নির্বাচনী বন্ড নিয়ে নানান তথ্য সামনে আসছে। স্টেট ব্যাংককে পুরো তথ্য দেয়ার জন্য নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট।
বিজ্ঞাপন
যত দিন যাচ্ছে, ততই নির্বাচনী বন্ড নিয়ে নানান চমকপ্রদ ত্য সামনে আসছে। বিজেপি এ পর্যন্ত বন্ড থেকে ছয় হাজার ৯৮৬ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে। তৃণমূল পেয়েছে এক হাজার ৩৯৭ কোটি টাকা। কংগ্রেস এক হাজার ৩৩৪ কোটি ৩৫ লাখ টাকা। আর ডিএমকে পেয়েছে ৬৫৬ কোটি ৫০ লাখ টাকা।
একমাত্র ডিএমকে জানিয়েছে, তারা কার কাছ থেকে কত টাকা পেয়েছে। ৬৫৬ কোটির মধ্যে তারা ৫০৯ কোটি টাকা পেয়েছে লটারি কিং বলে পরিচিত স্যান্টিয়াগো মার্টিনের ফিউচার গেমিং সংস্থার কাছ থেকে। তাছাড়া সান টিভির কাছ থেকে একশ কোটি, মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের কাছ থেকে ১০৫ কোটি ও ইন্ডিয়া সিমেন্টের কাছ থেকে তারা ১৪ কোটি পেয়েছে।
কিন্তু অন্য কোনো দল জানায়নি, তারা কার কাছ থেকে টাকা পেয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এই তথ্য দেয়নি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নির্বাচনী বন্ডের ইউনিক নম্বর তারা জানায়নি। এই ইউনিক নম্বর থেকেই জানা যাবে কোন দল কোন সংস্থার কাছ থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা পেয়েছে।
সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে স্টেট ব্যাংক যেন ইউনিক নম্বর-সহ বাকি সব তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেয় এবং কমিশনও যেন অবিলম্বে সেই তথ্য প্রকাশ করে। পাঁচ বিচারপতির বেঞ্চের নির্দেশ, প্রতিটি নির্বাচনী বন্ডের সিরিয়াল নম্বর দিতে হবে। কোন সংস্থা কোন দলকে কত টাকা দিয়েছে তার হিসাব দিতে হবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, কোনো তথ্য যেন গোপন না থাকে।
ডিএমকে যা বললো
তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে বলেছে, তারা স্বচ্ছ্বতার সঙ্গে সব নাম প্রকাশ করে দিয়েছে। আর যারা নির্বাচনী বন্ডের মাধ্যমে তাদের অর্থ দিয়েছেন, তাদের কোনোরকম সুবিধা দেয়া হয়নি।
লোকসভা ২০২৪: প্রচারে কী ধরনের চমক আনলেন নরেন্দ্র মোদী?
লোকসভা নির্বাচনের প্রচার কৌশল বদল করেছেন নরেন্দ্র মোদী। তিনি এখন মোদী-পরিবার, মোদী-গ্যারান্টির কথা বলছেন।
ছবি: Subrata Goswami/DW
নতুন কৌশল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পুরোদমে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন। প্রায় প্রতিদিনই তিনি হয় জনসভা করছেন অথবা সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন মোদী। আর তিনি এবার প্রচারে নিয়ে এসেছেন নতুন বিষয়। নতুন কৌশল।
ছবি: Subrata Goswami/DW
মোদীর গ্যারান্টি
কিছুদিন হলো মোদীর গ্যারান্টি নিয়ে ভরপুর প্রচার চলছে। এই গ্যারান্টি কি? গরিবদের আরো পাঁচ বছর বিনা পয়সায় সরকারি রেশন, পাঁচ লাখ পর্যন্ত স্বাস্থ্য বিমা, কম দামে গ্যাসের সিলিন্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনা পয়সায় বাড়ি, নারী স্বনিযুক্ত গোষ্ঠীকে ১৫ হাজার টাকা, বয়স্কদের পেনশন, লাখপতি দিদির মতো একগুচ্ছ প্রকল্পই হলো মোদীর গ্যারান্টি।
ছবি: Subrata Goswami/DW
সরকারি প্রকল্প
এ সবই সরকারি প্রকল্প। রেডিও, টিভি, ডিজিটাল প্ল্যাটফর্ম, খবরের কাগজ, পত্রিকা, পেট্রোল পাম্প সব জায়গাতে এর ভরপুর প্রচার চলছে। এই বিজ্ঞাপন কৌশল দিয়ে সাধারণ মানুষের মন জয় করতে চাইছেন মোদী। আগেরবার বলা হয়েছিল, 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'। এবার বলা হচ্ছে, 'মোদী কা গ্যারান্টি হ্যায়'।
ছবি: Subrata Goswami/DW
মোদী-পরিবার
পশ্চিমবঙ্গে এসে মোদী এই প্রচার শুরু করেছেন। মোদী-পরিবারের প্রচার। বারাসতের সভায় তিনি বলেছেন, তরুণ বয়সে শুধু একটা ঝোলা নিয়ে তিনি গহত্যাগ করেন। দেশের বিভিন্ন জায়গায় যান। সেখানকার ভাষা জানতেন না। পকেটে পয়সা নেই। কিন্তু কোনো না কোনো পরিবার তাকে ঠিক খাবার দিয়েছে । মোদীর ঘোষণা, ভারতীয়রা সকলেই মোদীর পরিবার।
ছবি: Subrata Goswami/DW
মোদীর স্লোগান
জনসভায় মোদী বলতে থাকেন, 'আমি'। সামনে বসা মানুষ জবাব দেন 'মোদীর পরিবার'। এটাই মোদী তথা বিজেপি-র নতুন স্লোগান। বিজেপি বলছে, এটাই তাদের তুরুপের তাস হয়ে উঠতে চলেছে। জনতার সঙ্গে মোদীর একাত্মতার মোকাবিলা বিরোধীরা করতে পারবে না বলে বিজেপি নেতাদের দাবি।
ছবি: Subrata Goswami/DW
মোদীর নারীশক্তি
আরো বেশি করে নারীদের ভোট পেতে উদ্যোগী হয়েছেন মোদী। সংসদে ও বিধানসভায় নারীদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিল পাস হয়েছে। সেই ব্যবস্থা কার্যকর হবে ২০২৯ থেকে। মোদী গরিব মেয়েদের প্রশিক্ষণের জন্য বিশ্বকর্মা যোজনা, ছোট ব্যবসা করার জন্য স্বনিধি যোজনার কথা বলছেন। লাখপতি দিদি নিয়ে প্রচার চলছে। মেয়েদের বিনা সুদে পাঁচ লাখ টাকা ঋণ দেয়া হচ্ছে, যাতে তারা বছরে এক লাখ টাকা রোজগার করতে পারেন।
ছবি: Subrata Goswami/DW
নতুন ভোটারদের প্রভাবিত করতে
কিছুদিন আগেই বিজেপি নেতা ও কর্মীদের মোদী নির্দেশ দিয়েছিলেন, এবার ১৮ বছর বয়সি যারা নতুন ভোটার হয়েছেন, তাদের সকলের কাছে পৌঁছাতে হবে। মোদী এবার প্রচারে যুব ও প্রথমবারের ভোটদাতাদের মন পেতে তাদের জন্য তিনি কী করেছেন, তা বিস্তারিতভাবে বলবেন।
ছবি: Subrata Goswami/DW
ধারণা তৈরির খেলা
এবার মোদীর আরেকটি স্লোগান হলো, আব কি বার, চারশ পার। অর্থাৎ, এবার চারশ পার করে যাবে এনডিএ। বিজেপি পাবে অন্তত ৩৭০টি আসন। এবার এনডিএ-র পরিধি বাড়ানো হয়েছে। চন্দ্রবাবু নাইডু আবার এনডিএ-তে ফিরেছেন। বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়েকের সঙ্গে জোট বেঁধে লড়াই করা নিয়ে বিজেপি-র আলোচনা অনেকদূর এগিয়েছে। মোদী একটা ধারণা তৈরি করতে চাইছেন, তিনি জিতবেনই।
ছবি: Subrata Goswami/DW
মতুয়াদের সিএএ-উপহার
পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদহ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ আছেন। তারা সাবেক পূর্ব পাকিস্তান ও বর্তমানে বাংলাদেশ থেকে আসা নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ। বনগাঁও-সহ তিনটি লোকসভা কেন্দ্রে তারাই ভোটের ফল নির্ধারণ করেন। তাদের ভোটাধিকার থাকলেও আনুষ্ঠানিকভাবে নাগরিক স্বীকৃতি নেই। সিএএ চালু করে তাদের নাগরিক হওয়ার পথ সুগম করা হলো বলে বিজেপি প্রচারে নেমে গেছে।
ছবি: Subrata Goswami/DW
কেন বারবার পশ্চিমবঙ্গে?
পশ্চিমবঙ্গে গত দুই সপ্তাহে তিনবার এসেছেন মোদী। জনসভা করেছেন আরামবাগ, বারাসত, শিলিগুড়িতে। মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেছেন। পড়ুয়াদের সঙ্গে নিয়ে মেট্রো সফর করেছেন। সন্দেশখালির নারীদের সঙ্গে কথা বলেছেন। গতবার ১৮টি আসনে জিতেছিল বিজেপি। এবার সেই সংখ্যা ধরে রেখে একটা হলেও আসন বাড়াতে চায় তারা। তাই এত ঘনঘন মোদীর পশ্চিমবঙ্গ সফর।
ছবি: Subrata Goswami/DW
নতুন মুখ নিয়ে আসা
মোদীর নির্বাচনী কৌশলের একটা অঙ্গ হলো, নতুনদের প্রার্থী করা। পুরনোদের মধ্যে যাদের জয় নিয়ে তিলমাত্র সন্দেহ আছে, তাদের বাদ দিয়ে দেয়া। এবারো সেই পথে হেঁটেছেন মোদী। দিল্লিতে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। চারটিতে নতুন প্রার্থীকে সুযোগ দেয়া হয়েছে।
ছবি: Subrata Goswami/DW
11 ছবি1 | 11
এর আগে এআইএডিএমকে নেতা পালানিস্বামী অভিযোগ করেছিলেন, ডিএমকে সরকার অত্যন্ত দুর্বল অনলাইন গেমিং আইন চালু করেছে। তার কারণ, তারা লটারি কিংয়ের কাছ থেকে প্রচুর টাকা পেয়েছে।
ডিএমকে নেতা টি আর বালু বলেছেন, ''স্টালিন সরকার অনেক চেষ্টা করে অনলাইন গেমিংয়ের বিরুদ্ধে আইন করেছে। তারা গেমিং কোম্পানিকে কোনো ছাড় দেয়নি। রাজ্যপাল বরং তার সম্মতি দিতে দেরি করেছেন। তিনি অনলাইন গেমিং কোম্পানির প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেছিলেন।''
বাসলুর দাবি, ''ইডি যে ৩০টি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, তার মধ্যে ১৪টি সংস্থা বিজেপি-কে প্রচুর পরিমাণ অর্থ দিয়েছে। এআইএডিএমকে নেতা তো তার বিরুদ্ধে একটা কথাও বলছেন না।''
বায়োকন চেয়ারম্যান যা বললেন
বায়োকনের চিফ এক্সিকিউটিভ কিরণ মজুমদার শ সোমবার বলেছেন, তার সংস্থা কোনো রাজনৈতিক দলকে নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা দেয়নি। তবে তিনি নিজে ব্যক্তিগতভাবে বন্ড কিনে অনেকগুলি রাজনৈতিক দলকে দিয়েছেন। তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়ার দলও আছে। তিনি সাদা টাকা থেকে কিছু অর্থ রাজনৈতিক দলগুলিকে দিয়েছেন মাত্র।
অভিযোগ উঠেছিল, তিনি কর্ণাটক নির্বাচনের আগে প্রতি মাসে পাঁচ কোটি টাকা করে দেবগৌড়ার দলকে দিয়েছেন। কিন্তু কিরণ বলেছেন, ''অংকটা ঠিক করুন।'' তারপর একজন মাইক্রোব্লগার বলেছেন, ''মোট অংকটা হলো ছয় কোটি।'' কিরণ বলেছেন, ''আমি সবসময় স্বচ্ছ্বতায় বিশ্বাস করি। আপনি যা দেখছেন, তা ঠিক।''
নীতিন গড়করির বক্তব্য
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এনডিটিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, ''এটা ঠিক, নির্বাচনে টাকা লাগে। প্রতিটি দলেরই টাকার দরকার হয়। এই বন্ড এই জন্য করা হয়েছিল, যাতে প্রতিটি দল বন্ডের মাধ্যমে টাকা পায়।''
গড়করির মতে, ''এই বন্ড নিষিদ্ধ হওয়ার পরেও ভারতের রাজনৈতিক দলগুলির কাছে টাকা আসবে। তবে তা কালো টাকা।''