1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডার ‘প্রশ্নবিদ্ধ' সিদ্ধান্ত

১ ফেব্রুয়ারি ২০১৭

ক্যানাডার হকি দল নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে আসছে না৷ অথচ দৃশ্যত নিরাপত্তা পরিস্থিতি এখন অনেকাংশেই ভালো৷ জঙ্গিবিরোধী অভিযান চলছে৷ মঙ্গলবার হোলি আর্টিজান হামলার সঙ্গে জড়িত চার জঙ্গিকে আটক করেছে র‌্যাব৷

Bangladesh Extremisten werden von Sicherheitskräfte getötet
ছবি: picture-alliance/AP Photo

আগামী ৪ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ড৷ শেষ হবে ১২ই মার্চ৷ এ আসরে ওমান, ফিজি, চীন, ঘানা, মিসর  শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ক্যানাডারও অংশ নেওয়ার কথা ছিল৷ কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বুধবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আন্তর্জাতিক হকি ফেডারেশন আমাদের জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ক্যানাডা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না৷''

তিনি আরো বলেন, ‘‘এটা আমাদের জন্য একটা আঘাত, কারণ, টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে তারাই ছিল সর্বোচ্চ র‌্যাঙ্কধারী৷'' আন্তর্জাতিক হকি র‌্যাঙ্কিংয়ে ক্যানাডার অবস্থান একাদশতম স্থানে৷

এর আগে ২০১৫ সালে নিরাপত্তার কারণ দেখিয়ে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল৷ সেবার ক্রিকেট দল না পাঠালেও পরে ফুটবল দল পাঠিয়ে নিজেদের সিদ্ধান্তকেই প্রশ্নবিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া৷

গত জুলাইয়ে হোলি আর্টিজান হামলার পর সারা বিশ্বে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বড় রকমের প্রশ্ন দেখা দিয়েছিল৷ কিন্তু তারপর থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় অক্টোবরে বাংলাদেশ সফর করে যায় ইংল্যান্ড ক্রিকেট দল৷ তারপর আগস্টে অনুর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করে বাংলাদেশ৷ তবে জাপান সেখানে অংশ নেয়নি৷ প্রসঙ্গত, হোলি আর্টিজান হামলায় হামলায় নিহত ২২ জনের অধিকাংশই ছিলেন বিদেশি নাগরিক৷ সেখানে জাপানের নাগরিকও ছিল৷

খাজা রহমত উল্লাহ

This browser does not support the audio element.

তবে বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ডে নিরাপত্তার কারণ দেখিয়ে ক্যানাডার অংশ না নেয়াকে যুক্তিসঙ্গত মনে করছেন না বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘নিরাপত্তার প্রশ্ন তুলে ক্যানাডার বাংলাদেশে না আসার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য, কারণ, বাংলাদেশে এখন কোনো নিরাপত্তার সঙ্কট নেই৷ এখানে জীবন-যাত্রা স্বাভাবিক আছে৷   বাংলাদেশে ইংল্যান্ড ক্রিকেট দল ঘুরে গেছে৷ আমরা সফলভাবে অনুর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকির আয়োজন করেছি৷ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ফুটবল টিমও খেলে গেছে৷ তারা সবাই নিরপত্তায় সন্তোষ  প্রকাশ করে গেছেন৷''

ক্যানাডার সিদ্ধান্তের কথা জানার পর বাংলাদেশ হকি ফেডারেশন আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)-এর কাছে চিঠি পাঠিয়েছে৷ খাজা রহমত উল্লাহ জানান, ‘‘আমরা চিঠিতে আমাদের নিরাপত্তাব্যবস্থা এবং সফল ও সন্তোষজনক নিরাপত্তার মধ্য দিয়ে যেসব টুর্নামেন্টের আয়োজন করেছি, তা তুলে ধরেছি৷ আর ক্যানাডাকে সিন্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলেছি৷ তারপরও তারা না এলে ক্যানাডার বদলে অন্য কোনো টিম দেয়ার কথা বলেছি৷''

তিনি আরো বলেন, ‘‘আমাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আমরা আস্থাশীল, ক্যানাডা অযৌক্তিকভাবে নিরাপত্তা ইস্যু তুলেছে বলে আমরা মনে করি৷''

এদিকে বুধবার ভোররাতে ঢাকার যাত্রাবাড়ীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ জঙ্গিকে গ্রেপ্তার করেছ র‌্যাব৷ র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গ্রেপ্তারকৃত জঙ্গিদের একজনের নাম আশফাক-ই-আজম ওরফে আপেল৷ সে হোলি আর্টিজান হামলার সঙ্গে জড়িত সারোয়ার-তামিম জঙ্গি গোষ্ঠীর আইটি শাখার প্রধান ছিল৷ যাত্রাবাড়ীর দনিয়া এ কে হাইস্কুল মাঠের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়৷ তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ