ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ সম্পন্ন হলো সোমবার৷ এই দফায় মোট ৫১টি আসনে ভোটগ্রহণ হয়েছে৷
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীরের পাশাপাশি ভোটগ্রহণ হয়েছে বিহার, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও ঝাড়খণ্ড রাজ্যে৷ এর মধ্যে রয়েছে আমেঠি, রায়বরেলি, লখনৌ ও পুলওয়ামা'র মতো ‘হেভিওয়েট' আসনও৷
বিকেল ৩টা পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে মোট ৫০দশমিক ৭০ শতাংশ৷
কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি জোরালো থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থান, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যাচ্ছে সংঘর্ষ ও ছাপ্পা ভোটের খবর৷
পশ্চিমবঙ্গের পরিস্থিতি
৬ মে পঞ্চম দফার নির্বাচনে ভোটগ্রহণ হয় পশ্চিমবঙ্গের ৭টি আসনে৷
সবক'টি আসনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ১০০ শতাংশ থাকা সত্ত্বেও আরামবাগ কেন্দ্রে তৃণমূল কর্মীদের ভোটারদের ওপর চড়াও হবার অভিযোগ ওঠে৷
খুনের হুমকি দিয়ে ভোটকেন্দ্র থেকে বাম পোলিং এজেন্টকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ৷ কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা নিয়েও ওঠে প্রশ্ন৷
এদিকে, প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিংহ, যিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়ছেন, শিকার হন হামলার৷
সকাল ১১টা নাগাদ তিনি ব্যারাকপুর কেন্দ্রের অন্তর্গত কাঁকিনাড়া অঞ্চলের একটি বুথ পরিদর্শন করতে গেলে তৃণমূল সমর্থকদের একটি দল বিক্ষোভ শুরু করে৷ অর্জুন সিংহকে বাঁশ নিয়ে কিছু মানুষ তাড়া করলে তিনি পালানোর চেষ্টা করেন৷ পরে বিজেপি-কর্মীদের সাথে নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া করতে গেলে মাটিতে পড়ে চোটও পান তিনি৷
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য মোতায়েন ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী করা হয়েছে৷ এর মধ্যে এই ব্যারাকপুর কেন্দ্রের জন্যই রয়েছে ৭০টি কোম্পানি৷ সাথে রয়েছে ২০টি কুইক রেসপন্স টিমও৷
‘মোদী হিটলারের ঠাকুর্দা’
ভারতে বর্তমানে চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ৷খবরে উঠে আসছে বিভিন্ন রাজনীতিকদের বিতর্কিত সব মন্তব্য৷ ওপরের মন্তব্যটির মতো আরো এমন উদাহরণ সম্পর্কে জানুন ছবিঘরে...
ছবি: picture-alliance/dpa/P. Adhikary
‘স্পিডব্রেকার দিদি আমার ফোন ধরেন না’
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর অভিযোগ, তিনি ‘মোদী সরকার’-এর উন্নয়নের কাজ থামিয়ে দিতে ‘স্পিডব্রেকার’-এর ভূমিকা পালন করছেন৷ শুধু তাই নয়, ওড়িশায় বর্তমানে ‘ফণী’ ঝড়ের কারণে যে দুর্ভোগ দেখা দিয়েছে, সেই বিষয়ে কথা বলার জন্য মোদী ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও মমতা ফোন ধরেননি৷ এমনটাই দাবি নরেন্দ্র মোদীর৷
ছবি: IANS
‘মোদী হিটলারের ঠাকুর্দা’
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আমডাঙায় প্রচার করতে গিয়ে এমন কথা বলেছেন সোমবার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে তিনি আরো বলেন, ‘‘আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন চা-ওয়ালা, পাঁচ বছর ধরে বিদেশ ঘুরে এখন চৌকিদার হয়েছেন৷’’
ছবি: DW/Prabhakarmani Tewari
‘স্বামীর চেয়ে বেশি আমার নাম জপে’
ভারতীয় জনতা পার্টির অন্যতম জনপ্রিয় নেত্রী প্রাক্তন অভিনেত্রী স্মৃতি ইরানি৷ আমেঠি কেন্দ্রে স্মৃতির বিরুদ্ধে লড়ছেন রাহুল গান্ধী৷ রাহুলের প্রচারে তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীর অংশগ্রহণের বিষয়ে স্মৃতিকে প্রশ্ন করা হলে তিনি তুলে আনেন প্রিয়াঙ্কার স্বামী, বিতর্কিত ব্যবসায়ী রবার্ট ভাদ্রা’র নাম, যাঁর সাথে জড়িয়ে আছে একাধিক কেলেঙ্কারির অভিযোগ৷
ছবি: Imago
‘মার খেয়েছিলেন মোদীজির গুরু’
বিস্ফোরক মন্তব্যের লড়াইয়ে পিছিয়ে নেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীও৷ হরিয়ানায় একটি জনসভায় ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী বিষয়ে তাঁর মন্তব্য, ‘‘৫৬ ইঞ্চি ছাতিওয়ালা বক্সারের হাতে মার খেয়েছিলেন মোদীজির গুরু৷’’ হরিয়ানার গ্রাম ভিওয়ানি, যেখানে সভাটি হচ্ছিল, ভারতের একাধিক অলিম্পিক-পদকজয়ীদের বাস সেখানে৷ ফলে, এই অঞ্চলে বক্সিং-এর রূপকের সাহায্যে রাজনৈতিক মন্তব্য আসলেই উত্তেজক৷
ছবি: Ians
‘ভারত মাতা কি জয়’
যে কোনো প্রশ্নের উত্তরে প্রায়ই এই বাক্যের সাহায্য নেন বিজেপির নেতা-নেত্রী ও কর্মীরা৷ সম্প্রতি চণ্ডীগড়ের বিজেপি প্রার্থী অভিনেত্রী কিরণ খের-এর কাছে গত পাঁচ বছরে সাংসদ হিসাবে তাঁর কাজের বিষয়ে জানতে চাওয়া হয়৷ তখন তাঁর স্বামী, অভিনেতা অনুপম খেরও সঙ্গে ছিলেন৷ সাংবাদিকের প্রশ্নে কিরণকে জবাব দেবার সুযোগ না দিয়েই অনুপম উত্তর দেন ‘ভারত মাতা কি জয়’৷
ছবি: UNI
‘বাড়ি থেকে বার করে কুকুরের মতো মারব’
পশ্চিমবঙ্গের ঘাটাল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ৷ দলের প্রচার করতে গিয়ে বিজেপি সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে– এ অভিযোগ শুনে তৃণমূলের সমর্থকদের এমন হুমকি দেন তিনি৷ শুধু তাই নয়, উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে মারার হুমকি দিতেও শোনা যায় তাঁকে৷ এমন মন্তব্যের জেরে ভারতীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করার কথা ভাবছে তৃণমূল কংগ্রেস৷
ছবি: picture-alliance/dpa/Pacific Press
‘ভারতের সবচেয়ে বড় গাদ্দার মমতা’
একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ডানহাত’ ছিলেন মুকুল রায়৷ সেই মুকুল এখন বিজেপি নেতা৷ কয়েকদিন আগে এক জনসভায় দলছুট এই নেতাদের ‘গাদ্দার’ বলেন মমতা৷ জবাবে মুকুল বলেন, ‘‘মমতা হলেন দেশের সবচেয়ে বড় গাদ্দার৷ ২৫ বছর কংগ্রেসে ছিলেন মমতা৷ তিনটি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন কংগ্রেসের হাত ধরে৷ পরে এনডিএ-র সঙ্গে জোট বেঁধেও মন্ত্রী হন তিনি৷’’ মমতাকে মুকুলের পরামর্শ, ‘‘অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকান৷’’
ছবি: Ians
7 ছবি1 | 7
তবুও পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল থেকে উঠে আসছে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ৷
পুলওয়ামায় গ্রেনেড বিস্ফোরণ
গত ফেব্রুয়ারি মাসে জঙ্গি হামলার পর থেকেই আলোচিত হচ্ছিল জম্মুর পুলওয়ামা অঞ্চল৷ সোমবার সেই পুলওয়ামার একটি ভোটকেন্দ্রে ঘটে গ্রেনেড বিস্ফোরণ৷ এতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি৷
এছাড়া বিহারের একটি ভোটকেন্দ্রে দুষ্কৃতীরা ইভিএম মেশিন ভেঙে দেয় বলে জানিয়েছে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম৷ রাহুল গান্ধী বনাম স্মৃতি ইরানি'র রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্র উত্তর প্রদেশের আমেঠি'র একটি বুথে কংগ্রেসকর্মীদের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগতুলেছেন সেখানের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি৷
পঞ্চম দফার ভোটগ্রহণে বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে দেশজুড়ে পরিবেশ মোটামুটি শান্ত, জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম৷