1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তা পরিষদে জার্মানির এক বছর

৮ জানুয়ারি ২০১২

এক বছর আগে জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ি সদস্য হিসেবে নির্বাচিত হয়৷ পরিষদের ১০ অস্থায়ী সদস্যের ভেটো প্রয়োগের অধিকার নেই৷ তবুও জার্মানি বিভিন্ন উদ্যোগ নিয়ে এবং প্রস্তাবের খসড়া পেশ করে সকলের নজর কেড়েছে৷

বৈঠকে বিশ্ব নিরাপত্তা পরিষদছবি: dapd

বিগত বছরে নিরাপত্তা পরিষদের কাজের কোনো কমতি ছিল না৷ আরব বসন্তের উথাল-পাতালে জাতিসংঘের এই সর্বোচ্চ অঙ্গসংস্থাটিকে বারংবার অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হয়েছে৷ সেক্ষেত্রে জার্মানিকে যে ভূমিকা নিতে হয়েছে, তা অস্থায়ী সদস্য হিসেবে জার্মানির উচ্চাশাকে বহুমাত্রায় অতিক্রম করে গেছে৷ জাতিসংঘে জার্মানির রাষ্ট্রদূত পেটার ভিটিশ বলেন: ‘‘নিরাপত্তা পরিষদে বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটা যাদের কাজ, তাদের মধ্যে আমরা ছিলাম৷ কোনো বিষয়কে পরিষদের এজেন্ডাতে আনতেই অনেক কাঠখড় পোড়াতে হয়৷ তা'তে আমাদের একটা বড় অবদান ছিল৷''

বিশেষ করে দুটি বিষয়ে জার্মানি ছোট হলেও স্থায়ী সাফল্য আনতে পেরেছে: প্রথমত, সশস্ত্র সংঘাতে শিশুদের পরিস্থিতি কিছুটা সহনীয় করে তোলা; দ্বিতীয়ত, জলবায়ুর পরিবর্তন থেকে যে জাতীয় নিরাপত্তার জন্য বিপদ সৃষ্টি হতে পারে, রাষ্ট্র ও সমাজকে সে বিষয়ে সচেতন করে তোলা৷ নিরাপত্তা পরিষদ যা'তে ইয়েমেন'এর সঙ্কটজনক পরিস্থিতি, এবং বিশেষ করে সিরিয়ায় প্রতিবাদ আন্দোলনের উপর সরকারের রক্তাক্ত দমননীতি সম্পর্ক সিদ্ধান্তে আসে, সেজন্যও জার্মান কূটনীতিকরা সচেষ্ট৷ কিন্তু যেহেতু পাঁচ স্থায়ী সদস্য সদয় না হলে কিছুই করার উপায় নেই, সেহেতু যাবতীয় জার্মান প্রচেষ্টা সত্ত্বেও নিরাপত্তা পরিষদকে আসাদ প্রশাসনের বর্বরতার নীরব দর্শক হয়েই থাকতে হয়েছে৷ ভিটিশ বলেন: ‘‘যারা এ'যাবৎ সব প্রচেষ্টা রুখে এসেছে, সেটা তাদের পক্ষেও খুব গর্বের কথা নয়৷ আমি শুধু দু'টি ভেটো-শক্তির নাম করব, যারা প্রস্তাবকে সফল হতে দেয়নি৷''

অর্থাৎ রাশিয়া এবং চীন, যাদের দৃষ্টিতে সিরিয়াকে অস্ত্রবিক্রয়ের লোভনীয় মুনাফা দৃশ্যত মানবাধিকার রক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ৷ তবে জার্মানি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাশ করাতে সক্ষম হয়৷ সেই প্রস্তাবে কড়া ভাষায় দামেস্ক সরকারের নিন্দা করা হয়েছে৷ তা সে রাজনৈতিক বিচারে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের তুলনায় যতো কম ওজনেরই হোক না কেন৷

জাতিসংঘে জার্মানির রাষ্ট্রদূত পেটার ভিটিশছবি: picture-alliance/dpa

জার্মানি যে বিশেষ করে মানবিক বিষয়গুলি নিয়ে সচেষ্ট, জাতিসংঘের অপরাপর সদস্যদেশ তার সপ্রশংস স্বীকৃতি দিয়েছে৷ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে জার্মানির ভূমিকা সম্পর্কে অন্যদের মন্তব্য: জার্মানি হল দক্ষ, বস্তুনিষ্ঠ, আস্থাভাজন, কিন্তু আত্মকেন্দ্রিক নয়৷

কাজেই জার্মানি যখন লিবিয়া নিয়ে ১৯৭৩ নম্বর প্রস্তাবটির উপর ভোট দেওয়া থেকে বিরত থাকে, তখন তা যে বিস্ময়ের সৃষ্টি করে, তা আজও পুরোপুরি মেটেনি৷ ঐ প্রস্তাবে নিরাপত্তা পরিষদ লিবিয়ার আকাশে উড়াল নিষিদ্ধ এলাকা সৃষ্টির সিদ্ধান্ত নেয় এবং সেই পন্থায় বিদ্রোহীদের পরোক্ষভাবে সাহায্য করে৷ এক্ষেত্রে বার্লিন যে প্রকাশ্যভাবে তার ইইউ-সহযোগী এবং ন্যাটো-মিত্রদের থেকে দূরে থেকেছে, সেটা নিউ ইয়র্কে জাতিসংঘের মুখ্য কার্যালয়ে কোনো বিষয় হয়ে ওঠেনি, বলেন ভিটিশ: ‘‘আমরা এখানে কোনোরকম বৈষম্যমূলক ব্যবহার পাইনি, কিংবা আমাদের একঘরে করা হয়নি৷ কোনো কলঙ্ক আরোপ করা হয়নি৷ লিবিয়া প্রস্তাবে জার্মানির অবস্থানকে একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশের ভোট বলেই গ্রহণ করা হয়েছে৷''

অপর একটি বিষয় নিয়ে জার্মান কূটনীতিকরা নেহাৎ প্রশ্ন করা না হলে মুখ খোলেন না৷ সেটা হল নিরাপত্তা পরিষদে বার্লিনের একটি স্থায়ী আসন পাওয়ার দাবি৷ অস্থায়ী সদস্য হিসেবে জার্মানির কর্মকাণ্ডকে অনেকেই ঐ উচ্চতর ভূমিকার আবেদনপত্র হিসেবে দেখছেন৷ জাতিসংঘে আর্থিক অনুদানের বিচারে জার্মানি বিশ্বে তৃতীয়, এবং জাতিসংঘে জার্মানির মান ও স্বীকৃতি, দু'টির কোনোটিরই অভাব নেই৷ তবুও, নিরাপত্তা পরিষদে জার্মানির স্থায়ী আসন পাওয়ার সম্ভাবনা সম্পর্কে জাতিসংঘের কূটনীতিক মহলে বিশেষ আশাবাদী মনোভাব নেই৷ রাষ্ট্রদূত ভিটিশও বলেন, কাজটা খুব সহজ নয়৷ জাতিসংঘের কাঠামোগত সংস্কার শুধুমাত্র পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি নিয়েই সম্ভব৷ এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন এযাবৎ সব ধরনের প্রচেষ্টাকে সফলভাবে রুখে এসেছে৷

প্রতিবেদন: থমাস স্মিট / অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ