1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্দলীয় সরকার

১২ মার্চ ২০১২

বাংলাদেশে রাজনৈতিক সংঘাত এড়াতে নির্বাচনের সময়ের সরকার ব্যবস্থা নিয়ে এখনই আলোচনা শুরু করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ তিনি বলেন আলোচনা শুরু করতে দেরি হলে সংঘাত বাড়বে৷

Supporters of the main opposition Bangladesh Nationalist Party (BNP) and its alliance gather in front of their party office during a rally before a mass procession in Dhaka January 30, 2012. The BNP and its alliance rescheduled its mass procession demanding the restoration of the caretaker government system after police banned rallies and processions in the capital and four other cities on Saturday amid fears of violent clashes between the rival parties, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS)
Bangladesch BNP Demonstrationছবি: Reuters

আজ ঢাকায় প্রধান বিরোধী দলের মহাসমাবেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে৷ এই মহাসমাবেশে বিরোধী দল সারাদেশ থেকে ঢাকায় লোক সমাগমের ঘোষণা দিয়েছে আগে থেকেই৷ বিপরীতে সরকার নাশকতার আশঙ্কায় নিয়েছে ব্যবস্থা৷ আর সরকারেরও আছে একাধিক কর্মসূচি৷ ফলে সরকারি ও বিরোধী দল মুখোমুখি অবস্থানে৷ যা শক্তি দেখানোর মহড়ায় পরিণত হয়েছে৷ এই পরিস্থিতিকে দেশের গণতন্ত্রের জন্য অশুভ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ তিনি ডিডাব্লিউ’কে জানান, এখনই নির্বাচনের জন্য নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা উচিত৷ আর এনিয়ে একাধিক ফর্মূলা আসতে পারে৷ কিন্তু এই আলোচনা শুরু না করলে সঙ্কট আরো ঘনীভূত হবে৷ রাজনৈতিক সংঘাত আরো বাড়বে৷

ড. ইমতিয়াজ বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে বিরোধী দলের দাবির প্রতি সরকার যদি একমত হয় তাহলে আলোচনা তারাই শুরু করতে পারেন৷ কারণ সরকারি দল ছাড়া তা সংসদে পাশ হবেনা৷ তখন দেখার বিষয় হবে বিরোধী দল সরকারের উদ্যোগে কতটা সাড়া দেয়৷ আর এই আলোচনার শুরুটা সংসদে বা সংসদের বাইরেও হতে পারে৷

তিনি বলেন, সংসদ ছেড়ে সাংবিধানিক সমস্যার সমাধান যেমন রাজপথে সম্ভব নয়, তেমনি বিরোধী দলকে রাজপথে ঠেলে দেয়ার কোন কারণও তৈরি করা উচিত নয়৷ তার মতে মিছিল সমাবেশ রাজনৈতিক অধিকার৷ সেই অধিকার থেকে যেমন কোন রাজনৈতিক দলকে বঞ্চিত করা যাবেনা৷ আবার মিছিল সমাবেশ যারা করবেন তাদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ