1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুরিভুরি প্রতিশ্রুতি দিচ্ছে ম্যার্কেলের দল

২২ জুন ২০২১

সোমবার ইশতাহার প্রকাশ করে জার্মানির সিডিইউ ও সিএসইউ দল স্থিতিশীলতা ও আধুনিকীকরণের অঙ্গীকার করেছে৷ ম্যার্কেল-পরবর্তী সময়েও সরকারের নেতৃত্ব দিতে চায় এই শিবির৷

Deutschland | Klausurtagung CDU und CSU | Söder und Laschet
ছবি: Odd Andersen/AP Photo/picture alliance

সবে করোনা সংকট কেটে যাবার লক্ষণ দেখা যাচ্ছে, যদিও বিপদের আশঙ্কা পুরোপুরি দূর হয়নি৷ প্রায় ১৬ মাস পর জার্মানির মানুষ আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবার তোড়জোড় করছেন৷ অনেকে পেশা জীবনে ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছেন৷ এদিকে সাধারণ নির্বাচনের আর ১০০ দিনও বাকি নেই৷ এমন প্রেক্ষাপটে কার্যত সবার শেষে ইশতাহার প্রকাশ করলো জার্মানির সিডিইউ ও সিএসইউ দলের ইউনিয়ন শিবির৷ চ্যান্সেলর হিসেবে আঙ্গেলা ম্যার্কেলের দীর্ঘ প্রায় ১৬ বছরের কার্যকালের পরেও ক্ষমতায় টিকে থাকতে ভোটারদের কাছে ‘আকর্ষণীয়' কর্মসূচি পেশ করলো জার্মানির এই রাজনৈতিক শক্তি৷

নির্বাচনের পর আগামী জোট সরকারেরও নেতৃত্ব দিতে পারলে ইউনিয়ন শিবির একগুচ্ছ প্রতিশ্রুতি দিচ্ছে৷ করোনা সংকটের পর দেশকে আরও আধুনিক করে তোলার অঙ্গীকারের পাশাপাশি প্রায় সব ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে চায় ম্যার্কেলের উত্তরসূরীরা৷ কর না বাড়িয়ে এবং জার্মানির মানুষের অভ্যাসে কোনো রাতারাতি পরিবর্তন না করেও পরিবেশসহ অনেক ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷ অন্য কিছু দল পরিবর্তনের ব্যয়ভার সামলাতে প্রত্যক্ষ বা পরোক্ষ করের বোঝা কিছুটা বাড়ানোর প্রস্তাব রাখলেও ইউনিয়ন শিবির এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে৷ 

সোমবার শিবিরের চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট ও বাভেরিয়ার মুখ্যমন্ত্রী ও সিএসইউ দলের নেতা মার্কুস স্যোডার ১৩৯ পাতার যৌথ ইশতাহার প্রকাশ করেন, যার শিরোনাম ‘স্থিতিশীলতা ও নবায়নের কর্মসূচি – এক আধুনিক জার্মানির লক্ষ্যে যৌথ প্রয়াস৷ লাশেট বলেন, জলবায়ু সংরক্ষণের লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগের পাশাপাশি অর্থনৈতিক শক্তি ও সামাজিক নিরাপত্তা বজায় রাখবে ইউনিয়ন শিবিরের দলগুলি৷ ক্ষমতায় এলে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করে বাড়তি রাজস্ব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি রূপায়নের অঙ্গীকার করেন তিনি৷ কমপক্ষে এক দশক ধরে আধুনিকীকরন কর্মসূচির প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন৷ বিদায়ী চ্যান্সেলর ম্যার্কেলও এই ইশতাহারকে স্বাগত জানিয়েছেন৷ তার মতে, মহামারির কারণে জার্মানিকে গভীর পরিবর্তনের মুখোমুখি হতে হয়েছে৷ তাই তার শিবিরের যুগান্তকারী পরিবর্তনের অঙ্গীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

জার্মানির অন্যান্য দলগুলি ইউনিয়ন শিবিরের ইশতাহারের সমালোচনা করেছে৷ অনেকের মতে, সবার মন জয় করতে সব রকম প্রতিশ্রুতি দিয়ে আসলে ভোটারদের ভাওতা দিতে চাইছে রক্ষণশীল শিবির৷ ম্যার্কেলেরই পঞ্চম কার্যকালের আভাস দেখছেন কিছু সমালোচক৷

জনমত সমীক্ষায় লাশেটের নেতৃত্বে ইউনিয়ন শিবির যথেষ্ট এগিয়ে রয়েছে৷ ২৮ শতাংশ সমর্থন নিয়ে সবুজ দলের তুলনায় আট শতাংশ বেশি সমর্থন পাচ্ছে সিডিইউ ও সিএসইউ৷ একাধিক বিতর্ক ও বেফাঁস মন্তব্যের কারণে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন সবুজ দলের চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারবক৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ