নির্বাচন নিয়ে মন্তব্য করলেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস৷ তিনি বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হবে না৷ বিশ্লেষকরা মনে করেন, তাঁর এই বক্তব্য কেউ যেন রাজনৈতিকভাবে না দেখেন৷
বিজ্ঞাপন
‘‘গ্রামীণ ব্যাংক যারা ধ্বংস করতে চায় সেই ধরণের নেতাদের হাতে দেশের দায়িত্ব দেয়া যায় না৷'' – বুধবারের এই মন্তব্যের রেশ শেষ না হতেই ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার নির্বাচনকালীন সরকার নিয়েও খোলাখুলি মন্তব্য করলেন৷ তিনি গ্রামীণ ব্যাংক ভবনের ইউনূস সেন্টারে আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তাঁর অবস্থান স্পষ্ট করেন৷ তিনি বলেন, ‘‘দেশে অশান্তি দূর করতে নির্দলীয় সরকারের অধীন ছাড়া শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন হওয়ার সুযোগ নেই৷'' তিনি আরো বলেন, ‘‘কোনো দল বা কারও ইচ্ছার কারণে যদি অশান্তি সৃষ্টি হয়, তাহলে দেশের মানুষ তাদের ক্ষমা করবে না৷'' ড. ইউনূস রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার আসার আহ্বান জানান৷ আহ্বান জানান সমস্যা সমাধানের৷ নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে বলে মন্তব্য করেন তিনি৷
মুহাম্মদ ইউনূসের আরেকটি অর্জন
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল স্বর্ণপদক গ্রহণ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস৷ বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটান্ডায় ইউনূসের হাতে এই সম্মাননা তুলে দেন জন বোয়েনার৷
ছবি: Getty Images
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা
বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঝুড়িতে আরেকটি সম্মাননা যোগ হলো৷ বুধবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল স্বর্ণপদক গ্রহণ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা৷ তবে নিজের দেশে বর্তমানে বেশ চাপের মধ্যে আছেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ইউনূস৷
ছবি: Getty Images
সম্মাননা গ্রহণ
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটান্ডায় অধ্যাপক ইউনূসের হাতে সম্মাননা তুলে দেন প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার৷ এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি (বামে)৷
ছবি: Getty Images
বাংলাদেশের মানুষকে উৎসর্গ
মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গ্রহণ করার পর ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অধ্যাপক ইউনূস বলেন, ‘‘সকলে আমার কাজে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন বলেই ক্ষুদ্রঋণের ধারণাটি আজ বিশ্বব্যাপী সমাদৃত৷ আমি এ সম্মান বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্যে উৎসর্গ করলাম৷’’
ছবি: Getty Images
‘প্রেসিডেন্ট স্বর্ণপদক’
এর আগে ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি মর্যাদাশীল সম্মাননা অর্জন করেন ইউনূস৷ ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে কাজ করায় যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্ট স্বর্ণপদক’ পান ড. ইউনূস৷ সাধারণত মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী এই সম্মাননা দেওয়া হয়৷
ছবি: AP
অন্য উচ্চতায় ইউনূস
বলাইবাহুল্য, ইউনূস হচ্ছেন প্রথম এবং একমাত্র বাংলাদেশি, যিনি নোবেল পুরস্কার জয়ের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি মর্যাদাশীল সম্মাননা অর্জন করেছেন৷ গোটা বিশ্বে মাত্র সাতজন জীবদ্দশায় এই তিনটি সম্মাননা পেয়েছেন৷ এরা হচ্ছেন নরম্যান বারলগ, মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা, এলি উইসেল, অং সান সু চি, মাদার টেরেসা এবং সর্বশেষ মুহাম্মদ ইউনূস৷
ছবি: AP
গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা
গরিব মানুষ বিশেষ করে নারীদের ক্ষুদ্রঋণ দেওয়ার জন্য ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন মুহাম্মদ ইউনূস৷ আধুনিক ক্ষুদ্রঋণের জনক বলা হয় তাঁকে৷ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্রঋণকে ছড়িয়ে দিতে সক্ষম হন তিনি৷ ক্ষুদ্রঋণের এই ধারণা অধ্যাপক ইউনূসকে গোটা বিশ্বেই সম্মানজনক পরিচিতি এনে দিয়েছে৷
ছবি: AP
শান্তিতে নোবেল জয়
২০০৬ সালের যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন অধ্যাপক ইউনূস এবং গ্রামীণ ব্যাংক৷ সেবছরের ডিসেম্বরে নরওয়ের রাজধানী অসলো’র টাউন হলে এই সম্মাননা গ্রহণ করেন অধ্যাপক ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি তসলিমা বেগম৷
ছবি: AP
রাজনীতির ইচ্ছা এবং বিড়ম্বনা
শান্তিতে নোবেল জয়ের পর বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন অধ্যাপক ইউনূস৷ তবে এই সিদ্ধান্ত থেকে দ্রুতই সরে আসেন তিনি৷ কিন্তু অনেকেই মনে করেন, রাজনীতিতে নামার এই বাসনার কারণে পরবর্তীতে অনেক রাজনীতিবিদের চক্ষুঃশূল হন তিনি৷
ছবি: AP
গ্রামীণ ব্যাংক থেকে ‘বিদায়’
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বেশ খানিকটা চাপের মধ্যে রয়েছেন৷ বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক৷ এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন ইউনূস৷ এখন (১৮.০৪.১৩) পর্যন্ত ব্যাংকটিতে নতুন কোন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সম্ভব হয়নি৷
ছবি: dapd
রাজনৈতিক প্রতিপক্ষ?
যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো অধ্যাপক ইউনূসকে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে স্বীকার করেননি৷ তবে একথা বহুদিন ধরে চালু যে, অধ্যাপক ইউনূসের উপর কোন কারণে নাখোশ শেখ হাসিনা৷ যেকারণে চলতি সরকারের মেয়াদে নিজ দেশ বিভিন্ন ইস্যুতে চাপে আছেন মুহাম্মদ ইউনূস৷
ছবি: AP
10 ছবি1 | 10
ড. মুহাম্মদ ইউনূসের এই অবস্থানকে জন প্রত্যাশার কাছে তাঁর নৈতিক অবস্থান বলে মনে করেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ বা জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের উদ্বেগ-আকাঙ্খাকে গুরুত্ব দেবেন, এটাই স্বাভাবিক৷ আর দেশের একজন নাগরিক হিসেবেও তাঁর নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা আছে৷ এই অবস্থান হয়ত কোনো রাজনৈতিক দলের অবস্থানের বিপরীত৷ কিন্তু সেটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে চলবে না৷ ড. কলিমুল্লাহ মনে করেন, ড. ইউনূস তাঁর নৈতিক জায়গা থেকে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারে পক্ষে অবস্থান নিয়েছেন৷ মুক্ত চিন্তার মানুষের অবস্থান যে কারুর পক্ষে বা বিপক্ষে যেতেই পারে৷ তাই বলে তাঁরা স্বাধীন মত প্রকাশে বিরত থাকেন না৷ ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে সঠিক কাজই করেছেন বলে মনে করেন তিনি৷
ড. ইউনূসের এই অবস্থান রাজনৈতিক না হলেও সাধারণ মানুষের ওপর তো এর প্রতিক্রিয়া আছে? এমন প্রশ্নের জবাবে ড. কলিমুল্লাহ বলেন, প্রতিক্রিয়া থাকাই স্বাভাবিক৷ তিনি দেশের শান্তি বজায় রাখার স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার কথা বলেছেন৷ সাধারণ মানুষ নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন৷ তাঁরা তাঁর অবস্থানকে যৌক্তিক মনে করলে, সেটাই চাইবেন৷ মনে রাখতে হবে দেশটা সবার৷ আর দেশের কল্যাণে চিন্তা করা এবং মতামত দেয়া অধিকার সবারই আছে৷ এটা নিয়ে কোনো রাজনৈতিক দল কি ভাবল – তা বিবেচনার তেমন প্রয়োজন নেই৷