত ঢক্কানিনাদের পরেও কীভাবে দিনেদুপুরে স্কুল বাস থেকে একটি শিশুকে কিডন্যাপ করা সম্ভব হলো?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটিতে ২০জন ছাত্র ছিল৷ যে শিশুটিকে অপহরণ করা হয়েছে, তার বোনও ছিল সেখানে৷ স্কুল থেকে ফেরার পথে বাসটিকে মাঝ রাস্তায় দাঁড় করায় দুই বাইক আরোহী৷ চালকের সঙ্গে খানিক বচসা হওয়ার পর তাঁকে গুলি করা হয়৷ এরপর বাসে উঠে শিশুটিকে অপহরণ করা হয়৷ শিশুটিকে নিয়ে বাইকটি চলে যায় উত্তরপ্রদেশের দিকে৷

ঘটনার পরেই শিশুটির পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়৷ পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে একটি স্পেশাল টিম তৈরি করা হয়েছে৷ কিন্তু এখনো পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি হয়নি৷ মুক্তিপণ চেয়ে শিশুটির পরিবারের কাছেও কোনো ফোন আসেনি৷ পুলিশের ধারণা, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা পরিবারটির পরিচিত৷ শিশুটির দৈনিক রুটিন তাদের জানা৷ সে কারণেই মাঝপথে স্কুল বাস থেকে শিশুটিকে অপহরণ করা হয়৷

গত কয়েকবছরে একের পর এক অপহরণের ঘটনা ঘটেছে দিল্লিতে৷ ২০১৭ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে ৬,৯৮২জন অপহৃত হয়েছে৷ যার ৪০ শতাংশই শিশু, যাদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে৷ রিপোর্টে বলা হয়েছিল, কোনো রাজধানী শহরের পক্ষে বিষয়টি নিন্দার এবং আশঙ্কার৷ আশঙ্কা যে কাটেনি এদিনের ঘটনাতেই তা স্পষ্ট৷

বস্তুত, গত বছরের অগস্টে দিল্লির রোহিনী অঞ্চল থেকে একটি শিশুর অপহরণের ঘটনাকে কেন্দ্র তোলপার হয়েছিল রাজধানী৷ অভিযোগ, বাড়ির সামনে থেকে দুই যুবক অপহরণ করেছিল ওই শিশুটিকে৷ থানায় অভিযোগ জানাতে গেলে শিশুটির মাকে বলা হয়, তাঁর গাফিলতির জন্য শিশুটি হারিয়ে গেছে৷ প্রাথমিক ভাবে থানা অভিযোগ দায়েরও করতে চায়নি৷ পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ দেখে জানা যায় যে, দুই যুবক শিশুটিকে অপহরণ করেছে৷ অপহরণ নিয়ে দিল্লি পুলিশের গা ছাড়া মনোভাব নিয়ে সে সময় বহু সমালোচনা হয়েছিল৷

বৃহস্পতিবারের ঘটনা প্রমাণ করল, দিল্লি পুলিশ এখনো বদলায়নি৷ স্থানীয় মানুষের অভিযোগ, নিরাপত্তার চাদর কেবল ভিআইপি-দের জন্যই, সাধারণ মানুষ সেই তিমিরেই৷

এসজি/ডিজি (ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ