1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ায় টিলারসন

৪ এপ্রিল ২০১৭

এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য চীনের ওপর চাপ দেবে বলে জানিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি৷

Nordkorea Tongchang-Ri Raketen-Teststation
ছবি: Getty Images/AFP/P. Ugarte

আগামী ২৮শে এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়াকে নিয়ে যে অধিবেশন বসবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার সভাপতিত্ব করবেন বলে জানিয়েছেন হেলি৷

আগামী সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং-এর মধ্যে সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের জাতিসংঘে প্রথম পদার্পণ ঐ সাক্ষাতের একটি গুরুত্বপূর্ণ ‘ফলো-আপ' হবে, বলে হেলি মন্তব্য করেন৷

পিয়ংইয়াংকে তার ধারা বদলাতে বাধ্য করানোয় চীনকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে হেলি যোগ করেন৷ ‘‘চীন হলো একমাত্র (দেশ), উত্তর কোরিয়া যার কথা শুনবে,'' বলেন হেলি৷

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, টিলারসনের সভাপতিত্বে এ অধিবেশনে কী নিয়ে আোলোচনা হবে তা নির্ভর করবে শি-ট্রাম্প সাক্ষাতের ফলাফলের উপর৷

‘‘মার্কিন যুক্তরাষ্ট্র গত ২৫ বছর ধরে চীনকে বলতে শুনছে যে, তারা উত্তর কোরিয়ার ব্যাপারে উদ্বিগ্ন; কিন্তু আমরা ওদের সে ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখিনি,'' বলেন হেলি৷ তাঁর কথায়, ‘‘এই (মার্কিন) প্রশাসন ওদের সক্রিয় দেখতে চায় বলে আমার ধারণা এবং সেজন্য (এই প্রশাসন) ওদের উপর চাপ দেবে বলে আমার মনে হয়৷''

আরেকটি রকেট পরীক্ষা?

হেলি বলেন যে, এপ্রিলের শেষে জাতিসংঘের উত্তর কোরিয়া বৈঠকে যত বেশি সম্ভব পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে তাঁর আশা৷ ‘‘(উত্তর কোরিয়া) যে কোনো দিন আরেকটি রকেট পরীক্ষা করবে বলে আমরা প্রত্যাশা করছি,'' হেলি বলেন৷

‘‘আমাদের লক্ষ্য হলো এইটুকু বলা যে, (উত্তর কোরিয়াকে) থামানোর জন্য আমাদের কী করতে হবে?''

গত মাসে বেইজিংয়ে টিলারসনের সাক্ষাৎ হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-র সঙ্গে৷ য়ি পরে বলেন, কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যাটি মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে৷ কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যাটি সমাধানের সংকল্প থাকা বলেও মনে করেন য়ি৷

এসি/এসিবি (এএফপি, এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ