1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলার ষড়যন্ত্র

১৮ সেপ্টেম্বর ২০১৪

বৃহস্পতিবার ভোরে সিডনি ও ব্রিসবেনে অভিযান চালিয়ে ঠিক ঐ ধরনের একটি সন্ত্রাসী আক্রমণ রোধ করা সম্ভব হয়েছে, বলে অস্ট্রেলীয় পুলিশ দাবি করেছে৷ অভিযানে ১৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷

ছবি: AFP/Getty Images/S. Khan

৮০০-র বেশি পুলিশ কর্মী ও কর্মকর্তা ২৫টি তল্লাশি পরোয়ানা নিয়ে সিডনি এবং ব্রিসবেনের বহু বাড়ি ও ফ্ল্যাটে হানা দেন৷ অভিযানে একটি বন্দুক ও একটি তরোয়াল বাজেয়াপ্ত করা হয়৷ ওমরজান আজারি নামধারী এক ২২ বছরের যুবককে সন্ত্রাসবাদ সংক্রান্ত গুরুতর অপরাধের দায়ে সিডনির একটি আদালতে হাজির করা হয়৷ আদালত আজারিকে রিম্যান্ডে দিয়েছেন৷

পুলিশ জানায় যে, আজারির উপরে নির্দেশ ছিল, অস্ট্রেলিয়ায় কোনো নির্দোষ পথচারীর শিরশ্ছেদ করে, সেই ভিডিও মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের কাছে পাঠানোর৷ নির্দেশটা দৃশ্যত এসেছিল ইসলামিক স্টেট (আইএস বা আইসিস) জঙ্গি গোষ্ঠীর সর্বোচ্চ অস্ট্রেলীয় সদস্যের কাছ থেকে৷ এই মহম্মদ আলি বারিয়ালেই আগে সিডনি-র বার-ডিস্কোথেকে বাউন্সারের কাজ করত, এবং সে অভিনয়ও করে থাকে; যুগপৎ সে ইসলামিক স্টেটের হয়ে অস্ট্রেলিয়ায় যোদ্ধা সংগ্রহ করত৷ দু'দিন আগে তার একটি টেলিফোন কল থেকে সম্ভাব্য সন্ত্রাসের খবর পায় অস্ট্রেলীয় পুলিশ: যে সন্ত্রাস অস্ট্রেলীয় সমাজকে ‘‘বিস্মিত, বিমূঢ় ও আতঙ্কিত'' করত, বলে জানিয়েছে এবিসি বা অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন৷

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট ইরাকেও সৈন্য পাঠিয়েছেনছবি: Reuters/Australian Defence Force

পুলিশ স্বয়ং সম্ভাব্য সন্ত্রাসের খুঁটিনাটি ব্যক্ত না করলেও, এবিসি সংস্থা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সূত্রে যা জানিয়েছে, তা থেকে স্পষ্ট যে, আজারি ও তার দলবলের প্রতি নির্দেশ ছিল, সাধারণ জনতার কাউকে ধরে প্রকাশ্য রাজপথে তার মুণ্ডচ্ছেদ করে, সেই ভিডিও ইসলামিক স্টেটের কাছে পাঠানো৷ এই বিভীষণ হত্যাকাণ্ড সম্ভবত ঘটত সিডনি কিংবা মেলবোর্নে৷ নিউ সাউথ ওয়েলস-এর পুলিশ কমিশনার অ্যান্ড্রু সিপিওনে রিপোর্টারদের বলেন যে, পুলিশি অভিযানের ফলে একটি ‘‘আসন্ন সন্ত্রাসী আক্রমণ'' রোধ করা সম্ভব হয়েছে৷ অ্যাক্টিং পুলিশ কমিশনার অ্যান্ড্রু কলভিন জানিয়েছেন, সাধারণ জনতার উপর ‘‘নির্বিচার আক্রমণের'' পরিকল্পনা ছিল৷ অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী টোনি অ্যাবট সরাসরি ‘‘ডেমনস্ট্রেশন কিলিং'' বা ‘‘প্রকাশ্য হত্যাকাণ্ডের'' কথা বলেছেন৷

অ্যাবটকে দৃশ্যত বারিয়ালেই-এর ফোন কল সম্পর্কে জানানো হয়েছিল৷ ‘‘এটা শুধু সন্দেহ নয়, এটা একটা পরিকল্পনা ছিল,'' বলেছেন অ্যাবট – যে কারণে পুলিস ও নিরাপত্তা বিভাগ পদক্ষেপ নিতে বাধ্য হয়৷ ‘‘আমি বলতে দুঃখিত যে, এই লোকগুলো আমরা যা করছি, সে জন্য আমাদের বিরোধী নয়৷ আমরা যা, এবং আমরা যেভাবে বাঁচি, সেটাই তাদের চক্ষুশূল,'' যোগ করেছেন অ্যাবট৷ বর্তমানে প্রায় ৬০ জন অস্ট্রেলীয় আইএস-এর জিহাদিদের পাশাপাশি সক্রিয়, বলে অস্ট্রেলিয়া সরকারের খবর৷ আরো প্রায় একশো অস্ট্রেলীয় স্বদেশে থেকেই আইসিস-এর প্রতি সমর্থন জানাচ্ছে ও সর্বপ্রকারে সাহায্য করার চেষ্টা করছে৷

এসি/এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ