1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্ঝরের ‘নমুনা’

২৭ মার্চ ২০১২

স্থপতি এবং চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর৷ ফ্রিবুয়র চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হচ্ছে তাঁর নির্মিত বাংলা ছবি আহা! আরো একটি বাংলা ছবি তিনি তৈরি করেছেন, নাম ‘নমুনা’৷ এই ছবিটি এখনো আটকে আছে সেন্সরবোর্ডে৷

Ein Szene aus dem Film 'Nomuna' von Enamul Karim Nirjhar, Berühmter Regisseur aus Bangladesch Datum: 22.06.2009 Eigentumsrecht: www.nomunathefilm,com, (Besitzer Enamul Karim Nirjhar, Regisseur) Dhaka, Bangladesch
‘নমুনা’ ছবির একটি দৃশ্যছবি: Enamul Karim Nirjhar

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সুপরিচিত নাম এনামুল করিম নির্ঝর৷ তাঁর নির্মিত ছবি আহা! যা ২০০৭ সালেই বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে৷ ছবিটি ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছে৷ সর্বশেষ সুইজারল্যান্ডে ফ্রিবুয়র চলচ্চিত্র উৎসবে বিশেষ একটি বিভাগে প্রদর্শন করা হচ্ছে আহা! নির্ঝর নিজেও এখন রয়েছেন ফ্রিবুয়রে৷ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার প্রেক্ষাপট৷ নির্ঝর বলেন, ‘‘আমি মনে করি যারা নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে স্মৃতির মধ্যে নানাভাবে নাড়াচাড়া করে, তারা একটি মাধ্যম খুঁজতে থাকে সেটা প্রকাশ করার৷ আমাদের দেশে গল্প অনেক, সেগুলোকে কোন না কোন ফর্মে আমি বলতে চাই৷''

স্থপতি এবং চলচ্চিত্র নির্মাতা, দু'টো পরিচয়েই স্বাচ্ছন্দ বোধ করেন নির্ঝর৷ তাঁর কথায়, ‘‘ব্যাপারটাকে আমি বলবো, আমার ডান এবং বাম হাতের মতো৷ দু'টোই লাগে আমার এবং সেইভাবেই আসলে ছবিটা আমার ভাবনার সঙ্গে, জীবনের সঙ্গে জড়িয়ে আছে৷''

১৯৭১ সালে ভারতে ‌শরণার্থী শিবিরে ছিলেন নির্ঝর৷ দিনাজপুরে তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল শত্রুরা৷ একাত্তর, স্বাধীনতা এবং মুক্তিসংগ্রামের মধ্যেই বেড়ে উঠেছেন তিনি৷ নির্ঝর চান, নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে সেলুলয়েডে ফুটিয়ে তুলতে৷ আহা! ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আসলে আমাদের বিভিন্ন সম্পর্কের মধ্যে যে স্থাপত্যটি আছে, আবার স্থাপত্যের সঙ্গে সময়ের যে সম্পর্কটা আছে – এই দুটি বিষয় নিয়ে আমি একটা সমীকরণ করার চেষ্টা করেছি৷ এটাকে গল্প বললে ভুল হবে, এটা হচ্ছে অভিজ্ঞতা৷''

এনামুল করিম নির্ঝরছবি: Enamul Karim Nirjhar

নির্ঝরের সর্বশেষ ছবি ‘নমুনা' গত কয়েকবছর ধরে আটকে আছে সেন্সরবোর্ডে৷ বিষয়টি চলচ্চিত্র নির্মাতা নির্ঝরের জন্য হতাশার৷ এই নিয়ে খুব বেশি কথা বলতেও আগ্রহী নন তিনি৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘সবকিছু মিলিয়ে বিষয়টি আমাকে একটু অন্ধকারে ফেলে দিয়েছে৷ আমার প্রথম ছবিটির জন্য জাতীয় পুরস্কার পাওয়ার পর, নিরীক্ষাধর্মী দ্বিতীয় ছবি নমুনা'র জন্য অনুদান পাই৷ আমাদের দেশের সামাজিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা নিয়ে ছবিটি করা এবং যারা একটু তরুণমনস্ক তাদের খুব ভালো লাগবে ছবিটি৷''

মেধাবী এই চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘‘অনুদানপ্রাপ্ত ছবি তৈরির যে প্রক্রিয়া থাকে সেগুলো মেনেই এটি তৈরি করেছি আমরা৷ অবশ্যই প্রত্যেকটি দেশের সেন্সরবোর্ডের কিছু কাঠামো থাকে, আমাদের সেন্সরবোর্ড আমাকে বলেছে ছবিটির বেশি কিছু অংশ বদলে দিতে৷ কিন্তু প্রযুক্তিগত এবং কিছুটা আর্থিক কারণে সেটা আমার পক্ষে করা দুরূহ ব্যাপার৷ ফলে ছবিটি সেই অবস্থায় পড়ে আছে এখনো৷''

নির্ঝর কখনো কখনো আশাবাদী৷ তখন তাঁর মনে হয়, ছবিটা একদিন হয়ত মুক্তি পাবে৷ আবার কখনো ছবিটি নিয়ে নৈরাশ্যে ডুবে যান তিনি৷ তখন তাঁর মনে হয়, হয়ত কখনোই আলোর মুখ দেখবে না ‘নমুনা'৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম, ফ্রিবুয়র, সুইজারল্যান্ড
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ