1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জটিলতার অবসান চাই’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ নভেম্বর ২০১২

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল সমঝোতায় আসতে না পারলে দেশ আবারো বড় ধরণের সংকটের মুখে পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

বুধবার ঢাকার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া৷ তাঁদের দেখা হলেও কথা হয়নি৷ তবে স্পিকার আব্দুল হামিদ কথা বলেছেন খালেদা জিয়ার সঙ্গে৷ তিনি খালেদা জিয়াকে সংসদে এসে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কথা বলার অনুরোধ করেছেন৷ খালেদা তাঁর আহ্বান ভেবে দেখার কথা বলেন৷ কিন্তু বিশ্লেষকরা মনে করেন, সংসদ কার্যকর হওয়া জরুরি৷ তবে নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে৷ তা হতে পারে সংসদে বা সংসদের বাইরে৷ যেমন ডয়চে ভেলেকে বললেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. পিয়াস করিম৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া (ডানে)ছবি: AP/DW

আরেকজন বিশ্লেষক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, এই পরিস্থিতির অবসান না ঘটলে দেশ এক কঠিন সংকটের মুখে পড়তে পারে৷ আসতে পারে অগণতান্ত্রিক সরকার৷ তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সমঝোতায় আসতে সব পক্ষকেই ছাড় দিতে হবে৷ অনড় অবস্থানে থাকলে চলবেনা৷ অধ্যাপক পিয়াস করিম বলেন, সব পক্ষকে ছাড় দিতে হবে সত্য৷ তবে সরকারকেই উদ্যোগী হতে হবে৷

এই দু'জন বিশ্লেষকই মনে করেন নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে জটিলতার অবসান ঘটানোর উদ্যোগ এখনই নিতে হবে৷ কারণ নির্বাচনের খুব বেশি দেরি নাই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ