1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনের পর সরে দাঁড়াবেন মুবারক

২ ফেব্রুয়ারি ২০১১

টানা আটদিনের গণবিক্ষোভের প্রেক্ষিতে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের ঘোষণা, আসন্ন নির্বাচনে অংশ নেবেন না তিনি৷ বিক্ষোভকারীরা সন্তুষ্ট নন এই ঘোষণায়৷ তাদের দাবি, যথাশীঘ্র পদত্যাগ করতে হবে প্রেসিডেন্টকে৷

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন হোসনি মুবারকছবি: AP

হোসনি মুবারকের ভাষণ

দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক মঙ্গলবার জানান, ক্ষমতায় থেকে সাংবিধানিক সংস্কার করতে চান তিনি৷ তবে, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতা ছাড়তে রাজি নন ৮২ বছর বয়সি এই নেতা৷ তিনি বলেন, আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করা এবং আসন্ন নির্বাচনে মিশরের জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া৷ মুবারক নিজের দেশত্যাগের সম্ভাবনাও নাকচ করে দিয়ছেন৷ তিনি বলেন, এটা আমার দেশ৷ এখানেই আমি বাস করেছি, এই দেশের জন্য আমি যুদ্ধ করেছি এবং দেশকে রক্ষা করেছি৷ আমি এই দেশের মাটিতেই মরতে চাই৷

কায়রোতে মঙ্গলবার কয়েক লাখ বিক্ষোভকালী জড়ো হনছবি: picture-alliance/dpa

বিক্ষোভরতদের প্রতিক্রিয়া

বিক্ষোভকারীদের দাবি একটাই, শুক্রবারের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে মুবারককে৷ বিশেষ করে তিনি যখন টেলিভশনে ভাষণ দিচ্ছিলেন, তখনও কায়রোর তাহরির চত্ত্বরে অবস্থানরত বিক্ষোভকারীরা তাঁর পদত্যাগ চাইছিলেন৷ ৩৫ বছর বয়সি বিক্ষোভকারী আহমেদ খলিফার মন্তব্য, শুক্রবার পর্যন্ত যদি মিশরীয়রা রাস্তায় থাকে, তাহলে সম্ভবত মুবারক ক্ষমতা ছাড়ার কথাই বলবেন৷ তবে, এই ভাষণের পর বিক্ষোভকারীদের মধ্যে দ্বিধাবিভক্তি তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিবিসি৷ বিশেষ করে, প্রতিবাদকারীদের একাংশ মনে করছে, মুবারকের বর্তমান প্রস্তাব বেশ যুতশই৷ নোবেল জয়ী বিরোধী নেতা এল বারাদাই অবশ্য মুবারকের ভাষণকে ক্ষমতায় টিকে থাকার একটি কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন৷ তিনি, মুবারককে এখনই পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন৷

বিক্ষোভকারীদের দাবি একটাই, সরে দাঁড়াও মুবারকছবি: AP

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মিশরে ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া এখনই শুরু হওয়া উচিত৷ এই প্রক্রিয়া চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র সেদেশকে সহায়তা করতে প্রস্তুত৷ এই বিষয়ে মঙ্গলবার মুবারকের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ওবামা৷ তবে, মুবারককে এখনই পদত্যাগের কোন ইঙ্গিত দেননি মার্কিন প্রেসিডেন্ট৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ