1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনের সময় জরুরী অবস্থা প্রত্যাহার চায় মার্কিন যুক্তরাষ্ট্র

হারুন উর রশীদ স্বপন২ জুলাই ২০০৮

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জন এফ মরিয়ার্টি বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবদুল মতিনের সাথে বৈঠক করেন৷ বৈঠকে তিনি বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ও অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন৷

ছবি: AP

বৈঠক শেষে মার্কিন দূত সাংবাদিকদের বলেন, তার দৃঢ় বিশ্বাস ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সরকার সেদিকেই এগোচ্ছে বলে তিনি মনে করেন৷ তবে তার সরকার মনে করে জরুরী অবস্থার মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ এ কারণে তিনি সরকারকে নির্বাচনের আগে হলেও জরুরী অবস্থা পুরোপুরি তুলে নেয়ার অনুরোধ করেছেন৷

তিনি জানান, তার সরকার বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে৷ নির্বাচনের সময় পর্যবেক্ষকদের একটি দলও বাংলাদেশে পাঠাতে চান তারা৷

অন্যদিকে, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার বলেছেন, জরুরী অবস্থা প্রত্যাহার না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ জরুরী অবস্থা প্রত্যাহার না করায় সরকারের অনঢ় মনোভাব নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করেছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ