1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন খালেদা জিয়া

হারুন উর রশিদ স্বপন১৩ ডিসেম্বর ২০০৮

আগামী ২৯শে ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছে বিএনপি৷ এতে দ্রব্যমূল্য কমানো, দারিদ্র দুর করা, দুর্নীতির বিরুদ্ধে অভিযান এবং শিক্ষা ও কৃষিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে৷

এবার খালেদার অন্যতম প্রতিশ্রুতি দুর্নীতি কমানোছবি: AP

শুক্রবার স্থানীয় একটি হোটেলে বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ তিনি জানান, কৃষি উৎপাদন বাড়িয়ে এবং দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষ যাতে দু বেলা খেতে পারে সে ব্যবস্থা নেবে বিএনপি৷ তিনি এজন্য কৃষিতে প্রয়োজনীয় ভর্তুকি দেয়া হবে৷
বিএনপি ক্ষমতায় গেলে ৩০ দিনের মধ্যে মন্ত্রী এমপিদের সম্পদের হিসেব প্রকাশ করবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়া৷ তিনি বলেন, সমাজের সকল স্তরে সব শ্রেণীর দুর্নীতির বিস্তার ঘটেছে৷ বাংলাদেশের উন্নতির অন্যতম বাধা এই দুর্নীতির অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে আমরা দুর্নীতি দমন ও দুর্নীতির উৎসমুখ বন্ধের উদ্যোগ নিয়েছি৷ দুর্নীতি দমন কমিশনকে সংবিধান অনুযায়ী আরও কার্যকর করার কথাও জানিয়েছেন বেগম খালেদা জিয়া৷
দেশ বাঁচাও মানুষ বাঁচাও এ স্লোগানকে ধারণ করে এবারের ইশতেহারে দেশের প্রত্যেকটি পরিবারে কমপক্ষে একজনকে কাজ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে৷ খালেদা জিয়া জানিয়েছেন ক্ষমতায় যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংসদকে আরও কার্যকর করা হবে৷ এদিকে ইশতেহার ঘোষণার পরপরই খালেদা জিয়া রাজধানী ঢাকায় গণসংযোগ শুরু করেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ