1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন অলিম্পিক

২৪ জুলাই ২০১২

উদ্বোধনের আর মাত্র কয়েকদিন বাকি৷ অথচ লন্ডন অলিম্পিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটছে না৷ তার সঙ্গে জুড়েছে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা৷ মোট কথা অলিম্পিকের আগেই একের পর এক সমস্যার মুখে পড়ছে গোটা আয়োজন৷

Olympic Security. RETRANSMISSION AFTER THE MoD HAVE ASKED THAT WE DO NOT PUBLISH THE SURNAME AND RANK OF THESE TWO MEMBERS OF THE ROYAL AIR FORCE REGIMENT. Alex and Dan (right), both trained snipers with the Royal Air Force Regiment, show the sniper rifles which will be on duty as they hover above London during the London Olympic games, at RAF Northolt. Picture date: Friday July 13, 2012. Aircraft that fail to comply with procedures within a restricted airspace zone around the Olympic site in London could be subject to "lethal force" from the military, it was revealed today. RAF Typhoon fast jets and RAF Puma helicopters with snipers armed with hi-tech rifles will be among the military aircraft patrolling the restricted zone which comes into force from tomorrow. See PA story OLYMPICS Air. Photo credit should read: John Stillwell/PA Wire URN:14026728
ছবি: picture-alliance/dpa

দিন কয়েক আগে নিরাপত্তা নিয়ে বড় একটি কেলেঙ্কারি ঘটে গেলো লন্ডনে৷ যে কোম্পানিটির নিরাপত্তা কর্মী সরবরাহ করার কথা, সেই জিফোরএস জানালো যে তারা পর্যাপ্ত জনবল যোগাড় করতে পারেনি৷ ফলে প্রায় সাড়ে তিন হাজার অতিরিক্ত ব্রিটিশ সেনা মোতায়েন করতে হয়েছে লন্ডন অলিম্পিকের নিরাপত্তার জন্য৷ এরজন্য জিফোরএস'কে তদন্ত কমিটির মুখোমুখি হতে হয়েছে এবং তারা তাদের দায়িত্বে গাফিলতির কথাও স্বীকার করেছে৷ কিন্তু এর ফলে লন্ডন অলিম্পিকের প্রস্তুতিতে যে একটা বড় ফাঁক ছিল সেটা কিন্তু আর লুকাতে পারলো না ব্রিটিশ কর্তৃপক্ষ৷

গোটা অলিম্পিকের জন্য ২৩ হাজারের বেশি সেনা, পুলিশ ও নিরাপত্তা কর্মীকে কাজে লাগানো হয়েছে এবার৷ এজন্য ব্যয় হতে যাচ্ছে ১২৫ কোটি ইউরোর বেশি৷ জলে, স্থলে ও অন্তরীক্ষে মহড়া চালাচ্ছে ব্রিটিশ সেনারা৷ লন্ডনের পাতাল রেল ব্যবস্থাতেও তাদের কড়া নজরদারি চলছে৷

ছবি: Reuters

তবে এই নজরদারি যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন ঘটাতে পারেনি৷ বরং দিন দিন লন্ডনের যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যা আরও প্রকট হচ্ছে৷ অলিম্পিক উপলক্ষ্যে পূর্ব লন্ডনে যে অলিম্পিক পার্ক করা হয়েছে তার আশেপাশের পাতাল রেলের যোগাযোগ নানা কারণে বিঘ্নিত হচ্ছে৷ বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার কয়েকটি রুটে পাতাল ট্রেন দেরি করে ছাড়ে৷ লন্ডনের রাস্তায় রাস্তায় যে তীব্র যানজট লেগে থাকে তার আরও অবনতি ঘটছে৷ শহরের প্রধান তিনটি সড়কে প্রায় দুই ঘণ্টার মতো যানজট লেগে ছিলো৷

অলিম্পিক উপলক্ষে যে বিশাল সংখ্যক পর্যটকের আগমন ঘটছে তাদের সামলানোর মতো যথেষ্ট ব্যবস্থা দেখা যাচ্ছে না৷ উল্লেখ্য, লন্ডনে প্রতিদিন ১২ মিলিয়ন যাত্রী যাতায়াত করে৷ কিন্তু অলিম্পিকের সময় এর সংখ্যা হবে প্রতিদিন ১৫ মিলিয়ন৷ ইতিমধ্যে লন্ডনের যোগাযোগ কর্তৃপক্ষ টিএফএল যাত্রীদেরকে বাস ট্রাম এড়িয়ে হাটার জন্য পরামর্শ দিয়েছে৷ রাস্তাঘাটগুলোতে তাদের স্বেচ্ছাসেবকদের এজন্য লিফলেট বিলি করতে দেখা যাচ্ছে, যাতে বলা হচ্ছে বেশি করে হাঁটার জন্য৷ এতসব সমস্যা সত্ত্বেও ব্রিটেনের অলিম্পিক বিষয়ক মন্ত্রী হিউ রবার্টসন অবশ্য বলছেন তাদের সম্ভাব্য সব কিছুই তারা করছেন৷

প্রতিবেদন: জোয়ানা ইম্পে / আরআই (এএফপি)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ