1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনের একদিন আগেও বিক্ষোভ অব্যাহত মিশরে

২৭ নভেম্বর ২০১১

আর মাত্র একদিন, এরপরই মিশরে নির্বাচন হতে যাচ্ছে৷ কিন্তু সামরিক পরিষদের বিদায়ের দাবিতে কায়রোতে বিক্ষোভ থামছে না৷ অন্যদিকে নির্বাচনের পর সামরিক প্রশাসনের অধীনে নতুন সংসদের কর্তৃত্ব কতটুকু হবে তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে৷

)
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত এক বিক্ষোভকারীকে সরিয়ে নিয়ে যাচ্ছে অন্যরাছবি: dapd

সব মিলিয়ে মিশরের পরিস্থিতি এখন বেশ ঘোলাটে৷ সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিদায়ের পর ফিল্ড মার্শাল মোহাম্মাদ হুসেইন তানতাউয়ি এখন দেশটির কর্তৃত্ব ধরে রেখেছেন৷ কিন্তু মিশরের জনগণ আর সামরিক কর্মকর্তাদের ক্ষমতায় দেখতে চায় না৷ তাই এই মাসের মধ্যভাগ থেকে আবারও শুরু হয় ব্যপক বিক্ষোভ৷ এই বিক্ষোভ দমাতে সামরিক প্রশাসন স্বভাবগতভাবে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে৷ ফলে ৪২ জন মানুষের প্রাণহানি ঘটে৷ আন্তর্জাতিক মনোভার টের পেয়ে কিছুটা নরম হয়েছে ফিল্ড মার্শাল তানতাউয়ির নেতৃত্বাধীন সামরিক পরিষদ৷ তবে কায়রোর তাহরির চত্বরে এখনও হাজার হাজার মানুষের বিক্ষোভ চলছে৷

তাহরির স্কোয়্যারে সেনা শাসক তানতাওয়ি বিরোধী বিক্ষোভছবি: dapd

তবে এইসব বিক্ষোভরত মানুষ ঠিক বুঝতে পারছে না তারা আসলে কী চায়৷ অনেক বিক্ষোভকারী বলছেন, নবনিযুক্ত প্রধানমন্ত্রী কামাল গানজুরিকে পদত্যাগ করতে হবে৷ তবে তাঁর পরিবর্তে তারা কাকে চায় সেটাও তারা বলতে পারছে না৷ অনেকের অভিযোগ, এই গানজুরি সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের আমলে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন৷ তাই তাঁকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না তারা৷ অনেকে আবার নোবেল বিজয়ী এল বারাদেইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়৷ এই নিয়েও মিশরের রাজনৈতিক দলগুলোর কোন মতৈক্য নেই৷ তবে একটি বিষয় নিশ্চিত, বিক্ষোভকারীরা সামরিক প্রশাসনের কবল থেকে মুক্তি চাইছে৷ তারা চাইছে নতুন কোন কার্যকর বেসামরিক প্রশাসন মিশরের ক্ষমতায় আসুক৷

এদিকে এই অবস্থাতে আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রাক্তন প্রধান এল বারাদেই জানিয়েছেন, তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে রাজি রয়েছেন৷ এবং এজন্য তিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়াবেন৷ তাঁর এই আশ্বাস সামরিক পরিষদকে একটি সুযোগ এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে৷

এদিকে সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদের সদস্য মাহমুদ শাহিন জানিয়েছেন, আগামী নির্বাচনের পর যে সংসদই আসুক না কেন, সরকারের ওপর তার কোন ক্ষমতা থাকবে না৷ তার এই বক্তব্যের পর নির্বাচন নিয়ে নতুন করে সংশয় জেগেছে৷ নির্বাচনে ইসলামপন্থী ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি জয়ী হতে পারে বলে মনে করা হচ্ছে৷ তাদের মুখপাত্র মাহমুদ গোজলান দাবি করেছেন, নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন তার সঙ্গে সরকারকে সহযোগিতা করতে হবে৷

এদিকে মিশরের সামরিক পরিষদকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স৷ ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রী ক্লদ গিও বলেছেন, ‘‘আমি মনে করি মিশরের কর্তৃপক্ষ আইন শৃংখলা পরিস্থিতি রক্ষা করবে এবং সময় হয়েছে বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার৷''

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ