শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়েছে৷ ভোটারদের আগ্রহ নেই, অনিয়মের শেষ নেই, কারো কারো ক্ষেত্রে নিজের ভোট নিজে দেওয়ার উপায় নেই, তবুও ভোট৷
বিজ্ঞাপন
আর কিছুক্ষণ পরেই দুইজন নতুন মেয়র৷ হারু পার্টির কিছু উতোর চাপান৷ তারপর আবার নতুন ইস্যু৷ আর কিছু না থাকলে করোনা ভাইরাস তো থাকলোই!
একজন সিনিয়র সাংবাদিক আমার কাছে জানতে চাইলেন, ভোট নিতে যদি এতসব খুচরা অনিয়মই করা হবে তবে এত টাকা খরচ করে নির্বাচনের দরকার কী?
সামাজিক ও গণমাধ্যমে দেখতে পাচ্ছি ভোট দেওয়ার সময় সরকারি দলের লোক পাশে পাশে থেকেছেন, কোনো কোনো ক্ষেত্রে ভোটটিও দিয়ে দিচ্ছেন৷ দেখছি ভোটকেন্দ্র খালি, দেখছি স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারের আঙুলের ছাপ মিলছে না৷ আমার মনেও প্রশ্ন উঠছে, তবে নির্বাচন কোন দরকার?
গতকাল একজন সহকর্মী ঠাট্টা করছিলেন, মানে ঠাট্টা তার অরিজিনাল নয়৷ কে একজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিনয় দেখে তিনি মুগ্ধ৷ এই যে এত কষ্ট করে ভোট চাইছেন, চা বানিয়ে দিচ্ছেন৷
ঢাকাবাসী একটা নির্ভেজাল ছুটি কাটাচ্ছেন বলেই মনে হচ্ছে৷ ভোট কেন্দ্রগুলো ফাঁকা ফাঁকা৷ একজন আসছেন তো ২০ জন ঘরে বসে টিভি দেখছেন৷ নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল বলেছেন, ইয়াং জেনারেশন দেরিতে ঘুম থেকে উঠে বলে ভোটকেন্দ্রে মানুষ নাই! কী অসাধারণ বিশ্লেষণ৷ সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা তাকে চিনে রাখবেন, আশা রাখি৷
অনেকে আবার সজীব ওয়াজেদ জয়ের জরিপ নিয়েও কথা বলেছেন৷ আমি নিজেই বলেছি, ওনার ভোটের জরিপ সব সময়ই বলা উচিত গত কয়েক বছরে পুরোপুরি মিলে যায়! এবারও নিশ্চয়ই মিলবে৷ আমরা মিথ্যা তাই বলে জরিপ তো আর মিথ্যা হতে পারে না৷
ছবিতে ঢাকা সিটি নির্বাচন
ঢাকা সিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে৷ দুই সিটি মিলিয়ে মোট ভোটার প্রায় ৫৪ লাখ৷ এবার ভোট হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)৷ ভোটকেন্দ্রগুলো সকালে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে৷
ছবি: DW/Sazzad Hossain
ব্যাপক নিরাপত্তা
১ ফেব্রুয়ারি ভোটের দুইদিন আগে থেকেই ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়৷ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় অর্ধ লাখ সদস্য নগরীর নিরাপত্তায় নিয়োজিত আছেন৷
ছবি: DW/Sazzad Hossain
সকালে ফাঁকা
শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়৷ যদিও দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম ছিল৷
ছবি: DW/Sazzad Hossain
ভোটার
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন৷
ছবি: DW/Sazzad Hossain
নাগরিক অধিকার
ভোট প্রদান নাগরিক অধিকার, দায়িত্বও বটে৷ সে কারণেই হয়তো মেয়ের হাত ধরে ভোট দিতে এসেছেন বয়োবৃদ্ধ এই নারী৷
ছবি: DW/Sazzad Hossain
নারী ভোটার
আরমানিটোলার নিউ গভর্নমেন্ট গার্লস হাইস্কুল কেন্দ্রে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন৷
ছবি: DW/Sazzad Hossain
ভোটকেন্দ্র
কালো কাপড়ে ঘেরা একটি জায়গায় ইভিএম মেশিন বসানো হয়েছে৷ ভেতরে একজন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন৷
ছবি: DW/Sazzad Hossain
ইভিএম
আঙ্গুলের ছাপ, এনআইডি নম্বর এবং স্মার্ট এনআইডি কার্ড যাচাইয়ের পর একজন ভোটার ভোট দিতে পারছেন৷
ছবি: DW/Sazzad Hossain
ফজলে নূর তাপস
ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ফজলে নূর তাপস রাজধানীর ধানমন্ডির ৭/এ তে ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন৷
ছবি: DW/Sazzad Hossain
ইশরাক হোসেন
ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন৷
ছবি: DW/Sazzad Hossain
আতিকুল ইসলাম
ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর বেরিয়ে আছেন৷
ছবি: DW/Asif Mahmud Ove
তাবিথ আউয়াল
ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ঢাকার গুলশান-২ নম্বরের মানারাত স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেন৷