1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাক ছবি নিয়ে গোল্ডেন গ্লোবে শোরগোল

১৫ জানুয়ারি ২০১২

বহু বছর পর চলচ্চিত্র জগতে সাড়া ফেলতে যাচ্ছে সাইলেন্ট ফিল্ম অর্থাৎ নির্বাক ছবি৷ গোল্ডেন গ্লোবের আসরে এবার নির্বাক ছবি ‘দ্য আর্টিস্ট’ সবচেয়ে বেশি শোরগোল তুলেছে৷

গোল্ডেন গ্লোবছবি: picture-alliance/ dpa

অথচ ফরাসি চলচ্চিত্র নির্মাতা মিশেল আসানাবিসিউস পরিচালিত ছবিটির বাজেট ছিল মাত্র ১২ মিলিয়ন ইউরো৷ এই সামান্য বাজেট নিয়ে তাকে লড়তে হচ্ছে ১৭০ মিলিয়ন ইউরো বাজেটের মার্টিন স্করসিসের পরিচালিত ‘হুগো' ছবির সঙ্গে৷ একই তালিকায় রয়েছে জর্জ ক্লুনির পরিচালিত দ্য ইডেস অব মার্চ, স্টিভেন স্পিলবার্গের তৈরি ‘ওয়ার হর্স' এর মত বিশাল বাজেটের ছবি৷ তবে এখন পর্যন্ত পাল্লা ভারী স্বল্প বাজেটের এই ‘দ্য আর্টিস্ট' এর দিকেই৷ গত নভেম্বরে এটি নিউ ইয়র্ক চলচ্চিত্র সমালোচক মণ্ডলীর কাছে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে৷ ডিরেক্টর গিল্ড অব অ্যামেরিকার কাছ থেকেও বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি৷

সাদা কালো ছবি ‘দ্য আর্টিস্ট' তৈরি করা হয়েছে সেই নির্বাক যুগের প্রতি শ্রদ্ধা জানিয়েই, যাতে তুলে ধরা হয়েছে তখনকার এক আর্টিস্ট বা শিল্পীর জীবনের কাহিনী৷ সবাক ছবির আগমনে বিপর্যস্ত হয়ে পড়ে নির্বাক ছবির অভিনেতা জর্জ ভ্যালেন্টিনের ক্যারিয়ার, ছবির মূল ঘটনা এই৷ এতে জর্জ ভ্যালেন্টিনের নাম ভূমিকায় অভিনয় করেছেন জঁ দুজার্দা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ